পাওয়ার আপ সিজন ২ -বর্ষসেরাদের নাম ঘোষণা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

Polish_20221229_225814718.png

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার। আজ বছরের শেষ হ্যাংআউট। শেষ হ্যাংআউটে এই ঘোষণাটি প্রকাশ করা হচ্ছে।

সারা বছর যারা পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে যে সবচেয়ে বেশি পরিমাণে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন এবং যে সবচেয়ে বেশি পার্সেন্ট পাওয়ার বৃদ্ধি করেছেন সে দুজনকে পুরস্কৃত করা হচ্ছে। গত ৫ দিন পূর্বে একটি পোস্টে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছিল ।

আজ ঘোষণা করার কথা ছিলো। সারা বছর অনেক ইউজার পাওয়ার বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তবে সবাই নমিনেশন সাবমিট করেনি। যারা নমিনেশন দিয়েছেন তারাই সবচেয়ে বেশি এক্টিভ ছিলেন এ প্রতিযোগিতায়। এজন্য সেরাদের নমিনেশন ই পেয়েছি আমরা। নিম্নে সকল নমিনেটরদের তথ্য প্রকাশ করা হলোঃ-

নংনামমোট পার্সেন্টেজমোট এমাউন্ট
@tasonya52.6719%2630 STEEM
@bdwomen90.4214%3584 STEEM
@ripon4063.104%933 STEEM
@rayhan11160.772519%2671 STEEM
@narocky7192.0752%3617 STEEM
@nirob7092.717005%303 STEEM
@bristy173.880546 %3006 STEEM
@limon8841.34828%765 STEEM
@ah-agim234.6835%1403 STEEM
১০@samhunnahar110.1263%510 STEEM
১১@emranhasan41.5507%1350 STEEM
১২@jibon4789.045493%892 STEEM
১৩@anisshamim169.97894%500 STEEM
১৪@maksudakawsar144.2%549 STEEM
১৫@nevlu12362.182457%3520 STEEM
১৬@isratmim95.253%1170 STEEM
১৭@razuahmed125.3013%1138 STEEM
১৮@payelb109.33101550 STEEM

সকল এডমিন মডারেটরদের এই তালিকার বাইরে রাখা হয়েছে।

উপরোক্ত নমিনেশনগুলো থেকে সেরা দুজনকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করা হচ্ছে। নিম্নে দুজনের নাম প্রকাশ করা হলোঃ-

নাম :- @narocky71
মোট এমাউন্ট:- 3617.681

নাম:-@ah-agim
মোট পার্সেন্টেজ:- 234.6835%

ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট পরিমাণ স্টিম পাওয়ার আপ করায় @rme দাদার পক্ষথেকে একজন পাচ্ছেন বিশেষ পুরস্কার। পুরস্কৃত হচ্ছেন:-

নাম:-@tangera
ধারাবাহিক পাওয়ার আপ সপ্তাহ:-52

অভিনন্দন

আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের নিজ ঠিকানায় আপনাদের নাম খচিত ক্রেস্ট পৌঁছে যাবে। এই ক্রেস্টের আইডিয়া এসেছিল @hafizullah ভাইয়ের থেকে।

যারা বর্ষসেরা হয়েছেন তারা আগামী ২-৩ দিনের মধ্যে একটি পোস্ট লিখবেন। সেখানে পুরস্কার হিসেবে ভোটিং সাপোর্ট দেয়া হবে। আজ তাহলে এখানেই ইতি টানছি। এরই মাধ্যমে শেষ হয়ে গেল সিজন টু এর শেষ অধ্যায়। আল্লাহ্ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

আসলে এটা অনেক বড় প্রাপ্তি। যখন পাওয়ার বৃদ্ধি করতাম তখন কখনো এত বড় সারপ্রাইজ পাব চিন্তাও করি নাই। এত বেশি খুশি হয়েছি তা বলে বুঝানো সম্ভব নয়। আর এটা ভেবে অনেক ভালো লাগতেছে আমার বাংলা ব্লগ থেকে একটা ক্রেস্ট পাব। @hafizullah ভাইয়ের এই উদ্যোগটা আমার খুবই ভালো লেগেছে। hafizullah ভাইয়ার প্রতিও অনেক ভালোবাসা রইলো। আর সব থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা যিনি পুরো বছর যাবত পাওয়ার আপ এর প্রতিযোগিতা চালিয়ে গিয়েছেন। তিনি আর কেউ নয়!আমাদের প্রিয় @rex-sumon ভাইয়া।

 2 years ago 

এই কমিউনিটিতে কাজ করে বেশ ভাল করে বুঝতে পারছি যে, এখানে ভালর কদর সব সবময় হয়ে থাকে। আর এ জন্যই কমিউনিটির সকলের মাঝে কাজ করার একটা উৎসাহ লক্ষ্য করা যায়। সেরকমই একটি উৎসাহ মূলক প্রতিযোগীতার স্থান হলো পাওয়ার আপ প্র্রতিযোগিতা।

 2 years ago 

আমার বাংলা ব্লগে পাওয়ার প্রতিযোগিতা সিজন ১ এবং ২ তে আপনি সবাইকে উৎসাহিত করেছেন। এবং প্রতিযোগিতা গুলো আপনি সুন্দরভাবেই পরিচালনা করেছেন। যাইহোক দুজন বর্ষসেরা ও পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখার জন্য তানজিরা আপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর এভাবে পুরস্কারটি পৌঁছে দেওয়া আসলেই প্রশংসনীয়। ধন্যবাদ হাফিজ ভাইয়াকেও।

 2 years ago 

পাওয়ার আপ সম্পর্কে সব সময় পজিটিভ চিন্তা নিয়েই ছিলাম। কারণ আপনার উদ্যোগকে আমি সব সময় সম্মান করে পাওয়ার করার চেষ্টা করে গিয়েছি। যদিও প্রথমদিকে প্রতি সপ্তাহে করতে পারিনি। কিন্তু মাসের মধ্যে ২ বার করেছিলাম। তারপর দেখলাম আমি প্রতি সপ্তাহে করলেই হয়তো একটু ভালো হবে। তারপর থেকে আমি প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে গিয়েছিলাম। পুরস্কারের জন্য না করে আপনার উদ্যোগের জন্যই করেছিলাম। আর এটা জানতে পেরে খুবই ভালো লাগলো যে আমাদের ফেনী এগিয়ে রয়েছে। ফেনীর দুজনেই পুরস্কৃত হয়েছে জেনে খুব ভালো লাগলো।

 2 years ago 

সারা বছর পাওয়ার বৃদ্ধি করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে হাফিজ ভাইয়ের আইডিয়া অনুসারে কিছু পুরস্কার দেওয়া হবে আসলে এটা খুবই আনন্দের। নিজের পরিবারের মত এই কমিউনিটিকে ভালোবেসে আর এখান থেকে কোন পুরস্কার পাওয়া সেটা অনেক খুশির সংবাদ।

 2 years ago 

সবাই চেষ্টা করেছে পাওয়ার আপের মাধ্যমে সিজন-২ এর টার্গেট পূরণ করার। কেউ পেরেছে আবার কেউ পারেনি। তবে সবাই জানে, পাওয়ার আপ কতটা গুরুত্বপূর্ণ। যারা পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সবাইকে অভিনন্দন। যারা বিজয়ী হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি 🌼

 2 years ago 

আমিও সিজন টুতে পুরো বছর জুড়ে পাওয়ার আপ করার চেষ্টা করেছি। কারণ শুরু থেকেই পাওয়ার আপ করতে আমার ভীষণ ভালো লাগে। আজকে বর্ষসেরা দুইজনকে দেখে ভীষণ ভালো লাগতেছে। আর সব থেকে বেশি ভালো লাগতেছে বর্ষসেরা দুইজন আমার পরিচিত। আমি মনে করে যত বেশি পাওয়ার আপ করবো তত বেশি এগিয়ে যাব।

 2 years ago 

আসলে পাওয়ার আপ করা বেশ গুরুত্বপূর্ণ ৷ এতে নিজের অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি পায় ৷ আমি নিজেও পাওয়ার আপ করে এর সুবিধা জেনেছি এবং এর গুরুত্ব বুঝেছি ৷এতো কিছু আপনাদের জন্যই ৷ এজন্য আপনাকে এবং দাদাকে সহ আমার বাংলা ব্লগ কমিউনিটি র সকলকেই অনেক অনেক ধন্যবাদ ৷ আজ পাওয়ার আপকারী বর্ষসেরাদের দেখে অনেক ভালো লাগলো ৷ সবাই জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন৷

 2 years ago 

পাওয়ার বৃদ্ধি মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার বৃদ্ধি করে যারা বর্ষসেরা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। ক্রেস্ট প্রদান করার উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি সকলে আরো বেশি উৎসাহ পাবে এবং সবাই নিজেদের স্টিম পাওয়ার বৃদ্ধি করার প্রতি আরো বেশি উৎসাহী হবে। অনেক অনেক শুভকামনা রইলো সকলের জন্য।

 2 years ago 

এজন্য পরীক্ষার রেজাল্ট দেখার মত অবস্থান ভাই। দীর্ঘ একটা বছর পাওয়ার আপ করে যখন জানা গেল যে এমন একটা আয়োজন হবে সত্যিই ভালো লাগলো। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 55863.62
ETH 2927.13
USDT 1.00
SBD 2.28