কক্সবাজার থেকে বান্দরবান ২৮-০৮-২০২১

in আমার বাংলা ব্লগ3 years ago

পাঁচ দিন পূর্বে আমরা কক্সবাজার আসছিলাম। কক্সবাজার ঘোরার জন্য আমরা চারটি দিন বরাদ্দ রেখেছিলাম। চারদিনের প্রথম দুই দিন বেশ ভালই সময় পার করেছি। কিন্তু পরের দুইদিন অসুস্থ থাকার কারণে বেশি একটা ঘোরাফেরা করতে পারিনি। প্রথম দুই দিনে আমি প্ল্যান করেছিলাম শেষের দিকে অনেক ফটোগ্রাফি করব। কিন্তু লাস্টের দুই দিন একটু অসুস্থ থাকায় বেশি একটা ফটোগ্রাফি ও করতে পারিনি। আমাদের ট্যুরের আজ হচ্ছে পঞ্চম দিন। কক্সবাজার থেকে আজ সকালে আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাহলে চলুন সারাদিনের আমার ট্রাভেলিং মোমেন্ট গুলো আপনাদের সাথে শেয়ার করি।

অনেক দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে খুব সকালে ঘুম থেকে উঠতে পারিনি । আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা। আমাদের প্ল্যান ছিল বারোটার দিকে আমরা কক্সবাজার ত্যাগ করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাবতীয় পোশাক-আশাক আর আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পরলাম। এবার একটি হোটেলে গিয়ে সকালের খাবার খেলাম। নাস্তা শেষ করে চিন্তা করলাম কক্সবাজার যেহেতু ত্যাগ করতেছি, শেষবারের মতো সমুদ্র সৈকত থেকে একটু ঘুরে আসা যাক । এরপর সবাই একসাথে শেষবারের মতো সমুদ্রসৈকতে গেলাম। সেখানে গিয়ে একটি বসার স্থানে আমাদের সবার ব্যাগ গুলো রেখে এক নজরে সমুদ্রের সৌন্দর্যের দৃশ্যটি উপভোগ করলাম।

1630257726579-01.jpeg

1630257708579-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
What's 3 Word Location :https://w3w.co/ridden.behinds.violets

এখানে কাটানো দিনগুলো আমাদের বেশ ভালই ছিল। প্রায় আধাঘণ্টা মতন ওই স্থানে থাকার পর আমরা সবাই রওনা দিলাম বাসস্ট্যান্ডের উদ্দেশ্য। আমরা দুপুর বারোটার দিকে বাসস্ট্যান্ডে পৌছালাম আর বান্দরবানের টিকিট কাটলাম । কিন্তু আমাদের বাস ছাড়ার সময় ছিল দুপুর দুইটা । এজন্য আমরা বাসস্ট্যান্ডেই অনেক সময় অপেক্ষা করলাম। এরপর দুপুর দুইটায় আমরা সবাই বাসে উঠলাম আর বাসের যাত্রা শুরু করলো। আমাদের গন্তব্যে যেতে আনুমানিক সময় লাগবে ৪ ঘন্টা । প্রথম দুই ঘন্টা আমি বাসের মধ্যে ঘুমিয়েই কাটালাম । এরপরে যখন আমার ঘুম ভাঙ্গলো তখন বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি বিশাল বিশাল পাহাড় । অসাধারণ লাগছিল দৃশ্যগুলো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ।বাকি পথটুকু আমি শুধু আশেপাশের দৃশ্য গুলো উপভোগ করতে করতেই এসেছি । যখন আমরা প্রায় বান্দরবানের মধ্যে প্রবেশ করলাম তখন সৌন্দর্যের সমারোহ যেন বেশিই চোখে পরছিলো।

1630257852735-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
What's 3 Word Location :https://w3w.co/dwelt.aged.soloists

রাস্তাগুলো ছিল প্রচণ্ড উঁচু-নিচু । একবার অনেক নিচে চলে যাচ্ছিলাম আবার অনেক উপরে উঠতে হচ্ছিল । এটা ছিল আমার জীবনের প্রথম পাহাড়ি রাস্তায় চলার প্রথম অভিজ্ঞতা । কিছু সময় পর আকাশে প্রচণ্ড মেঘ দেখতে পেলাম । কেউ একজন পিছন থেকে বলছিল , এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় । যাইহোক বৃষ্টির দৃশ্য গুলো চোখজুড়ানোর মত ছিল । পাহাড় গুলো কেমন যেন মেঘের মধ্যে মিলিয়ে যাচ্ছে । আর পাহাড়ের উপর থেকে বৃষ্টি নেমে পড়ছে।

অপরূপ সৌন্দর্য দর্শন করতে করতে আমরা পৌছে গেলাম আমাদের গন্তব্যে। এখন আমাদের প্রধান কাজ হল একটি থাকার জন্য হোটেল খুঁজে বের করা । আমরা বেরিয়ে পড়লাম হোটেল খোজে । কিছু সময় খোঁজাখুঁজির পর একটি ভালো মানের হোটেল পেয়ে গেলাম ।

1630257911756-01.jpeg


Device : Redmi Note 9 Pro Max
What's 3 Word Location :https://w3w.co/playfully.transcribes.owls

এরপর দ্রুত আমাদের রুমে গিয়ে ফ্রেশ হলাম এবং বিশ্রাম নিলাম । অনেক ক্লান্ত লাগছিল । তারপরও বান্দরবানের সৌন্দর্য দেখে অনেকটা শক্তি ফিরে পেয়েছি শরীরের মধ্যে । যাই হোক আজকে জার্নির মধ্যেই আমাদের দিনটা কেটেছে । আগামীকাল আমরা আমাদের নির্ধারিত স্থান গুলোতে পরিদর্শন করতে যাব । সে পর্যন্ত সবাই সাথেই থাকুন ।ধন্যবাদ।


JOIN WITH US ON DISCORD SERVER

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates

Sort:  
 3 years ago 

ভাইয়া বান্দরবন থেকে আমাদের কমিনিটির জন্য কয়েকটা বান্দর নিয়ে আসবেন।🤣🤣🤣🤣আপনার যাত্রা শুভ হোক দোয়া রইলো।

 3 years ago 

খুব সুন্দর। শেষ সময়ের সমুদ্র দর্শন টা সেই ছিল। তখনকার চিএগুলো খুব ভালো লাগছে। আর যে পাহাড়গুলোর ছবি বাস থেকে তুলেছেন এর চেয়ে বড় পাহাড় আমার এলাকায় আছে🙂🙂। এর থেকেও বড় পাহাড়ের কিছু সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই। এবং আশাকরছি ভ্রমণ কাহিনীর বাকিঅংশ নিয়ে খুব দ্রুতই ফিরে আসবেন আমাদের মাঝে।।

 3 years ago 

ভ্রমণ গল্পগুলো আজকে শেষ করলাম। আগামীকাল থেকে ফটোগ্রাফি আর ভিডিও আপলোড দেয়া শুরু করব।

 3 years ago 

😍😍😍😍 বাহ।

 3 years ago 

আরেকটা জার্নি কিন্তু আপনার সঙ্গে আমার হয়েই গেল । অপেক্ষায় থাকলাম। বান্দরবানের পরবর্তী পর্বের জন্য। শুভেচ্ছা রইল।

কক্সবাজার থেকে বান্দরবান, আপনার যাত্রা শুভ হক। ভালোভাবে দিন গুলো কাটান দোয়া রইলো।

কক্সবাজার থেকে বান্দরবনের আপনার যাত্রাটা শুভ হোক।যেখানে থাকবেন ভালো থাকবেন। শুভ কামনা এবং ভালোবাসা।

 3 years ago 

সফরটা ভালোই এনজয় করছেন।সুন্দর লিখেছেন এবং সেই সাথে ছবি গুলোর কথা না বললেই নয়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব ইনজয় করছি ভাইয়া আপনার ভ্রমণ, আপনার গল্প এবং ফটোগ্রাফি গুলো, খুব ভালো লাগছে, আরো অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ভ্রমণ গল্পগুলো আজকে শেষ করলাম। আগামীকাল থেকে ফটোগ্রাফি আর ভিডিও আপলোড দেয়া শুরু করব।

ভাই একসাথে সব সুন্দর জায়গায় ঘুরে নিচ্ছেন। কিন্তু আমার মতে টুর বেশি লম্বা না করাই ভালো।একসাথে একটি জায়গা ভালোমতো ঘুরলে রিলাক্সে টুরটা শেষ করা যায়।আপনাদের প্রচুর জার্নি করতে হচ্ছে। এই শারীরিক ধকল কাটাতে সময় লাগবে। যদিও যে জায়গায় গিয়েছেন খুবই সুন্দর জায়গা। আমার কখনো বান্দরবান যাওয়া হয়নি। কিন্তু এই এলাকার ছবি যখন দেখি। তখন খুবই মনমুগ্ধকর মনে হয়। আপনার সুস্থতা কামনা করছি।

 3 years ago 

ঠিকই বলেছেন ভাই। একটু ক্লান্ত শরীর নিয়ে ঘুরতে হয়েছে সব জায়গা।

 3 years ago 

দুর্দান্ত শান্তিময় প্রকৃতির মাঝে চমৎকার মুহূর্ত কাটাচ্ছেন। অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।

 3 years ago 

ভাই আপনার জানিং এটা খুবই অসাধারণ ছিল। এমন পরিবেশে বারবার যেতে ইচ্ছে করে। যদিও নেওয়ার মত কেউ নেই। খুব ইচ্ছে করে মনোরম পরিবেশ উপভোগ করার জন্য।

 3 years ago 

নিজে নিজেই ঘুরে আসুন। ভালো লাগবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19