সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - এপ্রিল চতুর্থ সপ্তাহ - [Weekly Plagiarism Report -April -4th week]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Tue_23_11_2021_13_43_02.png

30-04-2022

চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।

আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ

ক্রমিক নংনামপোস্ট লিংকচৌর্যবৃত্তির শতকরাপ্রধান উৎস
@tanvir080ফরেক্স
100%
উৎস
@soheljoyমাছ
70%
উৎস
@shifatjohanyটেরেক
100%
উৎস
@sanju2121ডায়াবেটিস
100%
উৎস

রিপিট পোস্ট:

ক্রমিক নংনামরিপিট পোস্টপ্রধান উৎস
@tanvir080লিংক লিংক
@soheljoyলিংক লিংক

যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

আজকের চৌর্যবৃত্তির প্রতিবেদনটি দেখে একটু ভালো লাগলো কারণ আগের তুলনায় এ সপ্তাহের অনেকটাই কমে গেছে। এভাবে আমাদের আরো সতর্ক হতে হবে এবং এই চৌর্যবৃত্তির প্রতি কঠোর ব্যবস্থা নিতে হবে।

 3 years ago 

এ সপ্তাহের তুলনামূলক কম। যাই হোক বেশ ভালো লাগছে। আসলে আপনি অনেক পরিশ্রম করেন যার কারণে আমাদের কমিউনিটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য।

 3 years ago 

আমি বুঝিনা মানুষ কেনো যে এই কাজ করে। লিখলে নিজের কনটেন্ট লিখবে। কিন্তু মানুষ এর গুলা নিজের বলে চালিয়ে দেয়। আমার মনে হয়না এরা কখনো উন্নতি করতে পারবে।

 3 years ago 

তাও ভালো আজকে লিস্টটার পরিধি অনেকটাই কম মনে হচ্ছে।কবে যে লিস্ট একেবারের জন্য খালি হয়ে যাবে কে জানে।

 3 years ago 

এত সতর্ক করার পরেও দিন দিন চৌর্যবৃত্তির সংখ্যা থেকেই যাচ্ছে। আমার মনে হয় এখন সময় কঠোর পদক্ষেপ নেওয়ার। তবে আপনি দিন যাতে সমান করে আমাদের এই পরিবারকে পরিচ্ছন্ন রাখার জন্য যে ভাবে পরিশ্রম করে যাচ্ছেন তা আমাকে অবাক করে আপনার মত দায়িত্বশীল লোকজন আছে বলেই আমরা এত সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারছি। একটি কমিউনিটি ততদিন সুন্দর থাকে তখন সেখানে শৃঙ্খলা বজায় থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যাক।গত কয়েক সপ্তাহের তুলনায় আজকে সংখ্যাটি একটু কম । তারপরও এর থেকে কম ছিল এই সংখ্যা। আমি আশা করি যে এই সংখ্যাটি আরো কমে আসবে ভাইয়া শুধুমাত্র আপনার নজরদারির কারণে।

 3 years ago 

এই সপ্তাহের সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন দেখে আমার খুবই ভালো লাগলো যে, গত সপ্তাহের চেয়ে এবার কম ইউজার এই কাজে লিপ্ত। আশা করি খুব দ্রুতই এই কাজ থেকে বিরক্ত হবে সবাই। আজ আর এই কাজের সাথে সম্পৃক্ত তাদের বিশেষভাবে ওয়ারনিং দিতে হবে।

 3 years ago 

ভাইয়া আপনি দক্ষতার সাথে সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন উপস্থাপন করেছেন। যারা এই অপরাধমূলক কাজের সাথে জড়িত তাদেরকে সততার সাথে কাজ করা উচিত। আশা করছি এই প্রতিবেদনের মাধ্যমে সকলে সচেতন হবে এবং সততার সাথে নিজের দক্ষতা প্রকাশ করবে।

 3 years ago (edited)

এতো সতর্ক করার পরেও এবং এর পরিনাম যে ভালো হবে না তা জেনেও কীভাবে যে এই কাজ এর সাথে সম্পৃক্ত থাকে তা বোধগম্য হয়না। তবে লিস্ট অনেকটাই ছোট হয়ে এসেছে তা দেখে খুশি লাগছে। লিস্ট একদিন একদম খালি হয়ে আসবে এই অপেক্ষায়।

 3 years ago 

আর কতকাল চোর ধরে বেড়াবেন ভাই। চোরগুলোর কি কোনদিন হেদায়েত হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ন এই কাজটি সফলভাবে চালিয়ে যাওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26