৫ পর্বের রেনডম ফটোগ্রাফি অ্যালবাম । চতুর্থ পর্ব ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 18th September , 2021
  • Friday

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। দেখতে দেখতে আমার রেনডম ফটোগ্রাফি অ্যালবামের চতুর্থ পর্বে চলে আসলাম। আর মাত্র একটি পর্ব বাকি আছে। গত পর্ব গুলোতে সবার থেকে আমি যথেষ্ট সাড়া পেয়েছি । গত পর্বের সব ছবিগুলোর মধ্যে শেষের দুইটি বাচ্চার ছবি প্রায় সবাই পছন্দ করেছেন। আমি আশাবাদী, আজকের ছবিগুলো ও আপনাদের কাছে ভালো লাগবে।

আজকে যে ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছবিটি হলো একদম শেষের ছবিটি। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। কারণ আমি যখন ছবিটা তুলেছিলাম তখন ওই ছবিতে থাকা ঘরটি খালি চোখে বেশি একটা ভালো বোঝা যাচ্ছিল না। ছোট্ট একটা বিন্দুর মত লাগছিল। ক্যামেরা অনেক জুম করে আমি আশেপাশের দৃশ্যগুলো ক্যামেরার মধ্যেই দেখতেছিলাম। হঠাৎ এই ঘরটি আমার নজরে পরে। তখন আমি এই ছবিটি ক্যাপচার করে নিয়েছিলাম।

যাইহোক, সব ছবিগুলো আপনারাই দেখুন। আপনারাই বিশ্লেষণ করুন কোনটি বেশি ভালো লাগছে। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুবই মনোযোগ দিয়ে পড়ি। আপনাদের উৎসাহ মূলক কমেন্টগুলো আমাকে অনুপ্রেরণা জায়গায়।

1631807613931-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/5.0-85.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..

1631807550648-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/4.0-80.00mm
What's 3 Word Location :https://w3w.co/iterative.spun...

1631807297232-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/7.1-95.00mm
What's 3 Word Location :https://w3w.co/transitive.mana..

1631807267324-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/7.1-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/transitive.ma..

1631807199211-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/4.0-80.00mm
What's 3 Word Location :https://w3w.co/flattest.creat..

1631807111082-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/4.0-155.00mm
What's 3 Word Location :https://w3w.co/inch.bramb..

1631807049369-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 25-08-21 || f/4.5-36.00mm
What's 3 Word Location :https://w3w.co/hotshots.grass..

1631807017607-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/5.0-140.00mm
What's 3 Word Location :https://w3w.co/evolution.cats...

1631806958739-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 29-08-21 || f/5.0-160.00mm
What's 3 Word Location :https://w3w.co/parrot.enclo..


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আপনার ফোটোগ্রাফির হাত অনেক সুন্দর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।আপনি ঠিকই বলেছেন শেষের ছবিটি খুবই মনমুগ্ধকর।প্রত্যেকটি ছবিই এক একটি নিজস্বতা বহন করেছে।পাহাড়ি ঝর্ণা, সমুদ্রের উত্তাল ঢেউ এবং বাচ্চা ছেলেটির ঘোড়ার চেপে বসার দৃশ্য সত্যিই অসাধারণ।তবে শেষ দুটি ছবিতে আমি কোথাও একটা নিঃসঙ্গ ,একাকী নিরিবিলি জীবনযাপন খুঁজে পেয়েছি।উঁচু ,নিচু, ঢালু পাহাড়ি নিবিড় সবুজ প্রকৃতির মাঝে ছোট একটি দুটি ঘর হয়তো দিনের সূর্যের অফুরন্ত আলোয় সুন্দরতা বহন করে।কিন্তু রাতের অন্ধকার আকাশে বড়ই একাগ্রতা ও নিঃসঙ্গ ভয়াবহতার পরিচয় মেলে।অনেক ধন্যবাদ দাদা।

 3 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার প্রতিটি ফটোগ্রাফি প্রশংসার দাবিদার। আমার কাছে সবচেয়ে পাহাড়ি ঝর্ণা এবং ঘোড়ার উপরে বসে থাকা ছেলেটির ছবি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনি পর্ব আকারে আমাদের দেশে বিভিন্ন পর্যটন এলাকার সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি পর্বের ফটোগ্রাফিগুলো প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ছিল। আপনার ফটোগ্রাফিগুলো বলে দিচ্ছে আপনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আশাকরি ০৫ পর্বে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ সত্যি বলেছেন। প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি।

 3 years ago 

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9aJh2dLvBdYwpkRKq6XY5D25vcbnNdGKtbgXaoEDs5dNK6pE53Ln9GBZiW6M1o7HE2xmWq2YzYEkse9Fs1A28iA8E1C.jpeg

আমার এই ছবিটি দারুন লেগেছে।
আমি সীতাকুণ্ডে এরকম পাহাড়ি ঝর্না দেখেছি।
এর অপরুপ সৌন্দর্য বলে বোঝানো যাবে না স্বচক্ষে দেখে আসতে হবে। ধন্যবাদ ছবিগুলো ভাগ করে নেয়ার জন্য।

 3 years ago 

সীতাকুণ্ডে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু যাওয়া হয়নি। ইনশাহ্ আল্লাহ্ ভবিষ্যতে যাব।

সব গুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে ভাই। প্রতিটি ফটোগ্রাফি প্রশংসার দাবিদার।

image.png

ছবিটা বাহুবলী প্রো 😍 বাচ্চাটার মোমেন্ট টা খুব সুন্দর ছিল ভাই।অনেক ধন্যবাদ ভাই আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।পরবর্তী বা শেষ পর্বের জন্য অপেক্ষায় রইলাম।

 3 years ago 

বাচ্চাটি ঘোড়া নিয়ে আমার দিকেই আসছিল। হঠাৎ ছবিটি তুলে ফেলেছিলাম।

গ্রেট শট হইছে ভাই👌📷

 3 years ago 

ভাই আমার কাছে শেষের দৃশ্যগুলো বেশী ভালো লেগেছে, প্রকৃতি এবং প্রকৃতির সবুজ সুন্দর দৃশ্যগুলো আমি সব সময়ই উপভোগ করার চেষ্টা করি। যদিও সবগুলো ফটোগ্রাফিই সুন্দর ছিলো। ধন্যবাদ

 3 years ago 

প্রকৃতির সবুজ রূপ সত্যিই উপভোগ্য।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি হয়েছে!প্রতিটা ছবি নজড় কেড়ে নিয়েছে আমার।বিশেষ করে পাহাড়ী ঝরনার ছবিটি আমার ভীষন ভালো লেগেছে।
অনেক শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আমি আপনার ছবি তুলা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। শেষ থেকে দ্বিতীয় নাম্বার ছবিটা অনেক বেশি সুন্দর হয়েছে। পুরো প্রকৃতির মাঝে বিন্দু সম একটি ঘর। জাস্ট অসাধারণ হয়েছে। আপনার যেই ব্যাপারটা আমাকে মুগ্ধ করে সেটা হচ্ছে আপনি একদম সাধারণ জিনিষের ছবি গুলো তুলেন। তবে সেগুলো ছবি তুলার পর দেখা যায় কিকরে যেনো আপনি তুলেন ই অসাধারণ করে।

 3 years ago 

ফাস্ট্রেশনে ভুগছে যদি মন কোন রোগীকে এইরকম প্লেসে নিয়ে যাওয়া হয় তাহলে সে অতি দ্রুত সুস্থ হয়ে উঠবে।তাই এই দুইটি ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রতিটা ছবি মনকাড়া হয়েছে। আর শেষের যে ছবিটি সেটি এত সুন্দর হয়েছে যে জুম করে তোলা বুঝাই যায়না অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

সবগুলো ছবি অসাধারণ হয়েছে। কিন্তু আমার কাছে ঘোড়ায় চড়া বাচ্চার ছবিটা সবচেয়ে ভালো লাগছে। দুর্দান্ত ক্যামেরা ওয়ার্ক। আপনার ছবি গুলো আসলেই কথা বলে। ধন্যবাদ আমাদের সঙ্গে এত সুন্দর ছবি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 66982.11
ETH 2591.90
USDT 1.00
SBD 2.67