সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন - অক্টোবর দ্বিতীয় সপ্তাহ - [Weekly Plagiarism Report -October 2nd week]
08-10-2022
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
১ | @joni77 | ইলিশ.. | 100% | উৎস |
২ | @sct-punk | ভ্রমণ.. | 100% | উৎস |
৩ | @ms07 | ওয়েব 3.0.. | 100% | উৎস |
যাকে অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে তার কোন বক্তব্য থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
চৌর্যবৃত্তির প্রতিবেদনে সবসময় নতুনদের চোখে পড়ে ,এটা এক দিক থেকে তারা না বুঝেই করে আবার অপর দিক থেকে শুধরে নিতে ও পারে ।আশা করি সবাই পরবর্তীতে সতর্ক হবেন,ধন্যবাদ আপনাকে দাদা।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
ভাইয়া,আপনি একদম ঠিক কথা বলেছেন একটা কমিউনিটি সুন্দরভাবে সাজাতে হলে আমাদের প্রত্যেকটা ইউজারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সে ক্ষেত্রে আমাদের চৌর্যবৃত্তি থেকে দূরে থাকাটা খুব প্রয়োজন।ধন্যবাদ ভাইয়া।।
এই কমিউনিটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেখে সত্যিই অনেক ভালো লাগে। আমাদের জন্যই আপনারা এত পরিশ্রম করছেন। তাই আমরাও চেষ্টা করছি নিজের প্রতিভার মাধ্যমে এই কমিউনিটিকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে যারা কমিউনিটির পরিবেশ দূষণ করার জন্য আসে তারা হয়তো হঠাৎ করে আসে এবং হঠাৎ করেই চলে যায়। আশা করছি কমিউনিটি থেকে এসকল অপরাধী চিরতরে দূর হয়ে যাবে।
বাংলায় একটা কথা শুনেছিলাম যে সাত খন্ড রামায়ণ পরে যখন প্রশ্ন করা হলো রামের মায়ের নাম কী? উত্তরে যদি সীতা বলে তাহলে কি হবে ৷
ঠিক তাই আমাদের পাঁচ খন্ড পরে ভাইবা দিয়েও যদি আমরা সঠিক কিছু না দিতে পারি ৷ তাহলে সেখানে সাত খন্ড রামায়ণ বা পাঁচ খন্ড লেভেল পরীক্ষা দিয়ে কি হলো ৷ দিনশেষ যদি এসব চৌর্যবৃত্তি হয় ৷ আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে ৷ এই কমিউনিটি হোক দূষণ মুক্ত ৷ এমনটাই কামনা করি ৷
আমাদের কমিউনিটির পরিবেশ ঠিক রাখতে আপনার এই কাজগুলো জারি থাকুক সবসময়ই, সেই কামনা করছি। যারা এধরনের কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তারা কখনোই সামনে এগিয়ে যেতে পারবে না। আপনার পরিশ্রম সার্থক হোক আর আমাদের কাজের পরিবেশ পরিচ্ছন্ন থাকুক এটাই আমাদের চাওয়া।
কিছু নতুন নতুন লোকজন কমিউনিটিতে এসে না বুঝে এই কাজগুলো করে ফেলে। বেশিরভাগ সময় দেখি যে নতুন ইউজারগুলো এই লিস্টে থাকে। যা কিছুটা হলেও ভালো খবর আমাদের জন্য। আর আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে এরা ঠিকই ধরা পড়ে যায় । শুভকামনা রইল আপনার জন্য।
চৌর্যবৃত্তির রিপোর্টটা দেখে খুবই খারাপ লাগলো। যাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে আমি আশা করব তারা দ্রুত নিজেকে শুধরে নেবেন। তাতে আপনাদেরই মঙ্গল হবে। সেই সাথে অপরাধীদের খুঁজে বের করায় জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।