পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি সুন্দর ফুলের ওয়ালমেট।যেটা বানিয়ে দেওয়ালে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। এই ওয়ালমেট টা বানানো খুব একটা কঠিন কিছু নয়।এখন শুরু করি।

উপকরণ সমূহ :
১.কেচি
২.পেপার
৩.আঠা

IMG_20220708_215829.jpg

প্রস্তুত প্রণালী :
প্রথমে একটি হলুদ রঙয়ের পেপার কোণাকুণি ধরে একসাইড থেকে মোড়াতে হবে খুব সরু করে। নিচে যেভাবে দেখানো হয়েছে ঠিক এভাবে।

IMG_20220708_215919.jpg

স্টিকগুলো বানানোর পর সবগুলো সমান করে কেটে নিতে হবে।

IMG_20220708_215929.jpg

এরপর একটি সবুজ পেপারের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান করে কেচির সাহায্যে কেটে নিবো অনেক গুলো। তারপর পেপার গুলো ছবির ন্যায় ভাজ করতে হবে৷ নিচে পর্যায়ক্রমিক ভাবে দেখানো হলো।
ধাপ-১

IMG_20220708_215940.jpg

IMG_20220708_215951.jpg

ধাপ-২

IMG_20220708_220003.jpg

ধাপ-৩
IMG_20220708_220024.jpg

IMG_20220708_220013.jpg

ধাপ-৪
IMG_20220708_220034.jpg

এরপর কেচির সাহায্যে ভাজ করা কাগজটিকে পাতার শেপ তৈরী করে কাটতে হবে।

IMG_20220708_220056.jpg

এভাবে আমি অনেকগুলো তৈরি করেছি।

IMG_20220708_220107.jpg
এখন এই পাতাগুলোর ভাজ ছাড়িয়ে নিলেই সুন্দর ফুলের মতো দেখা যাবে।

IMG_20220708_220135.jpg

IMG_20220708_220120.jpg

এখন ফুলের সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য একটা হলুদ পেপার ও একটা কালো পেপার চিকন করে কেটে লম্বা ভাবে একভাজ করে বন্ধ সাইড দিয়ে কেচি দিয়ে চিকন করে কাটতে হবে। এখন কাগজটা গোল আকৃতিতে মোড়াতে হবে এবং তার চারপাশ দিয়ে কালো রংয়ের পেপার দিয়ে আরো কিছুটা মোড়াতে হবে। যেভাবে ছবিতে দেখছেন।

IMG_20220708_220147.jpg

IMG_20220708_220156.jpg

এখন প্রথম স্টেপে যে স্টিক গুলো তৈরী করে রেখেছিলাম সেগুলো তিন তিনটা করে চারপাশে আঠা দিয়ে আটকে দিতে হবে। এরপর ফুলগুলো ফ্রেমের কোনাকুনি দুপাশে আটকে দিতে হবে আঠার সাহায্যে। ফুলগুলো দেখতে ভালো লাগার জন্য আমি আগে থেকে বানিয়ে রাখা ফুল একসাথে ৩/৪ টা ব্যাবহার করেছি।

IMG_20220708_220222.jpg

এভাবে খুব সহজে একটি ওয়ালমেট তৈরি করে ঘরের সৌন্দর্য বাড়ানো সম্ভব।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাই আপনি খুব সুন্দর ভাবে পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। ঘরের সৌন্দর্য বাড়াতে পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং খুব ভালোই কাজ দেয়। ইহা ঘরের শোভা বৃদ্ধি করে।
মাঝে মাঝে হালকা কালার কম্বিনেশন খুব চমৎকার ছিল। আপনার মত করে আমিও একদিন চেষ্টা করে দেখব।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট বা ওয়াল হ্যাংগিং তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে ওয়াল হ্যাংগিং গুলো তৈরি করে যখন ঘরের দেয়ালে সাজিয়ে রাখা হয় তখন দেখতে বেশি ভালো লাগে। ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে ওয়াল হ্যাংগিং তৈরি করেছেন। ফুলগুলো দেখতে বেশি ভালো লাগছে। আশা করছি নতুন কোন ওয়াল হ্যাংগিং তৈরি করে আবারো আমাদের মাঝে উপস্থাপন করবেন ও সেই সাথে আমাদেরকে শেখার সুযোগ করে দিবেন। শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন আমাদের মাঝে। সত্যিই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও নিজের মাঝে মাঝে করার চেষ্টা করি। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। খুব সুন্দর করে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি কারুকাজ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago (edited)

খুব সুন্দর ভাবে আপনি একটি ওয়াল হ্যাঙিং তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন ।
হলুদ ফ্রেমে নীল রঙের ফুল । কালার কম্বিনেশনটা ও ছিল দারুন । সব মিলিয়ে সৌন্দর্যের অসাধারণ একটা প্যাকেজ ।
ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি ওয়ালমেট বা ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছে। দুই রঙের কাগজ ব্যবহার করাতে বেশ ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে কেউ দেখে খুব সহজেই শিখে নিতে পারবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

বাহ! চমৎকার হয়েছে ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ওয়াল হ্যাংগিং। প্রথমে কঠিন লাগছিল পরে দেখি সহজ মোটামোটি। হলুদ আর সবুজ কাগজের কম্বিনেশন ভালো ছিল। ধন্যবাদ আপনাকে ❤️

 2 years ago 

এটা একদম সত্য কথা বলেছেন, এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট বানিয়ে রুমকে সুসজ্জিত করা সম্ভব। ধন্যবাদ আপনাকে এত ব্যস্ত সময়ের মাঝেও ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ধাপে ধাপে ওয়ালমেট তৈরি করলেন। আসলে রঙিন কাগজের ওয়ালমেট গুলো খুবই সুন্দর হয়। আর ঘরের দেওয়ালে লাগিয়ে রাখলে আরো বেশি সুন্দর লাগে। আজকের ধাপে ধাপে উপস্থাপন দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া।ওয়ালমেটটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।আপনার তৈরি এই ওয়ালমেট যদি আপনার বাসার দেয়ালে টানিয়ে রাখেন তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আমাদের মাঝে এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো খুব সহজে অনেক সুন্দর একটি পেপার ফ্লাওয়ার ওয়াল হ্যাংগিং বানিয়ে ফেললেন ।দেখতে খুবই ভালো লাগছে ঠিকই বলেছেন এরকম করে বানিয়ে দেয়ালে টাঙিয়ে রাখলে ভালোই লাগবে ।আপনার কাগজের কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে। এই ওয়াল হ্যাংগিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61152.47
ETH 2665.18
USDT 1.00
SBD 2.55