সাকসেস!!
হ্যালো
প্রিয় ভাই ও বোনেরা।
আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমার সারাদিন বেশ ঝামেলাপূর্ণ আর ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে। ঢাকা শহরে বাসা পরিবর্তন করা খুবই কষ্টের। এটা যারা করেছেন তারাই ভালো জানেন। এক বছর যাবত একটা বাসায় থাকার পর আজ বাসাটি পরিবর্তন করলাম। অবশ্য বেশি দূরে যাইনি। আগে যেখানে থাকতাম তার পাশেই নিয়েছি। যাই হোক আজ আবার সকালে ছিল পরীক্ষা। যার কারণে বেশি কষ্ট হয়ে গেছে সবকিছু মিলিয়ে।
সারাদিন পর এখন একটু ফ্রি হয়েছি। আর তাই তো বসে গেলাম আমার এলোমেলো চিন্তা ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে। সফলতা পাওয়ার উদ্দেশ্যে আমরা কম বেশি সবাই স্ট্রাগল করে থাকি। সফলতা যে কেউ চাইতে পারে, এটা ভালো বিষয়। কিন্তু অন্যকে ক্ষতি করে সফলতা প্রাপ্তির আশা অনেকের মাঝে থেকে থাকে। জানিনা তাদের পরিণতি কি হয়। হতে পারে তাদের সমস্ত সফলতা একসময় ধ্বংস হয়ে যায়, আবার হতে পারে তারাই বিজয়ের হাঁসি হাঁসে। যাইহোক সেদিকে না যাই। সবসময়ই নিজেও বিশ্বাস করি আর অন্যকেউ বলি পারলে অন্য জনের উপকার করে তারপর নিজের পথ ক্লিয়ার করতে। অন্যকে ক্ষতি করে নয়।
সফলতা প্রাপ্তির প্রাথমিক ধাপগুলোতে যেই বিষয়গুলো মাথায় রাখতে হয় তা হচ্ছে নিজের লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ করা। এটি প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সফলতার আশায় কাজ শুরু করার আগেই এ বিষয়টি আসে। লক্ষ্য স্থির না থাকলে দুইয়ে দুইয়ে চার মিলানো খুব কঠিন। সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ করার পর আসে পরিশ্রম। যে যত বেশি পরিশ্রম করতে পারবে তার সফলতা অর্জনের সম্ভাবনা তত বেশি। পরিশ্রমের কোন বিকল্প নেই আসলে। তবে পরিশ্রম করে যেতে হবে অবশ্যই ধৈর্যের সাথে। প্রচুর বাধা আসে যেকোনো ভালো কাজে। যেকোনো ধরনের বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ব্যাপারটিতে আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি বারবার। আসলে আমার প্রচন্ড রাগ থাকার কারণে এই সমস্যাটা হয়।
কেউ যখন তার সফলতার উদ্দেশ্যে কাজ করে যায় তখন তাকে অবশ্যই সৎ থেকে কাজ করতে হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি বিশ্বাসের অভাবে একটা মানুষের লক্ষ্যে যে কতটা ফাটল ধরাতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। এটা খুবই ইম্পরট্যান্ট। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে মানুষ অনেক দূরে পৌঁছাতে পারে। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যর্থতার কারণে মানুষের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। এরপরেও যারা নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে পারে তাদের সাকসেস রেট অনেক বেশি।
যাই হোক আমার এলোমেলো ভাবনা থেকে দুটো কথা শেয়ার করলাম। আজ আর বেশি কিছু লেখার এনার্জি একেবারেই নেই। খুবই ক্লান্ত লাগছে। চোখের পাতা বন্ধ হয়ে আসছে ঘুমে। এদিকে আবার অনেকগুলো কাজ বাকি আছে এখনো। কাজগুলো সেরে ঘুমোতে যাব। আগামীকাল সকালে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমার জন্য দোয়া করবেন সবাই। আর সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন সবসময়। সময়কাল ভালো না। ডেঙ্গুর প্রভাব ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। যাহোক এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ ।
image source & credit: copyright & royalty free PIXABAY
VOTE @bangla.witness as witness

OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সফলতা অর্জন করতে হলে নির্দিষ্ট একটি লক্ষ্য রাখতে হবে আর অবশ্যই সেই লক্ষ্যে পৌঁছানোর মতো ধৈর্য ধারণ করতে হবে তাহলেই জীবনে সাকসেস পাওয়া সম্ভব। সারাদিনের ব্যস্ততা শেষে যদিও টপিকটা তুলে ধরেছেন তবে সবগুলো কথাই দৈনন্দিন জীবনে সফলতার ক্ষেত্রে কাজে আসবে।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন ভাইয়া।সাকসেস বা সফলতা যাই বলি না কেন এর জন্য দরকার নির্দিষ্ট লক্ষ্য। নিদিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে গেলেই হবে না সব কাজের জন্য ধৈর্য ও থাকতে হবে।সফলতা একদিনে আসে না।তার জন্য সময় দিতে হয়।খুবই ভালো লাগলো পড়ে।খুব ক্লান্ত আপনি।আপনি নিজের দিকেও খেয়াল রাখবেন আর সব সময় ভালো থাকবেন।অনেক অভিনন্দন আপনাকে।