ফটোগ্রাফি - [আমার বাংলা ব্লগ কমিউনিটি ]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)



ফটোগ্রাফি


  • The 27th November , 2021
  • Saturday

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজকে পোস্ট পাবলিস্ট করতে খুবই দেরি হয়ে গেল। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। আমার বাসায় একজন গেস্ট এসেছিল। উনাকে নিয়ে সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম। এরপর দুপুর টাইমে বাজারে যেতে হয়েছিল। বাজার থেকে এক বন্ধুর সাথে শহরের দিকে গিয়েছিলাম। একটি জরুরী কাজ ছিল। শহর থেকে এসে খুবই ক্লান্ত ছিলাম। বিকেল বেলায় বাসায় এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে রাত সাড়ে সাতটা বেজে গিয়েছিলো। এরপর কমিউনিটির কিছু জরুরী কাজ ছিল সেগুলো করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। এখন পোস্ট লিখতে বসেছি। এখন বাজে রাত ১১ টা বেজে ১১ মিনিট।

অনেকদিন হলো আপনাদের সাথে কোন ফটোগ্রাফি পোস্ট শেয়ার করা হয়না। প্রায় একমাস আগে লাস্ট ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করেছিলাম। তো এই জন্য আজকে চিন্তা করলাম কিছু ফটোগ্রাফি করা আছে, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সাতটি ফটোগ্রাফি আছে এখন আমার কাছে। ফটোগ্রাফি করতে বেশি একটা বের হওয়া হয় না। তবে খুব শীঘ্রই নিয়মিত ফটোগ্রাফি করা শুরু করব চিন্তা করেছি। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগে। সময়-সুযোগের অভাবে তেমন একটা বাইরে যাওয়া হয়নি ক্যামেরা নিয়ে। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে প্রতি সপ্তাহে অন্তত একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। যাইহোক চলুন আজকের সাতটি ফটোগ্রাফি দেখে নেওয়া যাক।

1638031562324-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 15-10-21 || f/5.6-205.00mm
What's 3 Word Location :https://w3w.co/playfulne..

প্রথমেই যে ফটোটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ফুল আর প্রজাপতির ছবি। লাল ফুল আর তার মাঝে সাদা কালো প্রজাপতি। ফুল আর প্রজাপতি দুটোকেই সুন্দর্যের উপমা দিতে ব্যবহার করে অনেকেই। আর এই দুটিকে একসাথে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে নিয়ে আসলাম।



1638031533025-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 15-10-21 || f/5.6-205.00mm
What's 3 Word Location :https://w3w.co/playfulne..

এই ছবিটিও ফুল আর প্রজাপতির। কিন্তু উপরের ছবির মত বেশি একটা ফুল এ ছবিতে দেখা যাচ্ছে না। দুটি ছবিই মোটামুটি একই রকম। কিন্তু ছবি দুটি আমার কাছে অনেক ভালো লেগেছিল। এজন্য কোনটি রেখে কোনটি আপলোড দিব এটা বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ দুটিই আপলোড দিয়ে দিলাম ।



1638031398049-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 26-11-21 || f/4.5-100.00mm
What's 3 Word Location :https://w3w.co/gateway..

এটি এক ধরনের ঘাস। কিন্তু আমি নাম জানিনা। মাঠে-ঘাটে প্রায়শই দেখা যায়। এই ছবিটিতে যে কালার দেখতে পারছেন এই কালারটি কোন স্পেশাল ইফেক্টের নয়। ছবি তোলার সময় পিছনের দিকে সূর্য ছিল। এজন্য কালারটি এরকম এসেছে। হালকা একটু এডিট করা হয়েছে মাত্র। তবে অরিজিনাল কালারের তেমন পরিবর্তন আনা হয়নি।



1638031362188-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 26-11-21 || f/5.6-300.00mm
What's 3 Word Location :https://w3w.co/gateway..

গাছের আড়ালে সূর্যিমামা উঁকি দিচ্ছে। ছবিটি দেখলেই প্রথমে হয়তো অনেকেই মনে করবে এটি কোন রাত্রিকালীন তোলা ছবি। অনেকটা চাঁদের মতন লাগছে দেখতে। কিন্তু ছবিটি তোলার সময় সূর্যকে প্রধান অবজেক্ট করে ক্লিক করা হয়েছিল। এজন্য গাছের পাতাগুলো অন্ধকার লাগছে।



1638031299802-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 26-11-21 || f/7.1-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/gateway..

এই ছবির পেছনের গল্পটা অনেকটা উপরের ছবিটির মতই। ঘাসের আড়ালে সূর্য উঁকি দিচ্ছে। এখানে প্রধান ফোকাস করা হয়েছে ঘাসের দিকে। এজন্য সূর্যটা ব্লার দেখাচ্ছে। আর যেহেতু সূর্যের আলো লেন্সে এসে লাগছিল এজন্য ফ্রেম কালার কিছুটা কমিয়ে ছবি তোলা হয়েছে।



1638031252893-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 26-11-21 || f/8.0-205.00mm
What's 3 Word Location :https://w3w.co/gateway..

রাস্তাঘাটে বেরোলে হরহামেশাই দেখা যায় ইলেকট্রিক তারের উপর পাখি বসে আছে। হয়তো তারা কিছু সময় বিশ্রাম নিয়ে নেয়। তারা তো সারাদিন ছুটে চলে খাবারের সন্ধানে। চলতি পথে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। তাই কিছুটা সময় জিরিয়ে নিচ্ছে ।



1638031645128-01.jpeg


Device : Canon EOS 600D
Date & EXIF data: 10-10-21 || f/5.6-75.00mm
What's 3 Word Location :https://w3w.co/hobby.eng..

এগুলো হচ্ছে বালি টানার ট্রলার। পদ্মা নদীর চরে প্রচুর পরিমাণে বালি থাকে। যেগুলো এই ট্রলারগুলোতে ভর্তি করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এ ট্রলার গুলো অনেক বড় হয়ে থাকে। এ ছবিটি অনেক দূর থেকে জুম করে তোলা । ছবিটি তোলা হয়েছিল তখন এই ট্রলারে বালি ছিল না। যখন ট্রলারভর্তি বালি বহন করে নিয়ে যাওয়া হয় তখন এই ট্রলার গুলো আরো অনেকটা পানির নিচে ডুবে থাকে।



20211011_222237.gif


JOIN WITH US ON DISCORD SERVER

-cover_copy.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভাই ছবি তোলাও একটা আর্ট এতেও অভিক্ষতা না হলে ভালো হয়না ফঠো ।আপনার ফঠোগ্রাফি গুলো খুব নিখুত ভাবে ধরে ধরে উঠানো হয়েছে ।এতেই বোজা যাচ্ছে যে আপনি কতো অভিক্ষ ।সব ছবি গুলোই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন তবে ফুলের উপর প্রজাপতি এবং সূর্যি মামা গাছের আড়ালে লুকিয়ে থাকার ফঠোগুলো মন কেড়ে নিলো ভাই ।ধন্যবাদ এতো সুন্দর ফঠোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

ভাই আপনার প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার প্রতিটা ফটোগ্রাফি অনেক দক্ষতার সাথে তুলেছেন এবং এই ফটোগ্রাফিগুলো দেখে আমার মনে হচ্ছে কোন প্রকৃত ফটোগ্রাফার এই ফটোগুলো করেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago (edited)

ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি কেমন করে তুলেন? সত্যি চমৎকার হাত আপনার ফটোগ্রাফির।সবগুলো ফটোগ্রাফি আকর্ষণীয়। আমি সব সময় আপনার ফটোগ্রাফির অনেক ভক্ত, মনে মনে আপনার ফটোগ্রাফি খুঁজি।আপনার কাছ থেকে আরো অনেক অনেক ফটোগ্রাফি চাই। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর এই ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি বিভিন্ন সুন্দর ফটোগ্রাফি দেখান।
কিন্তু আমি সত্যিই সূর্যাস্তের আলো পছন্দ করি।

 3 years ago 

ভাইয়া আপনার একটা ছবি থেকে একটা ছবি মারাত্মক!! মানে কোনটা রেখে কোনটার সুনাম করবো! প্রশংসা করবো! তা আসলে আমি নিজেই ভেবে পাচ্ছি না। এইযে আপনি এক ধরনের ঘাস কে যে কতটা সুন্দরভাবে তুলে ধরেছেন কেউ প্রথমে দেখলে বুঝতেই পারবে না যে এটা কোন ঘাস। আর যে সূর্যের ছবি তুলেছেন আপনি অর্থাৎ গাছের আড়াল থেকে ওইটা তো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে।

 3 years ago 

ভাইজান আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই দুর্দান্ত হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ছবিগুলো ক্যামেরাবন্দি করেছেন। ছবির - বর্ণনাগুলো সুন্দর হয়েছে আমি পড়ে বুঝতে পেরেছি। এত ভাল পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন ভাই।

 3 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন। প্রতিটি আলোকচিত্রই আমার কাছে অনেক ভালো লেগেছে ভাই। সেইসঙ্গে ফটোগ্রাফির নিচের লেখাগুলো সাবলীলভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া একদম প্রফেশনাল লেভেলের।সবগুলো ছবিই ভালোলাগার পাশাপাশি আপনার প্রথম ছবিটি আমার কাছে দারুণ লাগছে।এককথায় চোখই সরানো যাচ্ছে না।কিছু মনে না করলে ভাইয়া আপনার এই ছবিটি আমার ফোনের ওয়ালপেপার হিসেবে সেভ করে রাখবো।শুভকামনা রইলো ভাইয়া❤️

 3 years ago (edited)

ভাইয়া অসাধারন সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো। দেখতে খুবই চমৎকার লাগতেছে। আমার কাছে বিশেষ করে সূর্যি মামা ওঠার দৃশ্য এবং রঙ্গিন ফুলের উপর প্রজাপতি বসে থাকার ফটোগ্রাফি টা সবচাইতে বেশি ভালো লেগেছে। লাগান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কমেন্ট দেখে বোঝা যাচ্ছে আপনি পোস্ট পড়েননি ।

 3 years ago 

দুঃখিত ভাইয়া, এটা চাঁদের আলো নয় সূর্যে ওঠার প্রাকৃতিক দৃশ্য।

 3 years ago 

হ্যালো ভাইয়া আপনার এতো ব্যস্ততার মাঝেও যে আমাদের জন্য একটা পোস্ট তৈরী করেছেন এটা আমি মনে করি আমরা অনেক বড় ভাগ্যবান। কারণ আপনারা প্রতিনিয়ত আমাদের জন্য যে পরিশ্রম করে যাচ্ছেন তাঁর মাযে সময় বের করে পোস্ট করছেন সত্যি ভাইয়া আপনাদের প্রশংসা করে শেষ করা যাবে না। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। এবং ফুলের উপর প্রজাপতির বসে আছে। সবুজ গাছ, লাল ফুল, সাদা কালো রঙের প্রজাপতি সত্যি ভাইয়া চোখ জুড়িয়ে গেছে। এবং গাছের ফাঁকে সূর্য উঁকি মারা তারের উপর পাখি বসে থাকা অসাধারণ ফটোগ্রাফি করেছেন। এবং অনেক সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38