আমাদের লিচু বাগানে এখন আম ধরে।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা।

কেমন আছেন সবাই। সবাইকে জানাই বৃষ্টি ভেজা বিকালের শুভেচ্ছা। আজ হয়তো সারা দেশেই বৃষ্টি হচ্ছে। দুপুর থেকেই প্রচন্ড মেঘ। তারপর থেকেই বৃষ্টি। আমি ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। যদিও আগে থেকেই আচ্ করতে পেরেছিলাম। কারণ আবহাওয়া বার্তা এমনটাই জানিয়েছিল। বৃষ্টির দিনে ইচ্ছে মতো বাইরে কোথাও যাওয়া যায় না কিন্তু এমন দিনেরও আলাদা একটা সৌন্দর্য আছে। যেমন দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর ঘরে খিচুড়ি ডিম ভাজি রান্না হয়েছে। সাথে বেগুন ভর্তা আর ইলিশ মাছ ভাজি । ভাবুন তো কেমন লাগবে?? কি জিভে পানি চলে আসলো নাকি??

আজ আমাদের বাড়িতেও খিচুড়ি রাঁধার কথাবার্তাও চলছে দেখলাম। কিন্তু আমরা রাত্রে খাব। যাই হোক আজ আপনাদের সাথে আমি কিছু কথা আর কিছু ফটোগ্রাফি শেয়ার করব।

দুপুরবেলা গোসল খাওয়া-দাওয়া শেষ করে আমি আর আমার আপু বসে গল্প করছিলাম। হঠাৎ আপু বলল কিছু লিচু পড়ে আনতে। আমাদের বাড়ির মধ্যে একটা গাছ আছে। ওখান থেকে অল্প কিছু পেড়ে আনলাম। কিন্তু অল্প কয়েকটি খেয়ে তৃপ্তি পেলাম না। আরো খেতে ইচ্ছে করছিল। তাছাড়া এই লিচুগুলো অতটাও মিষ্টি ছিল। এজন্য আমি ভাবলাম আমাদের লিচু বাগানে গিয়ে কিছু লিচু পেড়ে আনি বেঁছে বেঁছে। তাহলে ভালো লিচু পাওয়া যাবে। তখন বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু মাঠে অনেকখানি পানি জুমে ছিল।

1652180717809-01.jpeg

1652180735743-01.jpeg

1652180559448-01.jpeg

1652180603521-01.jpeg

1652180541483-01.jpeg

1652180498950-01.jpeg

মাঠে গিয়ে দেখলাম মোটামুটি ভালই পানি জুমে আছে৷ আমি গাছের গোড়ায় গোড়ায় গিয়ে দেখলাম যে কোন গাছের লিচু বেশি ভালো। আমি বাগানের একদম শেষ প্রান্তের গাছগুলোর কাছে গেলাম। ওখানে অল্প কিছু লিচু আছে। ওগুলো ভালোই পেকেছে।

আমাদের বাগানে অনেকগুলো আমগাছ আছে। আম গাছ আছে চব্বিশটি। আমাদের এই বাগানটি মূলত লিচুবাগান হিসেবেই প্রথমে প্রস্তুত করা হয়েছিলো। আব্বু শখ করে কিছু আম গাছ ও লাগিয়ে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে জমিতে যদি পানি জুমে থাকে তাহলে সেই জমিতে লিচু গাছ হয় না। কিন্তু আম গাছ মোটামুটি হয়। আমাদের লিচু গাছ ছিল মোট ২১ টি। সবগুলোই প্রায় মরে গেছে। এখন আর মাত্র ৮ টি লিচু গাছ আছে। আম গাছ আছে চব্বিশটি।

1652180693053-01.jpeg

1652180653691-01.jpeg

1652180630451-01.jpeg

আম গাছ গুলো এখনো ছোট তবে অনেক আম ধরেছে দেখলাম। গাছের সাইজ হিসেবে পারফেক্ট ফলন দিয়েছে আম গাছ গুলি। এখন আমাদের বাগানে যে লিচু গাছ গুলো আছে সেগুলো যেমনটি দেখতে লাগছে দু'বছর আগে এরকম ছিল না। এখন যে গাছগুলো আছে সেগুলো দেখতে খুবই ছোট। কিন্তু দুই বছর আগে এই গাছগুলো ছিল প্রচুর ঝাপটি এবং আরো অনেক বড়। বর্ষায় পানি জুমে থাকার ফলে এই অবস্থা। তবে আগামী বছর এই জমি নিয়ে আমাদের ডিসিশান পরিবর্তন করা লাগতে পারে। অন্য কোন ফসল ফলানো লাগতে পারে। খুবই শখ করে লিচু বাগানটা করা হয়েছিল। অনেক পরিশ্রম ও করেছিলাম। প্রথমদিকে বাগানের গাছে আমাদের মটর থেকে পানি দেয়ার মতন কোনো ব্যবস্থা ছিলনা। বালতিতে পানি টেনে টেনে গাছের গোড়ায় দিতে হয়েছিল।

যাহোক, পরবর্তী ১ বছরের মধ্যে যদি গাছ গুলোর অবস্থা আরো খারাপ দেখি তাহলে ডিসিশান পরিবর্তন করতে হবে। এখানে জমির এক অংশে শাকসবজি চাষ করতে হবে আর বাকি অংশে সিজনাল কিছু ফসল ফলাতে হবে। এ ছাড়া উপায় নাই। ঠিকআছে, বন্ধুরা,, আজ তাহলে বিদায় নিচ্ছি । দেখা হবে আবার পরবর্তী কোন পোস্টে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ্ হাফেজ।



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাই আপনার পোস্টের টাইটেল দেখে তাড়াতাড়ি করে পোস্ট এ ঢুকলাম কিন্তু পোস্টটা পড়ে যা বুঝলাম তাতে অবাক হওয়ার কিছু নেই কিন্তু আমি টাইটেল পরে বুঝেছিলাম হয়তো আপনার লিচুবাগানে অলৌকিক কিছু ঘটেছে। কিন্তু এখন দেখলাম যে আপনার লিচু বাগানে আম গাছে রয়েছে আর আপনার এই লিচুর ফটোগ্রাফি দেখে কিন্তু খুবই লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

ভাই আপনার পোস্টের টাইটেল দারুন ছিল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে যে ,লিচু গাছে কিভাবে আম ধরে আপনার টেকনিকটা দারুন ছিল ভাইয়া। তাছাড়া এই বৃষ্টির দিনে বাড়িতে আলু ভর্তা, ডিম ভাজি ইলিশ মাছ ভাজি দারুন খাবার উপভোগ করেছেন । এই বৃষ্টির দিনে এই রকম খাবার সবাই খেতে পছন্দ করে ।আপনার বাগানের গল্প পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

কি জিভে পানি চলে আসলো নাকি??

তা আর বলতে হয় নাকি🤪।

প্রথনে টাইটেলটা পড়ে একটু অবাক হয়ে গেলাম 😄।
পরে পুরো কাহিনীটা বুঝলাম। এতগুলো গাছের মধ্যে বালতি দিয়ে পানি দেওয়া খুবই কষ্টকর। চব্বিশটি আম গাছ এক বাগানে হলে নিশ্চয়ই বাগান অনেক বড়। আমাদের লিচু গাছ ২ টি। সব গুলো লিছু বাড়ির বাচ্চারা নিয়ে যায়। ভাবছি ফটোগ্রাফি করে রাখবো কিন্তু সবাই শেষ করে পেলতেছে। তারপরেও কাল নিশ্চয়ই করবো এবং পরবর্তীতে শেয়ার করবো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ভালই তো ক্লিক বেট টাইটেল ব্যাবহার করা শুরু করেছেন ভাই।যাইহোক ভালই লাগে অবশ্য,মজা পাই।

তবে দুঃখের বিষয় হলো সারাদেশে পানি হলেও আমাদের এখানে এখন পর্যন্ত পানির দেখা নাই 😢।আর আপনাদের বাগানটি বেশ বড়সড়ই।আমাদের ও একটি বাগান আছে,তবে পানি যেনো জমে না যায় সেই জন্যে গাছের গোড়ায় মাটি দিয়ে উচু করে দেওয়া আছে।আর এবার দেখলাম ভালই লিচু ধরেছে।

 2 years ago 

দুপুরবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আর ঘরে খিচুড়ি ডিম ভাজি রান্না হয়েছে। সাথে বেগুন ভর্তা আর ইলিশ মাছ ভাজি । ভাবুন তো কেমন লাগবে?? কি জিভে পানি চলে আসলো নাকি??

প্রথমে আপনার পোস্টের টাইটেল পড়ে মনে করেছিলাম লিচু গাছে হয়তো কলম দিয়ে আম গাছের জাত লাগানো হয়েছে। পরে বুঝতে পারলাম আসলে ব্যাপারটি সেরকমটা নয়। আসলে লিচু বাগানে আমের গাছ লাগানো হয়েছে। কোন জমিতে পানি জমে থাকে তাহলে সেখানে লিচু গাছ ভালো ভাবে বেড়ে উঠতে পারে না। লিচু গাছের গোড়া পচে গিয়ে লিচু গাছ মরে যায়। আমার বাসায়ও এমন হয়েছে। তবে যাই হোক বৃষ্টির সময় খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে। যখন আপনার লেখা পড়ছিলাম তখন আমার জিভে জল চলে এসেছিল ভাইয়া। মনে হচ্ছে যেন এখনই তৈরি করে খেয়ে ফেলি। অনেক সুন্দর ভাবে আপনি আপনার লেখাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।💓💓

 2 years ago 

প্রথমে টাইটেলটা পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম লিচু কিভাবে আম হয়ে যায়। পরে বুঝতে পারলাম তুমি ভাই স্টার লিচু গাছের মধ্যে কমতে কমতে আটটার মধ্যে এসেছে। আর আম গাছ চব্বিশটা এজন্যই আম গাছ বেশি এখন আম বাগানে পরিণত হয়েছে। আমাদের এখানে সেরকম লিচু গাছ দেখা যায় না এমন কি মন নেই বললেই চলে। আমার কাছে লিচু গাছ দেখতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের এখানে লিচু গাছ হয়না।

 2 years ago 

যদি আমি ভুল না করি তাহলে সম্ভবত আগেও আপনি একবার লিচুবাগান সম্পর্কিত একটি পোস্ট করেছিলেন। আসলে শখের জিনিসের মায়া কখনো ছাড়তে ইচ্ছে করে না। এত কষ্টে গড়া লিচুবাগান যদি শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় তাহলে সত্যিই অনেক খারাপ লাগে। গাছগুলো মৃতপ্রায় অবস্থা হলেও বেশ লিচু ধরেছে। দোয়া করি আপনাদের লিচু গাছ গুলো যেন সুস্থ সবল হয়ে ওঠে।

 2 years ago 

পোস্টের টাইটেল পড়ে কিছুটা হোঁচট খেয়েছিলাম। মনে হচ্ছিল আপনাদের বাগানে অলৌকিক কিছু ঘটে গিয়েছে। ঘটনা পুরোপুরি জানার জন্য পোস্টটা পড়ে তারপর ঘটনা বুঝতে পারলাম। এত কষ্ট করে যে বাগান তৈরি করা। সেটি যখন চোখের সামনে নষ্ট হয়ে যায় এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। তাও ভাগ্য ভালো এখনো কয়েকটি লিচু গাছ অবশিষ্ট আছে। তবে আম গাছগুলোতে কিন্তু বেশ ভালো ফল ধরেছে। লিচু বেশি না খেতে পারলেও আম ভালোই খেতে পারবেন। ভালো লিখেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্রথমে আমি টাইটেল দেখে খুবই অবাক হয়েছিলাম। এটা কিভাবে সম্ভব যে লিচু বাগানে আম ধরে হাহাহা।

 2 years ago 

ভাই আপনার বাগানের ফটোগ্রাফি এর আগেও দেখেছিলাম। আবারো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে নিচু অল্প খেলে মন ভরে না, তাই আরো বেশি করে খেতে ইচ্ছা করে। আমাদের একটি লিচু গাছ রয়েছে, তবে আপনার লিচুবাগান ২১ টি গাছের মধ্যে মাত্র ৮ টি আছে। তবে আম গাছ রয়েছে অনেক।আম গাছের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। কারণ আম গাছে পাতার চাইতে আম এর পরিমাণ বেশি লক্ষ্য করলাম। আপনার বাগানের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 57028.16
ETH 2358.36
USDT 1.00
SBD 2.40