মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫১

in আমার বাংলা ব্লগlast month

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: বৃষ্টিভেজা ফুলের ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।

কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহে ১০ জন পার্টিসিপেট করেছে । ১০ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।



By: @green015

বিবরণ: এই বৃষ্টিভেজা ফুলের ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিলো।অনেকেই এটি দেখে মরিচ কিংবা আঙুর ফল ভেবে ভুল করে থাকেন।কিন্তু আসলেই এটি হাইব্রিড জাতের পাথরকুচির ফুল।যেটি দেখতে অনেক সুন্দর।





By: @bijoy1

এই ফটোগ্রাফিটি আমি কিছুদিন আগেই করেছিলাম। যখন আমি আমার নানার বাড়িতে গিয়েছিলাম তখন সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল৷ বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে এই ফুলের ফটোগ্রাফি করে নিলাম এবং দেখলাম যে আজকে এই ফটোগ্রাফি শেয়ার করার একটা সুযোগ এসেছে৷ তাই এটি আজকে শেয়ার করে দিলাম৷





By: @nevlu123

এটি অনেক আগের ফটোগ্রাফি, নার্সারিতে অন্যান্য ফুলের চারা কিনতে গিয়ে দেখি বৃষ্টির ফোটা পড়ে রয়েছে গোলাপের উপরে।সত্যি বলতে নার্সারিতে আমরা যাওয়ার আগেই হালকা বৃষ্টি হয়েছিল, আরে সেই ফোঁটা গুলো ফুল খুব সুন্দরভাবে তার পাপড়ির উপরে আকড়ে ধরে রয়েছে। আর তখন এই ফটোগ্রাফিটি করলাম।





By: @mohinahmed

এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে আমার ছাঁদ বাগান থেকে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি শেষ হওয়ার পরপরই আমি ছাঁদে যাই কিছু ফটোগ্রাফি ক্যাপচার করতে। আর তখন গোলাপ ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বৃষ্টি ভেজা অবস্থায় যেকোনো ফুলের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। আর গোলাপ ফুলের সৌন্দর্য তো আরও বেড়ে যায়।





By: @joniprins

একদিন বৃষ্টির সময় লাঞ্চে বাসায় যাওয়ার সময় ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলাম। একটি ভ্যান গাড়িতে অনেক গুলো ফুল গাছের চারা ছিল। এই ফুলটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। বৃষ্টির পানিতে ভিজে ফুলটি দেখতে চমৎকার লাগছে।





By: @shahid420

বিবরণ:- এই পিকচার টি আজকেই তুলেছি। অফিস থেকে আজকে আউটসাইডে ডিউটি দিয়েছিলো।আজকের গন্তব্য ছিলো ঢাকার শ্রীপুরে।গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেড এ।এই অফিস এর গেট এর বাইরে থেকে এই কড়ি ফুলটির ফটোগ্রাফি করেছি।





By: @selina75

এই ফটোগ্রাফিটা বেশ কিছুদিন আগে মিরপুর =২ এর একটি নার্সারী থেকে বৃষ্টির দিনে ক্যাপচার করেছিলাম। বৃষ্টি ফোটা ফুলটিতে জমে থাকায় অলকানন্দা ফুলটির সৌন্দর্য বহুগুন বেড়ে গিয়েছিল। বেশ সতেজ লাগছিল ফুলটিকে। আমিও মুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ফুলটির ফটোগ্রাফি করে নিলাম।





By: @ah-agim

বিবরণ: কিছুদিন আগে আমি শাপলা উঠাতে গিয়েছিলাম বিলে । তখন বৃষ্টি আরম্ভ হলো । বৃষ্টির ফোঁটা যখন শাপলা ফুলের পাপড়ির উপরে পড়লো তখন অসাধারণ সৌন্দর্য সৃষ্টি হলো। তখন আমি বৃষ্টিভেজা ফুলের সৌন্দর্য উপভোগ করেছি। তারপর ফটোগ্রাফি করে নিলাম।





By: @sabbirakib

ছবিটি আমাদের বাসার নিচ থেকে তোলা। ফুলটির নাম আমি জানিনা। তবে গোলাপি রঙ দেখে খুবই আকর্ষিত হয়েছি। বৃষ্টির ফোটা পাপড়ির উপর থাকায় মনে হয়েছে যে সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে।





By: @narocky71

সবারই পরিচিত একটি ফুল নয়ন তারা। আমার কাছে খুব ভালো লাগে এই ফুলটি। আমার ঘরের ছাদের উপর কয়েকটি গাছ রয়েছে। সবগুলো গাছের মধ্যে খুব চমৎকারভাবে ফুল ফুটে থাকে। সেখান থেকে আমি এই ছবি তুলেছিলাম।





উক্ত ১০ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:

Disqualified : ah-agim (Time Over)




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Polish_20240825_125322804.png

Sort:  
 last month 

আপনি প্রতিনিয়তায় এরকম দারুন দারুন সব ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করেন। এই পোস্টের মাধ্যমে বিজয়ীদের তালিকা প্রকাশ করেছেন সেই সাথে বিজয়ীদের পুরস্কার পাঠিয়ে দিয়েছেন শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last month 

যে কোন ধরনের প্রতিযগিতায় অংশগ্রহনের চেস্টা করি। আমার পোস্টটি পুরস্কারের জন্য নির্বাচিত হওয়ায় বেশ আনন্দ লাগছে। ধন্যবাদ ভাইয়া আমাকে পরস্কৃত করার জন্য।

 last month 

গত সাপ্তাহের প্রতিযোগিতায় বেশ কয়েকজন মেম্বার অংশগ্রহণ করেছেন। সবার ফটোগ্রাফি দারুণ সুন্দর ছিল। যার কারনে সবাই মোটামুটি বিজয় হয়েছে।

 last month 

প্রত্যেকটি প্রতিযোগিতায়-ই অংশ নিতে আমার অনেক ভালো লাগে।তেমনি এই প্রতিযোগিতায় ও অংশ নিয়ে একটি অবস্থানে থাকতে পেরে অনেক উৎসাহ পেলাম।ধন্যবাদ দাদা।

 last month 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে,তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। নিজের নাম বিজয়ীদের লিস্টে দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। যাইহোক এই প্রতিযোগিতার ফলাফল আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111052.15
ETH 4282.57
SBD 0.83