সুপার ফ্যামিলি - দ্বিতীয় পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

20220314_092707_0000.png
image source & credit: copyright & royalty free PIXABAY

হ্যালো বন্ধুরা

কি অবস্থা সবার? গত পর্বে আমরা সুপার ফ্যামিলি মুভির প্রথমাংশ শেষ করেছিলাম। আমরা দেখেছিলাম নায়িকা এবং নায়ক প্লান করেছে ব্যাংক ডাকাতি করার। আর নায়িকা তার পুরো ফ্যামিলিকেউ রাজি করিয়েছে তাদের সাথে থাকার জন্য। আমরা অপেক্ষায় ছিলাম এটা দেখার জন্য যে এই পর্বে তারা ব্যাংক ডাকাতি করতে সফল হয় কিনা। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।

IMG_20220312_222519.jpg

Poster Collected From imdb

মুভি সম্পর্কে কিছু তথ্যঃ-

নাম: সুপার ফ্যামেলি
পরিচালক: ডামিত্রি ডায়েসেন্কো
মুক্তি: ১৭ মার্চ ২০১৬ (রাসিয়া)
ভাষা: রাশিয়ান
আয়: $৪৩.৭ মিলিয়ন

তথ্যগুলো imdb থেকে সংগ্রহ করা হয়েছে

কাস্ট-

নংবাস্তব নামচরিত্রে
ওকসানানায়িকা
ডেরেভায়ানকোনায়ক
মাদিয়ানভনায়িকার পিতা
ডানিয়েলনায়িকার ভাই

প্লট/ স্টোরিলাইনঃ-

গত পর্বে আমরা দেখেছিলাম যে নায়িকার পরিবার এবং নায়ক সবাই একসাথে বসে পরিকল্পনা করেছে ব্যাংক ডাকাতি করার। সবারই প্লানটি খুবই পছন্দ হয়েছে। তাদের পরিকল্পনা ছিল নায়িকা ব্যাংকের মধ্যে গিয়ে টাকা পয়সা লুট করে আনবে কারণ নায়িকার ইনভিজিবল হওয়ার ক্ষমতা ছিল। এসব প্লান করার পর আমরা দেখতে পাই নায়িকা এবং নায়ক আর সাথে নায়িকার ছোটবোন গিয়েছে একটা রেস্টুরেন্টে। সেখানে সেই মাফিয়ারা এসে নায়ক কে ডিস্টার্ব করে। আমরা জানি যে নায়িকার ছোটবোনের একটা স্পেশাল পাওয়ার আছে সেটি হচ্ছে যেকোনো জিনিস সহজেই ভেঙেচুরে ফেলতে পারে। তার মধ্যে প্রচুর শক্তি আছে। আর এই শক্তিকে কাজে লাগিয়ে নায়িকার ছোট বোন সেই মাফিয়াদের আচ্ছা মত ধোলাই দেয়।

এরপরে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সবাই তাদের পরিকল্পনা অনুযায়ী ব্যাংক লুট করতে বেরিয়ে পড়ে। তারা ব্যাংকের সামনে এসে তাদের গাড়িটা থামায়। এরপর নায়িকার ব্যাংকের মধ্যে যাবার পালা। নায়িকা তখন নিজেকেই ইনভিজিবল করে ফেলে। কিন্তু সমস্যা হচ্ছে নায়িকার পোশাক গুলো দেখা যাচ্ছিলো। শুধু তার শরীরটা অদৃশ্য হয়েছিল। তখন নায়িকা গাড়ির মধ্যে সব পোশাক খুলে গাড়ি থেকে বের হয়। তখন নায়িকাকে কেউই দেখতে পারছিল না। তখন নায়িকা গাড়ি থেকে বের হয়ে ব্যাংকের মধ্যে প্রবেশ করে আর এখানে আমাদের মনে রাখতে হবে গত পর্বে আমরা জেনেছিলাম যে তাদের পুরো পরিবার যদি ২০ মিটারের মধ্যে থাকে তাহলে তাদের সুপার শক্তিগুলো কাজ করে। ২০ মিটার এর বাহিরে চলে গেলে তাদের শক্তি আর কাজ করে না । এরপর আমরা দেখতে পাই নায়িকা ব্যাংকের মধ্যে গিয়ে অদৃশ্য হয়ে সব গোপনীয় লকারের লকিং সিস্টেমগুলো জেনে নিচ্ছে। সকল পাসওয়ার্ড গুলো দেখে নিয়েছিল। আর এদিকে ব্যাংকের বাইরে সবাই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল যেন তারা ২০ মিটারের বেশি দূরত্বে না চলে যায়।

কিছুক্ষণ পর হঠাৎ পুলিশ চলে আসে ওদের গাড়ির কাছে। কারণ তারা গাড়ি এমন জায়গায় রেখেছিলো যেটা কোন পার্কিং স্পোট ছিল না। এজন্য পুলিশ এসে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়। তাদের গাড়ি অনেক দূরে চলে যায়। আর তখন ব্যাংকের মধ্যে থাকা নায়িকা একটি লকার খোলার পাসওয়ার্ড খেয়াল করে দেখছিল। লকারটি ওই ব্যাংকের একজন কর্মকর্তা খুলছিল। যেহেতু ব্যাংকের বাইরে তার পরিবার তার থেকে ২০ মিটার দূরে চলে গেছে তাই তখন সেই অবস্থাতেই নায়িকা ভিজিবল হয়ে যায়। ওই ব্যাংক কর্মকর্তার সামনেই ওই অবস্থাতেই নায়িকাকে দেখা যায়। ব্যাংক কর্মকর্তা অবাক হয়ে তাকিয়ে থাকে নায়িকার দিকে। কিছুই বুঝে উঠতে পারছিল না। নায়িকাও উনার তাকানো দেখে বুঝতে পেরে যায় যে হয়তো তাকে এখন দেখা যাচ্ছে।

এদিকে ব্যাংকের বাইরে নায়িকার পরিবার এবং নায়ক বিষয়টি উপলব্ধি করতে পেরে খুব দ্রুত গাড়ি থেকে বের হয়ে আবার সেই আগের জায়গায় চলে আসে। তখন ব্যাংকের মধ্যে থাকা নায়িকা আবার ইনভিজিবল হয়ে যায়। এরপর নায়িকা খুব দ্রুত তাদের গাড়ির কাছে চলে আসে। আর ওই স্থান থেকে দ্রুত বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর নায়িকাদের পরিবারকে নায়ক খুব রাগারাগি করে যে তোমাদের জন্যই আজকে আমরা অসফল হয়েছি। এরপর একটা ঘটনায় আমরা দেখি মাফিয়ারা নায়ক কে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে আর নায়ককে প্রচণ্ড মারধর করেছে। এটা দেখার পর নায়িকাদের পুরো পরিবার সেখানে আসে আর নায়ক নায়িকাদের পরিবারকে খুব বকাবকি করে। সবাইকে বলে তোমাদের দিয়ে কখনই কোনো কাজ হবে না। তোমাদের মধ্যে যত পাওয়ারই থাক না কেন,সেটা তোমরা কাজে লাগাতে পারবে না। খুব অপমান করে সবাইকে নায়ক।

নায়িকার পুরো পরিবার এবার সিরিয়াস হয়ে যায়। নায়ক কে গাড়ি মধ্যে এনে বসিয়ে ব্যাংকে চলে যায় সবাই। নায়িকার ছোট বোন তার সুপার শক্তি ব্যবহার করে উড়ে গিয়ে ব্যাংকের দরজার সাথে একটি চেইন বাঁধে। এরপর নিচে থাকা সবাই টেনে সেই দরজাটি ভেঙে ফেলে। এরপর নায়িকার ছোটবোন ব্যাংকের মধ্যে গিয়ে টাকা রাখার লকারে জোরছে একটা লাথি মারে। আর লকারটি বাহিরে চলে আসে। এরপর লকার টি গাড়িতে রেখে তারা পালিয়ে যেতে শুরু করে। ঠিক সে সময় সেখানে পুলিশ ও চলে আসে। তখন নায়িকার ভাই বুদ্ধি করে সকল কুকুরদের এবং পুলিশের কুকুরদের পুলিশদের পিছনেই লেলিয়ে দেয়। যেহেতু তার কুকুরদের কন্ট্রোল করার ক্ষমতা ছিল, সে কুকুরদের কথাও বুঝতে পারত। এরপর পুলিশ ওদের কাছে পৌঁছতে ব্যর্থ হয়। তারা সফলভাবে পালিয়ে আসতে পারে।

এর পরের দৃশ্যে আমরা দেখি তারা একটি ফাঁকা জায়গায় এসেছে টাকাগুলো নিয়ে। খুব আনন্দ করছে সবাই একসাথে। তারা অবশেষে সফলভাবে ব্যাংক লুট করতে পেরেছে। এরপর নায়ক তার ভাগের টাকা নিয়ে তার দেনা গুলো পরিশোধ করে দেয়। মাফিয়া নায়কের কাছে এক মিলিয়ন টাকা পেতো সেই টাকাটাও নায়ক পরিশোধ করে দেয়। এরপর নায়ক দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে নায়েকের পুরো পরিবার পুলিশের হাতে ধরা খেয়ে যায়। তখন তাদের বিচারের জন্য আদালতে নেয়া হয়। এমন সময় নায়ক সেই আদালতে এন্ট্রি করে। আদালতে এসে তাদের পুরো পরিবারের সুপারপাওয়ার ব্যবহার করে তারা সবাই আদালত থেকে পালায়। এরপর যে মাফিয়া নায়কের কাছে টাকা পেতো কিছুক্ষণ আগেই নায়ক সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছে সেই মাফিয়া এখন তাদেরকে সাহায্য করে দেশ ছেড়ে পালিয়ে যেতে। একটি কনটেইনারের রেখে তাদেরকে দেশ ছেড়ে অন্যদেশে চলে যাওয়ার জন্য ওই মাফিয়া তাদের পুরোপুরি হেল্প করে। আর এরপরই তারা দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়। আর এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়।

মুভি ট্রেইলারঃ-

https://www.movie-trailer.co.uk/trailers/2016/super-family/



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

দেখা হয়নি। লিংক পেয়েছিলাম কাজ করেনি। কাহিনী গুলো কমন। আসলে কে যে কাকে নকল করে এটাই বোঝা দায়। নামগুলো উচ্চারণ করার বেশ কঠিন ছিল। ধন্যবাদ।

 2 years ago 
অবশেষে তারা সফলভাবে বেরোনোর করতে সক্ষম হয়।এবং। নায়ক তার সমস্ত পাওনা পরিশোধ করে দেয়।যেহেতু আমি মুভি খুব কম দেখিস তাই মুভি অভিজ্ঞতা অনেক কম।আপনার সুপার ফ্যামিলি মুভি রিভিউ ভারী চমৎকার লেগেছে এবং অনেক এনজয় করলাম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।এত চমৎকার একটি মুভি রিভিউ করার জন্য।আগামীতে আরও মভি রিভিউ দেখতে চাই আপনার মাধ্যমে।ভালো থাকবেন।

♥♥

প্রথম পর্ব পড়ে অপেক্ষায় ছিলাম কবে আবার দ্বিতীয় পর্ব আজকে। প্রথম পর্বটি পরে অনেক মজা পেয়েছিলাম। দ্বিতীয় পর্বটি পড়ে আরো বেশি মজা পেয়েছি। বিশেষ করে তাদের ডাকাতি করার কাহিনী গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

মুভির কাহিনীটা তো বেশ ভালই লাগলো ভাইয়া। তবে মুভিটির কি কোন ডাব কিংবা সাব আছে? যদি থাকে একটু জানাবেন তাহলে আমাদের দেখতে অনেক সুবিধা হবে।

 2 years ago 

ভাই মুভির কাহিনীটি দারুন লাগলো। মনে হচ্ছে ছবিটা দেখতে হবে। সত্যিই যদি এমন অদৃশ্য হওয়ার মতো সুপারপাওয়ার থাকতো তাহলে হয়তো পৃথিবীর সব বড় বড় ক্ষমতাশালী মানুষেরা এটা দখল করার জন্য ভয়ংকর যুদ্ধ শুরু করে দিত। ভাগ্যিস সত্যিই এ ধরনের কোন পাওয়ার পৃথিবীতে নেই। অনেক সুন্দর ভাবে রিভিউটি উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ

 2 years ago 

আসলে দ্বিতীয় পর্বে একটু উত্তেজনা ছিল তারা কি ব্যাংক ডাকাতি করতে পারবে। অবশেষে তারা ব্যাংক ডাকাতি সম্পন্ন করল এবং মাফিয়ার সাহায্যে তারা পুরোপুরি দেশ থেকে পালাতে সক্ষম হলো। দ্বিতীয়পর্বে গল্প টা খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। বেশ উপভোগ করলাম

 2 years ago 
যেহেতু আমি মুভিটি দেখেছি তাই আমার মনে হচ্ছে আপনার রিভিউ কোয়ালিটি ১০০% পিউর ছিলো। অসাধারণ ভাবে a-z তুলে ধরেছেন। আর এই মুভিটি সত্যি অনেক মজার মুভি। যারা ফুল মুভি দেখবে অনেক বিনোদন পাবে। ভাই আশা করি আরো এমন ইন্টারেস্টিং মুভি রিভিউ করবেন। আশায় রইলাম ভাই 🤟🤟❤️
 2 years ago 

মুভিটা অসাধারণ। আমি দেখি নাই তবে রিভিউ পড়ে আমার মনে হলো অবশ্য দেখা উচিত। সমষ্টিগত ভাবে তারা যখন ব্যাংক ডাকাতি করতে যায় এবং একেকজন একেক রকম ক্ষমতা। তবে আমার ভালো লেগেছে যখন ব্যাংক কর্মকর্তার সামনে ভিজিবল হয়ে যায়। কর্মকর্তা তখন হয়তো আকাশ থেকে ভেঙে পড়েছিল। ভাইয়া আপনি এত সুন্দর ভাবে রিভিউটা উপস্থাপন করেছেন যা সত্যি একজন বড় মাপের রিভিউয়ার না হলে সম্ভব না। আপনার লেখনি শক্তি এবং মুভিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় যেকোনো পাঠককে মুভিটি দেখার প্রতি আগ্রহ জাগাবে আর এটাই হচ্ছে মুভি রিভিউ করার সার্থকতা ,যাতে কেউ রিভিউ পড়ে মুভিটি দেখার আগ্রহ প্রকাশ করে। আমি অবশ্যই এই মুভিটি দেখব এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মুভিটি পড়েই মজা পাচ্ছিলাম ,দেখে আরো অনেক বেশি মজা পাওয়া যাবে।শেষমেশ নায়কের বকাবকিতে ব্যাংক ডাকাতি করতে সফল হলো জেনে ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

 2 years ago 

অবশেষে তারা সফলভাবে ব্যাংক ডাকাতি করেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে এটা জেনে ভালো লাগলো। এই মুভি রিভিউ এর আগের পর্বে আপনি কিছু অংশ শেয়ার করেছেন এবং পরের পর্বে পুরোপুরি অংশ শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আসলে এই মুভি রিভিউ পড়ে আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। দারুন একটি মুভি রিভিউ সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56890.04
ETH 2356.22
USDT 1.00
SBD 2.39