একটি হারিকেনের ম্যান্ডেলা আর্ট ।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20221105151743.jpg

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন??
আজ আমি আরো একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আসলে ম্যান্ডেলা আর্ট করতে আমার খুব ভালোই লাগছে।আজ আমি হারিকেনের ম্যান্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।আশা করি এই ম্যান্ডেলা আর্ট টি সবাই অনেক পছন্দ করবেন।

তাহলে চলুন শুরু করি।

উপকরণ :

১.সাদা কাগজ
২.পেন্সিল
৩.রাবার
৪.জেল পেন।
৫.স্কেল

আমি যেভাবে হারিকেনের ম্যান্ডেলা আর্টটি তৈরি করেছি সেগুলো নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো।

ধাপ-১

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে হারিকেনের সঠিক বডিসেপ এঁকে নিলাম।

IMG20221103100119.jpg

ধাপ-২

এখন হারিকেনের উপরের ঢাকনাটি আঁকা শেষ করলাম।

IMG20221103100326.jpg

ধাপ-৩

তারপর আঁকবো হারিকেনের নিচের অংশ।
IMG20221103100531.jpg

ধাপ-৪

এখন দিয়ে দিবো হারিকেনের বডির দুই পাশে দুটি হাতল।

IMG20221103100957.jpg

এভাবে পেন্সিলের সাহায্যে হারিকেনের ফুল বডি আঁকা শেষ করলাম।

ধাপ -৫

আপনারা ছবিতে দেখতে পাচ্ছে হারিকেনের বিভিন্ন স্থানে মার্ক করে নিয়েছি। এই মার্ক করা স্থান বাদে রঙ করবো সেজন্য। এভাবে মার্ক করার ফলে রঙ করতে সুবিধা হবে।

IMG20221103101305.jpg

ধাপ-৬

এখন হারিকেনের বডির চারপাশটা জেল পেন দ্বারা ছবির ন্যায় এঁকে নিবো।

IMG20221103101753.jpg

ধাপ-৭

এরপর হারিকেনের বডিতে ডিজাইন করা আরম্ভ করবো নিজের পছন্দ অনুযায়ী।

IMG20221103102016.jpg

IMG20221103102021.jpg

ধাপ-৮

ছবিতে যাভেবে দেখতে পাচ্ছেন এভাবেই ডিজাইন গুলো সম্পূর্ণ করবো।

IMG20221103102637.jpg

IMG20221103103448.jpg

IMG20221103103743.jpg

হারিকেনের বডি ডিজাইন শেষ করলাম।

ধাপ-৯

এখন হারিকেনের ঢাকনা, নিচের অংশ এবং দুই হাতলের মার্ক করা স্থান বাদে কালো রঙ দ্বারা ভরাট করবো। যাতে দেখতে অনেক সুন্দর লাগে।

IMG20221103104701.jpg

IMG20221103104445.jpg

IMG20221103105854.jpg

IMG20221105151743.jpg

এভাবে আমি হারিকেনের ম্যান্ডেলা আর্ট শেষ করলাম।আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। কার কেমন লেগেছে সবাই কমেন্টে মতামত প্রকাশ করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন পোস্টে ইনশা আল্লাহ্।

আল্লাহ হাফেজ।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনি তো এখন আর্ট ম্যান হয়ে গেছেন ৷ আজকে মনে হয় আপনার এটা দ্বিতীয় আর্ট পোষ্ট ৷ সত্যি ভাই হারিকেন আর্ট অংকনটি একদম নিখুঁত ভাবে করেছেন ৷ আশা করি এভাবেই আমাদের মাঝে নতুন নতুন আর্ট উপহার দিবেন ৷
আর এই হারিকেন গ্রামের বাড়িতে এখনো আছে ৷ তবে এখন আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে হারিকেন তেমন ব্যবহার নেই ৷

 2 years ago 
ভাই আপনিও মেন্ডেলার আর্ট তৈরি করতে পারেন,দেখে অনেক ভালো লাগলো।আপনি এত সুন্দর করে আর্ট করতে পারেন জানা ছিল না।আর্টের মাধ্যমে জানতে পারলাম।আপনি খুব সুন্দর করে হারিকেনের মেন্ডেলা আর্ট তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে বাস্তবিক হারিকেন।হারিকেনের গায়ে কালো দাগ দেয়ার ফলে আরো সৌন্দর্য বৃদ্ধি পেয়েছ। আপনার বর্ণনা গুলো ছিল চমৎকার। অনেক ধন্যবাদ আপনাক।
 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনার মেন্ডেলা আর্টি দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে হারিকেনের ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে আর্টিস্ট টি দেখতে সহজ মনে হলেও এগুলো করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। সত্যিই আপনার আর্টি বেশ দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত অসাধারণ আর্টিস্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই । ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

ভাইয়া আপনার হেরিকেনের ম্যান্ডেলার আর্ট দেখে খুবি ভালো লেগেছে।আর আপনারও আর্ট করতে পেরে ভালো লেগেছে জেনে আমার খুবই ভালো লাগছে। আমার ইচ্ছা জাগছে আপনার মত ম্যান্ডেলা আর্ট করতে। আপনি পুরনো ঐতিহ্য হারিকেনের ম্যান্ডেলার আর্টটি আমাদের মাঝে তুলে ধরলেন। সত্যিই অংকনটি খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনার হারিকেনের ম্যান্ডেলা আর্ট দেখে আমার ছোট কালের কথা মনে পড়ে গেছে।কত রাত জেগে পড়েছি এই হারিকেন দিয়ে।কালের বিবর্তনে সে হারিকেন আজ কোথায় হারিয়ে গেছে।আপনার এত সুন্দর হারিকেনের ম্যান্ডেলা আর্ট দেখে আমার খুব ভালো লাগলো।স্বল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটি আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আবার হারিকেনের ম্যান্ডেলা আর্টও করতে জানেন আমি তো দেখে অবাক হলাম। এরকম আর্টতো আপনার আগে কখনো করতে দেখিনি। তবে আর্টটি কিন্তু খুবই চমৎকার হয়েছে ভাইয়া। একেবারে প্রতিটি ধাপও খুব সুন্দর নিখুঁত করে দেখিয়েছেন। হারিকেনের ম্যান্ডেলা আর্ট এ পর্যন্ত কাউকে আঁকতে দেখিনি। অসম্ভব সুন্দর লাগলো আমার কাছে।

 2 years ago 

ঐতিহ্যবাহী হারিকেনের ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যি ভাইয়া আপনার চিত্রাঙ্কনটি দেখে আমার খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন অনেক ভালো লাগলো।

 2 years ago 

ম্যান্ডেলা আর্ট আমার কাছেও খুব ভালো লাগে, কারণ সবথেকে বেশি মনের মাধুরী মিশিয়ে ড্রইং করা যায় মেলার মধ্যে, বিশেষ করে কোন চিত্রের উপর ম্যান্ডেলা করলে সেটা আরো কয়েকগুণ বেশি সুন্দর লাগে, আপনার হারিকেনের উপর ম্যান্ডেলার এই ডিজাইন টা আমার কাছে খুব ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া দেখছি ইদানিং ম্যান্ডেলার কারু কাজগুলো বেশ ভালই উপস্থাপন করছেন। গত মেন্ডেলা আর্টটি চমৎকার হয়েছে। যেখানে গিটার এবং মিউজিক চিহ্নের ম্যান্ডেলা আর্ট করেছেন। আজকেও খুব চমৎকার একটি হারিকেনের ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে এত ব্যস্ত সময়ের মাঝে সময় দিয়ে মেন্ডেলা আর্ট করা খুবই কষ্টকর।ধন্যবাদ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনার আর্ট আগে কখনো দেখেছি কিনা মনে পড়ছে না। আপনি যে এত সুন্দর আর্ট করেন তা জানা ছিল না। হারিকেনের আর্টটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে হারিকেনটি দেখে একেবারে সত্যিকারে হারিকেনের মতো লাগছে। তাছাড়া ভেতরের ডিজাইনগুলো কথা কি আর বলব। এক কথায় অসাধারণ। খুব চমৎকার লাগছে পুরো আর্টটি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63