মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #১৫

in আমার বাংলা ব্লগ4 months ago

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত সাত দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: গাছে থাকা ফলের ফটোগ্রাফি । এ সপ্তাহে ৩ জন ইউজার পার্টিসিপেট করেছে।

কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহের মোট ৮ জন পার্টিসিপেট করেছে । ৮ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।

By: @mohinahmed

এই ফটোগ্রাফিটা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম, আমার শ্বশুর বাড়ির পিছন দিক থেকে। কাঁঠাল গুলো গাছের মধ্যে ধরা অবস্থায়, সামনাসামনি দেখতে খুবই সুন্দর লেগেছিল। তাই আমি সাথে সাথে ফটোগ্রাফি করে নিয়েছিলাম।



By: @green015

এটি একটি জামরুলের ফটোগ্রাফি।এটি আমি কয়েক মাস আগে করেছিলাম।আমার বাবার নিজ হাতে কলম করা জামরুল গাছ মাত্র নয় মাসের মধ্যেই ফল দিয়েছিল।আর প্রথম গাছে ধরা জামরুলের থলের সাইজ এতটাই বড় ছিল যে ডাল ভেঙে পড়ছিল।তাই একটি ছোট্ট বাঁশের ডগা দিয়ে ঠেস দেওয়া হয়েছে।এগুলো খেতেও দারুণ মিষ্টি স্বাদের ছিল।



By: @nevlu123

জীবনে প্রথমবারের মতো এতগুলো আম এক থোঁকায় দেখতে পেলাম। খালার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম তখন তাদের পাশের ছাদে উঠলাম। তখন গাছে এই আম গুলো দেখতে পাই সাথে সাথে ফটোগ্রাফি করে নিলাম।





By: @bristy1

ডিভাইস- Samsung Galaxy m12
ফোকাল ল্যান্থ-4.60 mm
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড।

মালটা বাগানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দর সুন্দর সবুজ মালটা দেখতে পেলাম। তখন এই ফটোগ্রাফিটি করলাম।



By: @bijoy1

ডিভাইস- Samsung Galaxy m32
ফোকাল ল্যান্থ-4mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড।

নার্সারিতে ঘুরতে গিয়েছিলাম এবং বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি করতে গিয়ে এই জাম্বুরা ফলের ফটোগ্রাফিটি করলাম।



By: @tithyrani

বাবার বাসার ছাদে আজ সকালে গিয়েই দেখি একটা আমড়া গাছ, শীতে যার সকল পাতাই ঝড়ে পড়েছে, সেই গাছটিও যত্ন করে তিনটি আমড়া আকড়ে রেখেছে! এর মাঝে অবশ্য একটি আমড়া বেশ পেকেও গেছে।
ডিভাইস- Realme 9G SE
ফোকাল ল্যান্থ-4.71 mm, ISO50
ইডিটেড ওর নন ইডিটেড- নন ইডিটেড।



By: @jerin-tasnim

বিবরণ : এটি গাছে ঝুলে থাকা লিচু ফলের ফটোগ্রাফি।আমাদের লিচু গাছ থেকে ফটোগ্রাফিটি করেছিলাম।এখানে লিচুগুলো ভালোভাবে পাকেনি।তাই, এর গায়ের রঙ হালকা লাল হয়েছে।পাকলে লিচুর রঙ গাঢ় লাল হয়ে যায়।এবং খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু হয়।

ডিভাইস- OPPO A15s
ফোকাল ল্যান্থ- 1.77mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড



By: @ah-agim

বিবরণ: গাছে কমলা টি পরিপক্ক হওয়ার অবস্থায় রয়েছে। কয়েকদিন পরে খাওয়ার উপযুক্ত হবে। কমলা আমাদের বেশ সুপরিচিত টকমিষ্টি স্বাদের ফল। যা আমাদের সকলের নিকট ব্যাপক জনপ্রিয়। কমলা কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বর্ণ ধারণ করে। কমলা খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এতে অনেক পুষ্টি উপাদান রয়েছে । বিশেষ করে কমলাতে প্রচুর পরিমাণ ক্যালরি, ভিটামিন সি, ফাইবার ইত্যাদি পুষ্টি উপাদান পাওয়া যায়।

উক্ত ৮ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৬ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফিটি প্রথম হিসেবে বিবেচনা করার জন্য। আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে মাঝে মাঝে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পাই। ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতাটি চলমান রাখার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

দারুন একটি প্রতিযোগিতা। খুব অল্পতেই তৃপ্ত হওয়া যায়। এবারের থিমটি ছিল দারুন। বেশ সন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। যারা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিন্দন। ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি আয়োজন করার জন্য।

 4 months ago 

বরাবরের মতো এবারের টপিক্সটাও দারুণ লেগেছিল। সবাই বেশ ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এমন দারুণ একটি ফটোগ্রাফি কনটেস্ট কন্টিনিউয়াস আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ দারুণ দারুণ টপিকস এর ফটোগ্রাফি দেখতে পাই। এবারের প্রতিযোগিতায় নিজেকে ২য় স্থানে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

যদিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনেক বেশি ইচ্ছা ছিল, তবে অংশগ্রহণ করতে না পেরে সত্যি খারাপ লেগেছে। পরবর্তী প্রতিযোগিতাটিতে আমি অবশ্যই চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য। যারা যারা বিজয়ী হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে। ধন্যবাদ এই প্রতিযোগিতার ফলাফলটা সবার মাঝে তুলে ধরার জন্য।

 4 months ago 

ভাইয়া আপনার ১৫ নাম্বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছা ছিল। আটজন পার্টিসিপেট করেছিল এই প্রতিযোগিতায় এটা দেখে ভালো লেগেছে। সবার ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। তাদের মধ্য থেকে ছয় জনকে বাছাই করে বিজয়ী করেছেন দেখে ভালো লেগেছে। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো আমি।

 4 months ago 

এইবারেও প্রতিযোগিতায় অংশ নিয়েই ভালো লাগছিলো আর পুরস্কার পেয়ে আরো খুশি হলাম।ছোট ছোট প্রতিযোগিতাগুলি আমাদের অনেক বিষয়ে ধারণা যেমন দিচ্ছে তেমনি আলাদা বিষয়ের প্রতি উৎসাহের সৃষ্টি হচ্ছে।তাছাড়া অনেক সুন্দর সুন্দর নতুন ফটোগ্রাফি দেখার সুযোগ হয়ে থাকে,অসংখ্য ধন্যবাদ দাদা।😊

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.029
BTC 69095.98
ETH 3678.90
USDT 1.00
SBD 3.48