সাপ্তাহিক চৌর্যবৃত্তির প্রতিবেদন -জানুয়ারি তৃতীয় সপ্তাহ - [Weekly Plagiarism Report -January 3rd week]
21-01-2023
চৌর্যবৃত্তি একটি কমিউনিটির পরিবেশ দূষিত করে। এখানে চৌর্যবৃত্তি কখনোই কাম্য নয়। একটি কমিউনিটিকে সুন্দরভাবে সাজাতে হলে কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের সহযোগিতা প্রয়োজন হয় । আমাদের এই কমিউনিটিতে অনেক ইউজার আছে যারা নিয়মিত খুব ভালো মানের বিষয়বস্তু উপহার দিচ্ছে। তারা সত্যিই প্রশংসার দাবিদার।
আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আপনারাও আমাদের পাশে থাকুন এবং চৌর্যবৃত্তি দূর করতে সহযোগিতা করুন। নিম্নে গত সাত দিনের প্রতিবেদন প্রকাশ করা হলোঃ
ক্রমিক নং | নাম | পোস্ট লিংক | চৌর্যবৃত্তির শতকরা | প্রধান উৎস |
---|---|---|---|---|
1 | @ahabubakkar | ব্লগ... | 100% | Source |
রিপিটেড কনটেন্ট:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান পোস্ট |
---|---|---|---|
1 | @ahmedr13 | Link | Here |
কপিরাইট বিধি লঙ্ঘন:
ক্রমিক নং | নাম | পোস্ট | প্রধান উৎস |
---|---|---|---|
E | M | PT | Y |
গত সপ্তাহে যে পোস্টগুলো বিভিন্ন কারণে mute করা হয়েছে:
https://steemit.com/hive-129948/@jueco/new-year-contest-crypto-price-prediction-for-2025
https://steemit.com/hive-129948/@rakib0001/steemit-community
https://steemit.com/hive-129948/@ayeshaislam/introduction-post-1
https://steemit.com/hive-129948/@jepkupi/early-morning-view-of-all-work
https://steemit.com/hive-129948/@afshaan/the-importance-of-education-or-or-by-afshaan
কারোর কোনো প্রশ্ন থাকলে ডিসকর্ডে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি যুক্ত না থাকেন তাহলে নিচে দেওয়া লিংক থেকে জয়েন হয়ে নিন।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
এই সপ্তাহের চৌর্যবৃত্তির প্রতিবেদন দেখে একটু ভালো লাগলো ৷ কারণ অন্যান্য সপ্তাহের তুলনায় এ সপ্তাহে চৌর্যবৃত্তির সংখ্যা অনেক কম ৷ আশা করি এভাবে ধীরে ধীরে এর সংখ্যা শূণ্য হবে ৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে প্রতিবেদনটি প্রকাশ করার জন্য ৷
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই আপনি একটা বিষয়ে কাজ করছেন ৷ চৌর্যবৃত্তি একটা অপরাধ আর আমার বাংলা ব্লগে সেটা কোনো ভাবেই গ্রহন যোগ্য নয় ৷ যা হোক এই সপ্তাহে মাত্র একজনকে চৌর্যবৃত্তি হিসেবে পাওয়া গেছে ৷
আশা করি একজনও এসব কাজ করবে না ৷
অন্যান্য কমিউনিটিতে চৌর্যবৃত্তির হার বেশি থাকলেও, আমার বাংলা ব্লগে চৌর্যবৃত্তির হার খুবই কম। আর যদি দুই একটা থাকে সেটি আপনার নজর এড়াতে পারে না, ঠিকই ধরে ফেলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কঠোর মনিটরিং দ্বারা এ বিষয়টিকে নিয়ন্ত্রণ করার জন্য।
চৌর্যবৃওি এর পরিমান কমে গিয়েছে ঠিক কিন্তু এখনও আছে।আশা করি আগের একসময় একেবারেই থাকবে না।আমরা সকলে চেষ্টা করবো কমিউনিটির পরিবেশ ঠিক রাখার জন্য সর্বদা খেয়াল রাখা।ভালো লাগলো।ধন্যবাদ
সেদিন কি আর এমনিই শুভ ভাই আপনাকে পুলিশ বললো!আপনার চোখ এড়ানো মুশকিল।আশা করি একটাদিন এই প্রতিবেদনে আর করতে হবেনা আপনাকে।ধন্যবাদ ভাই।
বরাবরের মতো দেখে ভালো লাগলো যে আমার বাংলা ব্লগের কেউ নেই। এটা আমাদের বড় একটা প্রাপ্তি! তবে যারা না বুঝে পোস্ট করে তাদের ঝামেলা টা হয়। কমিউনিটি পরিষ্কার রাখার জন্য আপনি বরাবরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন 🌼🦋
হ্যাঁ কমিউনিটির পরিবেশ ঠিক রাখতে চৌর্যবৃত্তি থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ।এ সপ্তাহে ও এই তালিকায় কোন ভেরিফাইড মেম্বার নেই সেটা দেখে পেরে আমি অনেক খুশি। তাছাড়া আপনার কমিউনিটির পরিবেশ ঠিক রাখতে সব সময় কাজ করে চলেছেন।
রিপোর্ট টা দেখে অনেক ভালো লাগলো ,এই চৌর্যবৃত্তির তালিকায় এবিবির ভেরিফাইড ইউজার কেউই নেই।কমিউনিটির+প্লাটফর্মে এর মান ঠিক রাখতে এটা একটি গুরুত্বপূর্ন পদক্ষেপ।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আগের তুলনায় চৌর্যবৃত্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে যারা এই অপরাধের সাথে জড়িত তারা সবাই নতুন মনে হচ্ছে। ভাইয়া আপনি অনেক পরিশ্রম করে এদেরকে শাস্তির আওতায় এনেছেন এবং খুঁজে বের করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে চৌর্যবৃত্তি আবারো কমে যাবে।