ট্রাক লাগবে ? ? ? ? ?

in আমার বাংলা ব্লগ2 years ago

1643193483439.png

হ্যালো বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি আজকে ভিন্ন রকম একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আমাদের বাঙ্গালীদের মধ্যে একটা বিষয় খুবই বেশি দেখা যায় সেটি হচ্ছে কেউ যদি উপরে উঠার চেষ্টা করে তাহলে সবাই তাকে হিংসা করে, আর টেনে নীচে নামানোর চেষ্টা করে। এরকম বাজে মন মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা ভালো কিছু করার চেষ্টা করে তাদেরকে আরো উৎসাহ দিতে হবে। উৎসাহ দিতে না পারলে চুপ করে থাকতে হবে। তবে ট্রলিং বা ব্যঙ্গ করা থেকে বিরত থাকতে হবে। আমরা এখনো অনেক পিছিয়ে আছি, এটা আমাদেরই অনেকগুলো বাজে অভ্যাস এর ফল ।

আমি আজকে একটি অ্যাপস্ ভিত্তিক প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করব। প্রতিষ্ঠানটির নাম হল "ট্রাক লাগবে? "। প্রথমেই কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের যখন কোন পণ্য বা মালামাল আনা নেওয়ার প্রয়োজন হয় তখন প্রথমে আমাদের একটি মালবাহী ট্রাক বা পিকআপ এর প্রয়োজন পড়ে। এজন্য আমাদের প্রথমেই প্রয়োজন পড়ে কোন ট্রাক ড্রাইভার এর কন্টাক্ট নাম্বার, যার মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি অথবা কোন ট্রান্সপোর্ট এজেন্সির সাথে কথা বলতে হয়। যেন তারা কোনো ব্যবস্থা করে দেয়। আর এই পদ্ধতিগুলো খুবই ঝামেলাপূর্ণ। কারণ অনেক সময় মনের মত ড্রাইভার পাওয়া যায় না। যাদের পাওয়া যায় তারাও অনেক বেশি দাম চেয়ে বসে থাকে। সে ক্ষেত্রে নিজের কোনো সুযোগ থাকে না যে অন্য কোন ড্রাইভার এর সাথে কথা বলবেন। আবার ট্রান্সপোর্ট এজেন্সি গুলো অনেক বেশি অর্থ দাবি করে বসে থাকে। কারণ এখানে অনেকগুলি স্তর রয়েছে যাদেরকে কিছু পারসেন্টেন্স অর্থ প্রদান করতে হয় তাদের সার্ভিসের জন্য।

cloudy-1866581__480.webp

আবার ট্রান্সপোর্ট এজেন্সি গুলো ড্রাইভারদের সাথে কেমন আচরণ করে ? তারা সবসময়ই ড্রাইভারদের কাছে অল্প অর্থ দিয়ে মিটমাট করার পাঁয়তারা করে। কারণ যে পরিমাণ অর্থ একজন গ্রাহকের কাছ থেকে তারা নিয়ে থাকে সেই পরিমাণ অর্থ থেকে যত কম অর্থ ড্রাইভারকে দেবে ততই তাদের লাভ। এখানে বিশাল একটা সিন্ডিকেট কাজ করে। ড্রাইভাররা ট্রান্সপোর্ট এজেন্সির কাছে তখনই যায় যখন তাদের ভাড়ার পরিমাণ কম থাকে অথবা রিটার্ন টাইমে ফাঁকা গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হয়।

এখানে সবকিছু মিলিয়ে অনেক বড় একটি সমস্যার সৃষ্টি হয়ে আছে। একজন ব্যক্তির যদি মালামাল বহনকারি ট্রাকের প্রয়োজন হয় অথবা ফাঁকা গাড়ি রিটান আসছে এমন গাড়ির জন্য ড্রাইভারের একটি কাস্টমার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এখানে অনেক বড় একটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপের মাঝে কাজ করে ট্রান্সপোর্ট এজেন্সি গুলো। আর যার কারণে এই পুরো বিষয়টা অনেক জটিল হয়ে গিয়েছে।

container-3857611__480.jpg

এখানে আরেকটি বিষয় আলোচনা করা দরকার। সেটি হচ্ছে ধরুন ঢাকা থেকে কক্সবাজার একটি পণ্যবাহী ট্রাক যাবে 'জনাব রফিকের' পণ্য নিয়ে। সে ক্ষেত্রে রফিক সাহেবকে গুনতে হল ৪০ হাজার টাকা। কিন্তু কক্সবাজার থেকে ওই ট্রাক টি কোন পণ্য ছাড়া আবার যখন ঢাকায় ব্যাক আসবে তখন কিন্তু তার ফাঁকা গাড়ি নিয়ে ঢাকাতে ফেরত আসতে হচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি ১০ হাজার টাকায় তার পন্যগুলোকে কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে পৌঁছে দিতে ড্রাইভার এর সাথে কন্ট্রাক্ট করে তাহলে কিন্তু সেই ড্রাইভার খুব ইজিলি এ বিষয়টা মেনে নেবে এবং তার কাছে বিষয়টা আরো লাভজনক হবে। কারণ তাকে এমনিতেও ফাঁকা গাড়ি নিয়ে ফেরত আসতে হতো। সেখানে অল্প কিছু ইনকাম হলো। যেটা হলো সেটাই বা কোত্থেকে আসে।

এবার আসি আসল কথায়, ধরুন ড্রাইভাররা যদি প্রতিনিয়ত এরকম ব্যাক ট্রিপে পণ্য বা মালামাল নিয়ে আসতে পারে তাহলে তাদের যাওয়ার সময়ের যে খরচটা হয়, ওই খরচটাও কমে আসবে। সেক্ষেত্রে ড্রাইভাররা ভাড়া কমিয়ে দেবে। যাওয়ার সময় এবং আসার সময় উভয় সময়ে যদি গড় খরচ কম পড়ে তাহলে যারা পণ্য আনা-নেওয়ার করবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের পণ্য স্থানান্তর ব্যয় কমে যাবে। কিন্তু বাংলাদেশের পেক্ষাপটে প্রায় ৮০ পার্সেন্ট গাড়ি রিটার্ন টাইমে ফাঁকা গাড়ি নিয়ে ফেরত আসে। যেহেতু ফিরতি সময়ে কোন ভাড়া পাওয়ার সম্ভাবনা সীমিত, সেহেতু ড্রাইভাররা অতিরিক্ত অর্থ আদায় করে থাকে ভাড়া বাবদ।

truck-1332564__480.jpg

এই সমস্যা গুলো অনুধাবন করতে পেরে বাংলাদেশের কিছু উদ্যোক্তা এর সমাধান খুঁজে বের করেছে। তারা একটি অ্যাপস ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে যেখানে ভাড়ার প্রয়োজন হলে কোন ড্রাইভার অ্যাপস এর মধ্যে - এ বিষয়ে একটি তথ্য দিয়ে রাখবে । আবার কারো যদি ট্রাকের প্রয়োজন হয় তার পণ্য আনা-নেওয়া করার জন্য সেও একটি তথ্য অ্যাপস এর মধ্যে শেয়ার করে রাখবে। কোন ড্রাইভার এবং কোনো গ্রাহকের তথ্য যদি ম্যাচআপ করে তাহলে তাদের কাছে নোটিফিকেশন যাবে। সেক্ষেত্রে তারা দরদাম করে নিতে পারবে। আর যেহেতু ফিরতি গাড়িগুলো এমনিতেও ফাঁকা ই আসবে , তাই ড্রাইভার এর জন্য যা অর্থ পাবে তাই লাভজনক হবে। এখানে একজন ব্যবসায়ী লাভবান হচ্ছেন অল্প মূল্যে পণ্য নিয়ে আসতে পেরে, আবার ড্রাইভার ফাঁকা গাড়িতে কিছু পণ্য নিয়ে এসে লাভবান হতে পারছে। এটি দুই পক্ষকেই লাভবান করবে।

এই অসাধারণ উদ্যোগের জন্য আমি "ট্রাক লাগবে" প্রতিষ্ঠানটির পিছনে কাজ করা উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। বাংলাদেশের ট্রাক ড্রাইভাররা এখনো অতটাও টেক জ্ঞান অর্জন করতে পারেনি। এ প্রতিষ্ঠানটির এখন অনেক বেশি বেশি প্রচারণা চালাতে হবে। অনেক বেশি ক্যাম্পেইন করতে হবে। তবে আজ অনেক ঘাটাঘাটি করে আমি যেটা দেখতে পেলাম তারা ইতিমধ্যেই অনেক বড় বড় কিছু সাফল্য অর্জন করেছে। তাদের অ্যাপসের ইউজার বেইজ ১ লক্ষ ছড়িয়েছে। ইতিমধ্যেই সেরা উদ্যোক্তা টপ ২০ -এর মধ্যে থেকে একটি পুরস্কার অর্জন করে নিয়েছে। তাঁরা ইতিমধ্যেই আর্থিক সহায়তাও পেয়েছে অনেক। যাইহোক আপনারা যারা এই বিষয়টি সম্পর্কে আজকে জানলেন তারা ভবিষ্যতে প্রয়োজন হলে এই সেবাটি গ্রহণ করতে পারেন। আমি আশা করি লাভবান হবেন। অবশ্যই অনেক অর্থ বেঁচে যাবে। অনেক অল্প মূল্যে এই সার্ভিস গুলো পেতে পারবেন। তাদের সফটওয়্যারটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তবুও আমি লিংক দিয়ে দিচ্ছি। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

IMG_20220126_160822.jpg



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

এই অ্যাপস সম্বন্ধে আমি আগেই জানতাম এবং এটি একটি কার্যকরী অ্যাপস হবে তখনই বুঝতে পেরেছিলাম। তবে আজকে আপনার পোষ্টের মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হল যে, ব্যাকট্রিপের ভাড়ার জন্য এই এ্যাপসটি অনেক বেশি কাজে দিবে এবং ট্রাক খালি আসার পরিবর্তে দুই পক্ষই এখান থেকে লাভবান হতে পারবে।

প্রথমে অনেকেই এ ব্যাপারটি নিয়ে হাসাহাসি করছে কারণ ট্রাক ড্রাইভার কিংবা ব্যবহারকারীরা প্রযুক্তির ক্ষেত্রে অতটা চালু নয় কিন্তু এই অ্যাপস এর ব্যবহার এবং এর সুফল দেখে বোঝা যাচ্ছে যে, এটা বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারছে। যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা মালামাল পরিবহন এর ক্ষেত্রে এখান থেকে খুব সহজেই তথ্য নিয়ে সুবিধাজনক বুকিং টা দিতে পারেন এবং মালামাল খুব সহজে ও কম খরচে পরিবহন করতে পারছেন। একটি ধারণা আসলে অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে এবং এটি খুব যুগোপযোগী একটি ইনোভেটিভ ধারণা ছিল যে কারণে আমি উদ্যোক্তাদের অবশ্যই ধন্যবাদ জানাবো।

আপনাকেও ধন্যবাদ চমৎকার বিষয়টি নিয়ে লেখার জন্য। এতে করে অনেকেই সচেতন হবেন এবং ভবিষ্যতে এখান থেকে সার্ভিস নেওয়ার ব্যাপারে আরো বেশি আগ্রহ পাবেন।

 2 years ago 

হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশের ট্রাক ড্রাইভাররা এসব বিষয়ে ততোটা পারদর্শী নয়। এই ক্ষেত্রে একটু সময় দিতে হবে। বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে তাদেরকে শেখাতে হবে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে।

আর আমাদের উচিত সবসময়ই উদ্যোক্তাদের কাজকে এপ্রিশিয়েট করা ।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি বিষয় আমাদের সাথে আলোচনা করেছেন। এ বিষয়ে সম্পর্কে আমি আমাদের একাডেমিক বইগুলোতে পড়াশোনা করেছিলাম। বইগুলোর মধ্যে কিছু চ্যাপ্টার ছিল এজেন্সি প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট , সহ বিভিন্ন কোর্সে এ বিষয়গুলো নিয়ে আমি পড়েছিলাম। সত্যি এই সমস্যাটি অনেক বড় এখানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ট্রাক মালিক পক্ষ এবং ট্রাক ড্রাইভার। ট্রাক যদি খালি আসে সেক্ষেত্রে মালিকরা হারায় অন্যদিকে ট্রাক ড্রাইভার মুনাফা হয় হারায় । তবে আমাদের সমাজের সবথেকে প্রচলিত যে বিষয়টি সামনের দিকে কেউ এগিয়ে যেতে চাইলে তাকে নিজের ক্ষতি করে হলেও কিভাবে নিচে নামানো যায় সে চেষ্টা করবে। নিচে কুয়োতে পড়ে থাকবে তবুও অন্যকে সে কুয়াতে নামাবে । তবে এই অ্যাপ একটি যুগোপযোগী বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি বিষয় সুন্দর একটি চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করেছেন।

 2 years ago 

জি আপু, আমাদের বাংলাদেশ এখনো যোগাযোগ ব্যবস্থায় অনেক পিছিয়ে আছে। আর ব্যবসায়ীক খাতে পণ্য আনা-নেওয়ার বাহন গুলোকে যদি টেকনিক্যালি সর্বোচ্চ ব্যবহার করা যায় তবে খরচ ও অনেক কমে আসবে। আর খরচ যদি কম আসে তাহলে পণ্যর দামও কম আসবে।
আলটিমেটলি আমরাও লাভবান হব।

 2 years ago 

আমি আজকে একটি অ্যাপস্ ভিত্তিক প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা করব। প্রতিষ্ঠানটির নাম হল "ট্রাক লাগবে? "।

অনেক গুরুত্বপূর্ণ একটি পোষ্ট শেয়ার করেছেন ভাইয়া। আসলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মালামাল বহন করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই পোষ্টের মাধ্যমে অনেকেই সুবিধা গ্রহণ করতে সক্ষম হবে। ড্রাইভাররা যেমন লাভবান হবে গ্রাহকরাও তেমন লাভবান হবে। সুন্দর একটি তথ্য জানতে পারলাম আজকে। যারা এই "ট্রাক লাগবে" প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের প্রখর মেধা ও বুদ্ধির জোরে হাজার হাজার মানুষ খুব ভালো সেবা পাবে। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর এবং পরউপকার জনক একটা পোস্ট করেছেন। আরেকটি কথা আপনি সত্যি বলেছেন আমাদের বাঙালির মধ্যে এ প্রবণতা টা খুবই বেশি, কেন যে মানুষগুলো এমন মাঝে মাঝে চিন্তা করে কুল পাই না। স্বার্থের জন্য এরা অনেক কিছু করে, আর একটা কথা আছে, কয়লা ধুলে ময়লা যায় না। আমাদের বাঙ্গালীদের মধ্যে এই কয়লার প্রভাবটা একটু বেশি। যাইহোক ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর একটা পরোপকারী মূলক পোস্ট করেছেন এবং কি বিস্তারিত পড়ে জানলাম, আপনি ঠিকই বলেছেন বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সি এমনকি অনেক সময় মাল পরিবহনের জন্য আমরা অনেকে বিপাকে পড়ি। এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়, মানসিক চাপ সৃষ্টি হয়। তবে এরকম কোন সহজ পদ্ধতি চালু হয়ে থাকে তাহলে আমাদের জন্য এবং কি যারা ড্রাইভার আছে তাদের জন্য লাভজনক। শেষ পর্যন্ত আপনি বিস্তারিত লেখার পরে লিঙ্কটা দিয়েছেন এটা দেখে আমি খুবই খুশি হলাম এবং আমাদের কারণে আরও ১০ জনে জানুক। আর এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ভাই এই সম্পর্কে ৫-৬ মাস আগে জেনেছিলাম। তারা তাদের বাসা চেঞ্জ করার জন্য এই সার্ভিস ব্যবহার করেছিলো। আজকে আপনি এই বিষয়ে রিভিউ করেছেন দেখে অনেক ভালো লাগলো। সাধারণত মানুষ যারা এই বিষয়ে জানে না তাদের জন্য অনেক উপকার হবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

পুরো ব্যাপার টি এতো গুছিয়ে এবং বুঝিয়ে লিখেছেন ভাইয়া আমি খুব সহজেই বুঝতে পেরেছি। কারও প্রয়োজন হলে এই সেবাটি গ্রহণ করতে পারলে উভয়ই লাভবান হবে আশা করছি। ধন্যবাদ ভাইয়া খুব চমৎকার একটি এপস নিয়ে লিখার জন্য।

 2 years ago 

জ্বী আপু আপনি ঠিক বলেছেন। উভয়পক্ষই লাভবান হবে। এখানে সাধারণ জনগণও লাভবান হবে। কারণ ব্যবসায়ী খাতগুলোতে যখন কম খরচে পণ্য আনা-নেয়া করা সম্ভব হবে, তখন সাধারণ জনগণের কাছে একটি পণ্য বিক্রয়ের সময় সেই পণ্যের মূল্য ও কম রাখা হবে।

 2 years ago 

বাসা বদলানোর ঝামেলায় যারা পড়েছেন তারা খুব ভাল করেই জানেন ট্রাক এর গুরুত্ব। অনেক সময় ন্যায্য ভাড়ার চাইতে তিন গুণ 4 গুন বেশি ভাড়া দিয়েও মালামাল পরিবহন করতে হয়। বিকল্প কোনো ব্যবস্থা না পাওয়ায়। আমি মনে করি এ ধরনের অনেক সমস্যাই সমাধান করতে পারবে এই ট্রাক লাগবে সার্ভিস।সুন্দরভাবে বিষয়গুলো সবাইকে বুঝিয়ে দেয়ার জন্য আপনার এই পোস্ট অনেক ভূমিকা রাখবে বলে আমার মনে হয়। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

কি আর বলবো ভাই আমরা কিছু হলে সত্যি টেনে নেয়ার চেষ্টা করি। আমাদের খেলার নাম কিন্তু হাডুডু। পিছ থেকে টেনে নেয়া। আর এই এ্যাপ গুলা সত্যি অসাধারণ। যেমন আমি নিজেই আগে এয়ারপোর্ট থেকে বাবাকে আনার সময় গাড়িয়ালা কাহিনি করতো। কিন্তু উবার থাকায় এখন কোন ঝামেলা নেই। এগিতে যাক দেশ।

আপনার প্রথম অংশটিতে মন কাড়ার মতো কিছু কথা বলেছেন। আমরা বাঙ্গালী আমাদের মাঝে এটা মনে হয় বিশেষ গুণ! আর এটাই আমরা মনে করি যে অন্যকে নিচে নামাতে পারলেই আনন্দিত! জানিনা ভাই আল্লাহ তাআলা কবে আমাদের ভিতরে রূপ এবং বাহিরের রূপ একই রকম করে দিবেন। আপনার কথাগুলো কে সাধুবাদ জানাই। তবে আমার একটা অভ্যাস সেই ছোট থেকেই কেউ যদি আমাকে কোন উপদেশ দেয় আমি সেই উপদেষ্টা মাথা নিচু করে শুনি এবং পরবর্তীতে সেটা পালন করার চেষ্টা করি। এভাবে আমার পজিটিভ মনমানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আর আজকে আপনার সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা এবং সচেতনতা মূলক একটি অ্যাপস। আশা করা যায় উদ্যোক্তারা সফল হবে অ্যাপসটির মাধ্যমে। সেই সাথে আপনার কথায় কথা মিলিয়ে একটা কথা বলতেই হয় সেটা যাচ্ছি আমাদের মন মানসিকতা পরিবর্তনের। আপনি সহ সবার জন্য দোয়া রইল আল্লাহ তা'আলা আমাদের মন-মানসিকতা যেন উন্নত করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে সুন্দর সুন্দর বার্তা নিয়ে প্রতিনিয়ত উপস্থিত হওয়ার জন্য।

 2 years ago 

বেশ ভালো লাগলো আমার কাছে।
আসলেই লাভবান হওয়া যাবে এর থেকে অনেক।
এর প্রচার হওয়াই উচিত।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44