This post was hidden due to low ratings.

Sort:  
 8 months ago 

আসলে সময়ের সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে সময় মূল্যহীন হয়ে যায় । যে সময়টা প্রতিটা মানুষের জীবনে আসবে সমাপ্তি ঘটবে। আপনার চিন্তা ভাবনার সত্যিই প্রশংসা করতে হয় । দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলে সময় একসময় মূল্যহীন হয়ে যাবে। যে সময়টা অবসরের মাধ্যমেই কাটিয়ে দিতে হয়।

 8 months ago 

জ্বি ভাইয়া আপনি একদম সুন্দরভাবে বিষয়টা বুঝতে পেরেছেন, আমাদের সকলের উচিৎ সময়ের প্রতি সতর্ক থাকা। সময় আমাদের কাছে অনেক দামি

 8 months ago 

কথাগুলো একদম ঠিক বলেছেন ভাই, আসলে এই ক্ষণিকের দুনিয়াতে অনেকের মায়াতে পড়তে হবে কিন্তু বিদায় বেলায় কেউ সঙ্গ দিবে না। যাই হোক আমাদের সবার সময়ের মূল্য দেওয়া উচিত এবং সঠিকভাবে চলাফেরা করা উচিত ‌। আপনার প্রত্যেকটা মতামতকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই খুব সুন্দর পোস্ট করেছেন।

 8 months ago 

আপনার এতো সুন্দর মতামতের জন্য আমি কৃতজ্ঞ, কেননা অনেক মানুষেই সময়কে মুল্যায়ন করতে চায়না আর এসব কথা শুনতেও চায়না। কিন্তু আপনার এতো সুন্দর মতামত দেখে বেশ ভালো লাগলো

 8 months ago 

সময়ের মূল্য নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্টে নিজেকে ও পরিবারকে সময় দেয়ার কথা বলেছেন। খুব ভালো বলেছেন। আমাদের উচিত সময় নষ্ট না করে প্রতিটি সময় নিজের জন্য ও মানবকল্যানের জন্য ব্যয় করা উচিত। ভালো হয়েছে আপনার পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 8 months ago (edited)

বর্তমান সময়ের স্রোতের সাথে মিল রেখে লেখার চেষ্টা করেছি আপু, বর্তমান জেনারেশন আমাদের এই ভয়ংকর সমস্যার সম্মুখিন। তাই আমার লেখাটি আপনাদের আমাদের সকলের জন্য উৎসর্গ করা। দোয়া করবেন, সেই সাথে আপনি নিজেও ভালো থাকবেন, পরিবারকে ভালোবাসবেন।

 8 months ago 

আপনার লেখা পড়ে মনে হলো যেন জীবনের প্রতিটি মুহূর্তের গুরুত্ব নতুন করে উপলব্ধি করলাম। আপনার কথাগুলো আমাদের সকলের জন্য একটি অনুপ্রেরণা যে, আমাদের উচিত প্রতিটি সেকেন্ডকে মূল্যবান করে তোলা। আপনার প্রতিভা ও চিন্তাভাবনা সত্যিই প্রশংসনীয়, ভাইয়া।

 7 months ago 

ধন্যবাদ আপনার উপলব্ধি ও প্রেরণাদাতা হিসেবে আমার মতামতের প্রতি এত গুরুত্ব দেওয়ার জন্য। আমি খুশি যে আমার কথাগুলো আপনার জন্য উপকারিতা সৃষ্টি করতে পারলো। সময়ের মূল্য সম্পর্কে আমি সম্পূর্ণরূপে সহমত এবং প্রতিটি মুহূর্তে জীবনের মূল্যবান অংশটি স্বীকার করা গুরুত্বপূর্ণ। আমি আপনার মতামতের প্রশংসা জানাতে অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ আবার একবার। 🙏🏽

 8 months ago 

সময়ের মূল্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের মূল্য দিতে না পারলে জীবনে সফল হওয়া সম্ভব না। আপনি সময়োপযোগী একটা পোস্ট করেছেন। পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 7 months ago 

আপনার মন্তব্য অত্যন্ত স্বাগতপ্রবণ। সময়ের মূল্য সম্পর্কে আপনার মন্তব্য অত্যন্ত গভীর এবং শিক্ষামূলক। সময় যে প্রাধান্য প্রাপ্ত হতে পারে তা আমরা সবাই সম্পূর্ণরূপে মনে রাখতে পারি।
আমি খুশি যে আমার পোস্টটি আপনার প্রেরণাদাতা হিসেবে কাজে লেগেছে। আমি সর্বদা সময়ের মূল্য সম্পর্কে আপনার মতামতের সাথে একমত এবং আমি আপনাকেও আবারো ধন্যবাদ জানাতে চাই। 🕰️🌟

 7 months ago 

টাইপ: চৌর্যবৃত্তি।

এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটি Allow করে না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:
https://www.teachers.gov.bd/blog/details/727063?page=1408&kttuku-banncben-ekdin-to-mrei-zabo

https://www.linkedin.com/posts/ahammed-ali-babu-08ba92157_%E0%A6%B8%E0%A6%97%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%95%E0%A6%9A%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%9C%E0%A6%9E%E0%A6%A4-activity-7178649671605653505-ovsv

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96305.83
ETH 3315.31
USDT 1.00
SBD 3.19