লঞ্চঘাটের বিকেল

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)

আমি @redwanhossain পড়াশোনার জন্য বরিশাল বিভাগের বরগুনা জেলায় থাকি। আজকে আমি আমার বিকেলের একটা সুন্দর মুহূর্ত শেয়ার করবো আপনাদের সাথে।

IMG_20240712_184035_390.jpg

বিকেলের সময়টা সবসময়ই আমার প্রিয়। সারাদিনের কর্মব্যস্ততার পর যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ে, তখন প্রকৃতির রঙের খেলা আর মনের প্রশান্তি এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করে। আজকের বিকেলটা ছিল আরও বিশেষ। বরগুনার লঞ্চঘাটে বন্ধুদের সাথে কাটানো এই সময়টা যেন আমাকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে গেল।

IMG_20240712_182443_127.jpg

বরগুনা, কুয়াকাটার পাশেই অবস্থিত, যেখানে নদীর ছোঁয়া প্রতিদিনের সঙ্গী। যদিও বরগুনায় থাকি, লঞ্চঘাটে কখনো যাওয়া হয়নি। আজ হঠাৎ করেই বন্ধুরা মিলে হাটতে হাটতে লঞ্চঘাটে চলে গেলাম। লঞ্চঘাটের পরিবেশটা সত্যিই চমৎকার। নদীর পাড়ে দাঁড়িয়ে ঠাণ্ডা বাতাসে মন যেন এক নিমিষেই সতেজ হয়ে উঠল।

লঞ্চঘাটে পা দিয়েই মনে হল, শহরের কোলাহল থেকে একেবারে আলাদা একটা জায়গায় চলে এসেছি। নদীর স্নিগ্ধ জল, এপারের সবুজ গাছপালা আর ওপারের ছোট ছোট বাড়িগুলো এক স্বপ্নময় দৃশ্যের মতো লাগছিল। নদীর ওপারের বাড়িগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছিল, কিভাবে গেলে ওখানে পৌঁছানো যায়। কিন্তু কোনো রাস্তা দেখা যাচ্ছিল না। তবু আমরা সেদিকে তাকিয়ে অনেকক্ষণ কাটালাম, মনটা যেন সেই অপার সৌন্দর্যে ডুবে গেল।

IMG_20240712_182538_131.jpg

আমরা সবাই মিলে নদীর পাড়ে বসে আড্ডা দিতে শুরু করলাম। আড্ডার মাঝে আমি কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার সময় মনে হচ্ছিল, এই মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখাটা খুবই প্রয়োজন। কারণ, এসব মুহূর্ত অনেকদিন স্মৃতির পাতায় থেকে যাবে। বন্ধুদের হাসি, গল্প, ঠাট্টা-মশকরা সবকিছুই মনে রাখার মতো।

IMG_20240712_183314.jpg

IMG_20240712_182628_699.jpg

আড্ডার ফাঁকে ফাঁকে নদীর জলের ঢেউয়ের শব্দ, পাখিদের ডাক, আর আশেপাশের মানুষের জীবনের ছোট ছোট কোলাহল মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছিল। সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, তার শেষ আলোয় নদীর জল যেন সোনালি হয়ে উঠছিল। আমরা সবাই মিলে সেই দৃশ্য দেখতে দেখতে হারিয়ে গেলাম।

বন্ধুদের সাথে কাটানো এই বিকেলটা ছিল একদম অন্যরকম। প্রতিদিনের ব্যস্ত জীবনে এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মনকে প্রশান্তি দেয়। আমরা সবাই জানি, বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসা আর মনের বন্ধন থাকে, তা কখনো ভোলা যায় না। আজকের এই বিকেলে সেই বন্ধনের শক্তি আরও একবার উপলব্ধি করলাম।

লঞ্চঘাটের এই বিকেলটা আমার জীবনে এক মধুর স্মৃতি হয়ে থাকবে। আমি ভাবছি, আবার কোনো একদিন এখানে আসব, এই সুন্দর পরিবেশে আবারও বন্ধুদের সাথে সময় কাটাব। প্রকৃতির সৌন্দর্য আর বন্ধুত্বের ভালোবাসা মিলিয়ে যে অভিজ্ঞতা আজকে হলো, তা কখনোই ভুলতে পারব না।

IMG_20240712_184654_037.jpg

আজকের এই অভিজ্ঞতা আমাদের জীবনের ব্যস্ততাকে কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিল। এই লঞ্চঘাটের বিকেলটা আমাদের মনের ওপর এক নতুন প্রভাব ফেলল, যা আমাদের আরও কাছে নিয়ে এলো। এই স্মৃতিটা মনে রেখে, আমরা সবাই ফিরে এলাম, তবে মনটা যেন এখানেই রয়ে গেল।

বন্ধুদের সাথে কাটানো এই সময়ের মধুর স্মৃতিগুলো আমরা সবাই মিলে ভাগ করে নিলাম, আর ঠিক করলাম, আবার কোনোদিন আমরা এখানে আসব, লঞ্চঘাটের এই শান্ত পরিবেশে। এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের আসল সৌন্দর্য, যা আমাদের মনকে ভালো রাখে, আর প্রফুল্ল করে তোলে।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7696.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।
Sort:  
 2 months ago 

ভাইয়া আপনার পোস্টের টাইটেলের মার্কডাউন টা ঠিক করে নিবেন। পোস্টের টাইটেলের সৌন্দর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই পোস্ট পড়ার প্রতি মানুষের আগ্রহ হারিয়ে যায়। যাইহোক ভাইয়া আপনি পড়ন্ত বিকেলে সুন্দর সময় কাটিয়েছেন আর সেই মুহূর্তগুলো তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago (edited)

অসংখ্য ধন্যবাদ আপু বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি পোস্টটি আপডেট করে নিয়েছি। আশা করছি এভাবে পাশে থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবারো ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60181.17
ETH 2419.82
USDT 1.00
SBD 2.44