জেনারেল রাইটিং: সরল মনে ম্যাথের সাথে মনের যুদ্ধ!

in আমার বাংলা ব্লগlast month


mathematics-2640219_1280.jpg

সোর্স

আমি রিদওয়ান হোসাইন একজন ছাত্র। ম্যাথের সাথে যখনই মুখোমুখি হই, মনে হয় যেন এক বিরাট যুদ্ধক্ষেত্রে পা রেখেছি। আর আমি? আমি সেই শান্তিপ্রিয় যোদ্ধা, যে সবসময় সরলভাবে বাঁচতে চাই, কিন্তু ম্যাথের জটিল সব সমস্যা আমার মনের সেই সরলতাকে বরবাদ করে দেয়।

যখন ছোট ছিলাম, সবাই বলতো, ম্যাথ করলেই তো মগজের ব্যায়াম হয় আমি তখন বুঝতাম না, মগজের ব্যায়াম মানে কী! কিন্তু এখন বুঝি, ওটা শুধু একটা মিথ্যা সান্ত্বনা ছিল। আমি যখন আমার খাতায় সূত্র, সমীকরণ আর হিসাব-নিকাশের ভিড়ে হারিয়ে যাই, তখন মনে হয় মগজটা পুরোপুরি গুলিয়ে যাচ্ছে। কীভাবে যে এই ম্যাথের মারপ্যাঁচের মধ্যে জীবন চলে, সেটা আমার বোঝার বাইরে।

স্কুলে থাকতেই অঙ্ক আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। আমি যখনই পরীক্ষার হলে ম্যাথের প্রশ্ন হাতে পেতাম, মনে হতো যেন হিমালয় পর্বতের চূড়ায় উঠে বসলাম! সেই কঠিন অঙ্কগুলো আর আমার সহজ মনের মাঝে যেন সবসময় একটা যুদ্ধ চলতে থাকে। মনের মধ্যে ভর করে কনফিউশনের ঝড়, কীভাবে এই জটিল সব প্রশ্নের উত্তর দেবো?

আমার বন্ধুদের অবস্থা অবশ্য আলাদা। তারা যেন ম্যাথকে এক নিমেষে ঠিক করে ফেলে। কেউ কেউ অঙ্ক নিয়ে এমনভাবে কথা বলে, মনে হয় যেন এটা খুবই মজার ব্যাপার! কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। মনে হয়, ম্যাথ করতে করতে একদিন আমিই একেবারে পাগল হয়ে যাবো। একসময় তো নিজের মনের সঙ্গে নিজেই কথা বলতে শুরু করেছিলাম, আচ্ছা এত সহজ সরল একটা মনের ভেতর এত দুনিয়ার প্যাঁচ কীভাবে ঢুকবে 😑😐?

তবে সবকিছুর পরেও আমি চেষ্টা করেছিলাম। টিউটর নিয়েছি, বন্ধুদের সাহায্য নিয়েছি, বই পড়ে অনেক চেষ্টা করেছি, কিন্তু ম্যাথের কঠিন সমীকরণগুলো আর আমার মধ্যে বোঝাপড়া হলো না। আমার সহজ মগজটা ম্যাথের জটিল হিসাব-নিকাশের বাইরে থাকতেই বেশি স্বচ্ছন্দ।

ম্যাথের প্রতি আমার এমন ঘৃণা থাকলেও, মাঝে মাঝে ভাবি, হয়তো একদিন আমি এটা ঠিকঠাক পারবো। হয়তো কোনো একদিন আমি ম্যাথের সেই রহস্যময় জগৎটা অনুধাবন করতে পারব। কিন্তু সেই দিন কবে আসবে, তা জানি না। আপাতত, আমার জীবন ম্যাথের জ্বালায় অতিষ্ঠ!

মাঝে মাঝে ভাবি, যদি জীবনের সব অঙ্ক সহজ হতো! যেমনটা গল্পের বই পড়া —সবকিছু নির্ভেজাল, সোজাসাপ্টা। কিন্তু দুনিয়াটা তো এমন নয়! তাই নিজের সহজ-সরল মনের কথা ভেবে মাঝে মাঝে হেসে উঠি, “আহ, @redwanhossain তুমি কি কোনোদিন ম্যাথ ভালোবাসতে পারবে?" হয়তো পারব, হয়তো না। ততদিন পর্যন্ত, ম্যাথের সঙ্গে আমার এই অদ্ভুত লড়াই চলতেই থাকবে 😐! সবাই দোয়া রাখবেন যাতে আমি এই সমস্যা কাটিয়ে উঠতে পারি।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7678.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67942.91
ETH 2421.75
USDT 1.00
SBD 2.39