DIY- (এসো নিজে করি) ||পাটকাঠি দিয়ে কলমদানি বানানোর পদ্ধতি|| (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক


১৯ কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

বৃহস্পতিবার
হেমন্তকাল।

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো। কিভাবে পাটকাঠি দিয়ে কলমদানি তৈরি করতে হয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

চলুন শুরু করি

received_935757603683118.jpeg


Device : itel vision 1poro
What's 3 Word Location :https://w3w.co/sisterly.placed.locomotive

IMG_20211102_124935.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
★রঙিন পেপার
★আঠা
★কাচি
★স্কেল
★পুঁতি
★কার্টুন

IMG_20211102_125718.jpg

  • ধাপ-১ঃ প্রথমে কার্টুনের মাপে একটি রঙিন পেপার কেটে নিলাম।

IMG_20211102_125803.jpg

  • ধাপ-২ঃ এবার কার্টুনের ওপর আঠা দিয়ে রঙিন কাগজটা লাগিয়ে দিলাম।

IMG_20211104_140507.jpg

  • ধাপ-৩ঃ এখন কিছু পাটকাঠি একই মাপ দিয়ে কেটে নিতে হবে।

IMG_20211102_130732.jpg

IMG_20211102_132421.jpg

  • ধাপ-৪ঃ এবারে পাটকাঠির মাপ দিয়ে কিছু রঙিন কাগজ কেটে নিলাম। তারপরে রঙিন কাগজ দিয়ে পাটকাঠিকে পেচিয়ে আঠা লাগিয়ে দিলাম।

IMG_20211102_133657.jpg

IMG_20211102_171140.jpg

  • ধাপ-৫ রঙিন কাগজ দিয়ে লাগানো পাটকাঠি গুলো আঠা দিয়ে এইভাবে লাগাতে হবে।

IMG_20211102_171409.jpg

IMG_20211102_172240.jpg

  • ধাপ-৬ঃ আঠা দিয়ে লাগানো পাটকাঠির তিনটা পাট এইভাবে আবারো আঠা দিয়ে লাগিয়ে দিলাম।

received_5114924681878063.jpeg

received_574834443796476.jpeg

  • ধাপ-৭ঃ এখন পাটকাঠি দিয়ে বানানো পাট গুলো আঠা দিয়ে জোড়া লাগিয়ে দুইটা বক্স মতো বানিয়ে নিলাম।

received_4088382907934016.jpeg

received_1023628858425013.jpeg

  • ধাপ-৮ঃ এবারে পাটকাঠির বক্স দুইটি আঠা দিয়ে রঙিন কাগজে মোড়ানো কার্টুনের দুই পাশো লাগিয়ে দিলাম।

received_877826812937122.jpeg

received_935757603683118.jpeg

  • ধাপ-৯ঃ এবারে বক্সের মাঝখানে রঙিন কাগজ দিয়ে মোড়ানো পাটকাঠির কয়েকটি এক সাইডে চওড়া করে লাগিয়ে দিলাম। তারপর দুইপাশে কিছু পুঁতি লাগিয়ে দিছি। অতএব পর আমার আজকের ডাইপ্রোজেক্ট শেষ হয়ে গেলো। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

প্রথমে তো আমি দেখে মনে করেছিলাম এটি বাজার থেকে কেনা কোন কলমদানি। পরে ব্লগ টি পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম আসলে এটি পাটকাঠি দিয়ে তৈরি। আসলে ভাই সৃষ্টিকর্তা মানুষকে বিভিন্ন রকমের ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্তমূলক উদাহরণ আপনার এই পাটকাঠি দিয়ে তৈরি কলমদানি।

সত্যিই খুবই চমৎকার ছিল

 3 years ago 

গঠণমূলক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

জি। আপনার কাজটা কিন্তু অনেক প্রশংসার যোগ্য।

আপনাদের প্রতিভাগুলো সত্তি খুবই সুন্দর। আপনে অনেক সুন্দর ভাবে পাটকাঠি এবং রঙিন কাগজ দিয়ে ধাপে ধাপে কলমদানিটা বানিয়েছেন। দেখতে অনেক সুন্দর লাগছে।

আমার কাছে অনেক ভালো লাগছে।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পাটকাঠি দিয়ে আপনার বানানো কলমদানি টি খুবি সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনা ও বানানোর পদ্ধতি দেখে মনে হচ্ছে কত সহজ। ধন্যবাদ এত সুন্দর একটি কলমদানি বানানোর শেখানোর জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

এই কলমদানি টি খুব সুন্দর। তবে আমি জানি এই কলমদানি তৈরি করা বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার। কারন সবগুলো কাগজকে এইভাবে একই সমান করা এরপর আবার একই সমান ভাবে কাটা ভালোই কষ্টকর একটি কাজ। তবে আপনি কাজটি খুব সুন্দরভাবে করেছেন যা দেখে খুব সুন্দর লাগছে। আর কলমদানি খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

গঠণমূলক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পাটকাটি দিয়ে অনেক সুন্দর ভাবে কলমদানি তৈরি করেছেন। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পাটকাটি দিয়ে যে এমন কলমদানি তৈরি করা যায় সেটা আমি জানতাম তবে কখনে তৈরি করা হয় নি। শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার পাটকাঠি দিয়ে কলমদানিটি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লাগছে ।তারপরে আবার ব্লু কালার বানিয়েছেন আরো ভালো লাগছে ব্লু কালার আমার অনেক পছন্দ ।আপনি আস্তে আস্তে নিখুঁতভাবে কলমদানি বানিয়েছেন দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সুন্দর গঠণমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

পাটকাঠি আর রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। টেবিলের উপর নিল কাগজের তৈরি কলমদানি টি বেশ মানাবে। আর নীল রঙের কলম গুলোর সাথে কলমদানি টি একদম মিশে যাবে । সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65124.62
ETH 3554.39
USDT 1.00
SBD 2.46