DIY- এসো নিজে করি|| রঙিন কাগজ দিয়ে ফুল বানানো|| (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুর
আমি@razzak00 বাংলাদেশের নাগরিক


আজ - ১৩কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার |হেমন্তকাল|

আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আমাকেও আল্লাহ তায়ালা অনেক ভালো রেখেছেন।


আমি আজ রঙিন কাগজ দিয়ে একটি ফুল বানানোর বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার আজকের DIY ইভেন্ট পোস্টটি আপনাদের ভালো লাগবে।


চলুন শুরু করি

received_1078769669529631.jpeg


Device : itel vision 1poro
What's 3 Word Location :https://w3w.co/crisp.surfed.saxophones

received_234322325288375.jpeg

  • **ফুল বানানোর জন্য যেসকল উপকরণ লেগেছে সেগুলো হলোঃ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঠা
  • পেন্সিল
  • স্কেল

received_362289565649601.jpeg

  • ধাপ-১ঃ প্রথমে কাগজটা চার সাইড একই মাপে সমান ভাবে কেটে নিতে হবে।

received_416278536796585.jpeg

  • ধাপ-২ঃ এখন কাগজটাকে এইভাবে ভাজ করে নিলাম।

received_170806281922616.jpeg

  • ধাপ-৩ঃ এবারে ভাজ করা কাগজটাকে লাভের মতো একটু চিকন করে কেটে নিতে হবে।

received_283791846947669.jpeg

  • ধাপ-৪ঃ লাভ আকৃতিতে কাটা কাগজ ছাড়ালে ফুলের একটি অংশ হয়ে যাবে।

received_190377473281074.jpeg

  • ধাপ-৫ঃ এবারে ফুলের এই অংশের চার সাইডে কাচি দিয়ে কাটতে হবে এবং নিচে গোল করে কেটে নিলাম।

received_393271802507886.jpeg

  • ধাপ-৬ঃ এবারে গোল করে কাটা সব গুলো ফুলের অংশ আঠা দিয়ে একটার ওপর একটা লাগিয়ে দিলাম।

received_588583699043213.jpeg

  • ধাপ-৭ঃ একটা হলুদ কাগজ থেকে চিকন লম্বা করে কেটে নিলাম।*

received_175297644721885.jpeg

  • ধাপ-৮ঃ এখন হলুদ কাগজটির এক সাইড কাচি দিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে।

received_953666718862659.jpeg

  • ধাপ-৯ঃ এবার হলুদ কাগজটা গোল করে গোছাতে হবে এবং নিচে আঠা লাগাতে হবে যাতে কাগজ ছাড়াইয়ে না যায়।

received_1078769669529631.jpeg

  • ** শেষ ধাপঃ হলুদ কাগজটা আঠা দিয়ে ফুলের মাঝখানে লাগিয়ে দিলাম। এবং তৈরি হয়ে গেলো আমার আজকে রঙিন কাগজের ডাইপ্রোজেক্ট আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।**

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন কাগজের ফুল তৈরি করার প্রক্রিয়া অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সবগুলো ধাপ অনেক পরিষ্কারভাবে বুঝিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। রঙিন কাগজের ফুল দেখতে খুবই ভালো লাগছে। আমার কাছে আপনার ফুলটি খুবই ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন ।আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আর এই রকম পোস্ট আমাদের মাঝে করার জন্য, আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল আপনি তৈরি করেছেন।এটি আমার অনেক ভালো লেগেছে। আমিও কাগজ দিয়ে ফুল তৈরি করতে খুবই ভালোবাসি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

চমৎকার হয়েছে আপনার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ফুলটি আমার কাছে খুব ভালো লাগছে আপনার তৈরি ফুলটি। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি খুব সুন্দর হয়েছে। ফুল বানানোর ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে ফুলটি খুব সুন্দর হয়েছে।
প্রতিটি ধাপ সুন্দর ভাবে দেখিয়েছেন।
ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74831.10
ETH 2823.14
USDT 1.00
SBD 2.52