স্পোর্টস পোস্ট ||শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়||💗💗💗🌺

in আমার বাংলা ব্লগ5 months ago (edited)

IMG_20240319_121549.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

বাংলাদেশ / শ্রীলংকা ম্যাচের তথ্য

ম্যাচবাংলাদেশ /শ্রীলংকা (৩য় ওডিয়াই)
তারিখ১৮ মার্চ ২০২৪, সোমবার ।
টসশ্রীলংকা টস জিতে ব্যাট ফাস্ট নিয়েছে ।
টাইম১০.০০ এ এম।
মেস ভেনুজহুর আহমেদ স্টেডিয়াম, চট্টগ্রাম ।
আম্পায়ারতানভীর আহমেদ, শরীফাদুল্লাহ ।
বাংলাদেশ স্কোয়াডসৌম্য সরকার, এনামুল হক, নাজমুল হোসাইন শান্ত (c), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (wk),মেহেদী হাসান মিরাজ,মাহমুদুল্লাহ রিয়াদ,তাসকিন আহমেদ,রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা স্কোয়াডপাথুম নিশাঙ্কা,আভিস্কা ফার্নান্দু, কুশাল মেন্ডিস(c&wk),সাদিরা সামারাওইকরামা,চারিথ আসালংকা, যানিথ লিয়াংগে,ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লাগে,মাহেশ থিকসিনা,প্রামুড মাদুশান,লাহিরু কুমারা।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। শ্রীলংকা আর বাংলাদেশ একটি ম্যাচ। খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল। প্রথম ম্যাচ জিতে গেছিলো।দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলতে পারে নাই কিন্তু তৃতীয় ম্যাচে তাদের টান টান উত্তেজনা ছিল।লাস্টের দিকে রিশাদ হোসেন দুর্দান্ত খেলছে। বাংলাদেশ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলেছে, ভীষণ ভালো লাগছিল ম্যাচটি দেখতে। এবার দুর্দান্ত খেলছে তো চলুন খেলাটি বিশ্লেষণ করা যাক।বাংলাদেশ জিতলে জিতে যাই আমরা।

Screenshot_2024-03-19-11-08-34-36_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Source
শ্রীলংকার ওপেনিং জুটি বরাবরের মতোই পাথুম ও ফার্নান্ডো শুরু করেন।ওপেনিং শরিফুল ইসলাম ।প্রথমে দুজন বেশি দেখে শুনে খেলতে থাকেন, শরিফুল ইসলাম প্রথমবারে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই ।প্রথম ওভার ০-০।বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ তিনি দুর্দান্ত বোলিং করতে থাকেন। তিনি তার তৃতীয় বলে পাথুম কে আউট করেন।এল বি ডাবলিউ এর মাধ্যমে তারপর ক্রিজে আসেন শ্রীলংকার ক্যাপ্টেন কুশাল মেন্ডিস। ১.৩ ওভারে এ দলীয় রান ১-১।

Screenshot_2024-03-19-11-12-17-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Source
তারপর ফার্নান্ডো ক্রিজে এসে বেশী টিকতে পারেন নাই।তাসকিন আমাদের দ্বিতীয় ওভারে তিনি তিনি কট আউট হয়ে যান।ব্যক্তিগত ৪(৬) রানে। দলীয় রান ১৫-২। তারপর ক্রিজে নামেন সামারাওইকরামা তিনি দেখে শুনে খেলেতে থাকে।তারপর ১০ ওভার পর্যন্ত আর কোন উইকেটে পতন ঘটে নাই, তারা দুজন দেখে শুনে ফেলতে থাকেন ।দলীয় রান ২৫-২ ওভার (৬.৩)। পাওয়ার প্লে তে রান তোলেন ১০ ওভার-৩৯।। তারপর তারা দুজন দুর্দান্ত খেলতে থাকেন সিঙ্গেল নিয়ে। প্রথমে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলল তারপর আস্তে আস্তে তারা ম্যাচ থেকে ছিটকে যাচ্ছিল।উপরদিকে আমাদের আস্থা মোস্তাফিজুর রহমান বোলিংয়ে আসেন।আবারও বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন।তার বলে কট হয়ে সামারা ব্যক্তিগত ১৪(১৫) রানে আউট হয়ে যান।দলীয় রান ৪১-৩ ওভার (১০.২)।তারপর ক্রিজে নামেন আসলাংকা । সে ও কুশাল মেন্ডিস দুর্দান্ত খেলতে থাকে। প্রতিরোধ গড়ে তুলতে পারেছিলো না বাংলাদেশ। তারপর ভরসা আস্থা রেখেছেন। লেগস্পিনার বাংলাদেশের রিশাদ হোসাইন।তার প্রথম বলে কুশাল মেন্ডিস ব্যক্তিগত ২৯(৫১) রানে আউট হয়ে যান। দলীয় রান ৭৪-৪ ওভার (১৭.১)।তারপর ক্রিজে নামেম যানিথ লিয়াংগে তারা দেখেশুনে খেলতে থাকেন।

Screenshot_2024-03-19-11-21-30-47_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Source

আপনারা সকলেই দেখতে পারতেছেন তারা ব্যাট করতেছে। তারা আর প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই তারপর বোলিংয়ে আসেন রিশাদ। সে কিছু না করতে পারলেও মেহেদী মিরাজ উইকেট তুলে নেন। আস্লাংকা ১১৭-৫ রানে আউট হয়ে যান ব্যক্তিগত ৩৭(৪৬) রানে। তারপর মিরাজ শেষ করে দেন হাসারাংগা কে তিনি ব্যক্তিগত ১১(৮) রান করেন।ওভার (৩৩.৫) ওভার ১৫০-৬ রান করেন।লিয়াংগে
ব্যক্তিগত ৩৯(৫৩) রানে অপারাজিত থাকেন।এক প্রান্ত আগলে রাখেন তিনি একাই।

Screenshot_2024-03-19-11-27-01-24_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source
তারপর তারা লাস্টের দিকে একটু প্রতিরোধ গড়ে তোলেন। একে একে নিয়ে সেঞ্চুরির দূর প্রান্তে চলে যান। মাহিশ থিকসিনা (৪৭.১) ওভারে ২১৪-৮ আউট হয়ে যান ব্যক্তিগত ১৫(৪০) রানে।তারপর এক প্রান্ত থেকে তিনি একা আগলে রাখেন। দলীয় রান ২২৪-৮ ওভার (৪৮.৫)। তিনি ৯২(৯৮) রান অপরাজিত থাকেন।

Screenshot_2024-03-19-11-30-35-17_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অবশেষে তিনি নিজের সেঞ্চুরি করে ফেলেন। একা আগলে রাখেন শ্রীলংকা টিমটাকে।তার সেঞ্চুরি কারনেই সুন্দর একটা রান স্কোরবোর্ডে যুক্ত হয়েছে।অবশেষে তারা ২৩৫ রানে অল আউট হয়ে যায়।

বাংলাদেশের বোলিং সমীকরণ

Screenshot_2024-03-19-11-32-21-28_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Screenshot_2024-03-19-11-33-47-22_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

বাংলাদেশের ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন এসেছে । ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ইনজুরি হওয়ার কারণে কনকাশন বদলি তানজিম তামিম নামেন ও এনামুল হক নেমে পড়েন এবং উপর দিকে শ্রীলংকা ওপেনিং বোলার থিকসিনা।ফাস্ট বলেই, দেখেশুনে খেলতে থাকেন গত ম্যাচের তামিম। তার লাক টা বেশ ভালো স্কোয়াডে না থেকেও আজকে সে ব্যাটিং করতে পারতেছে এবং সে বেশ দারুন খেলতেছে।১ ওভার ১-০।দুজনা দেখে শুনে খেলতে থাকেন।

Screenshot_2024-03-19-11-35-37-28_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর তামিম বেশ দারুন শুরু পাই। উপর দিকে এনামুল হক বেশ ভুগতে থাকেন প্রথম থেকেই। তারা দুর্দান্ত দেখে শুনে খেলতে থাকেন উইকেটের পতনও হচ্ছিল না।তামিম অনেকদিন পরে এসে দুর্দান্ত খেলতে থাকেন তিনি অনেক ভালো খেলছিল।তামিমের খেলা দেখতে বিশেষ করে বেশি ভালো লাগছিলো।দলীয় রান ৭ ওভারে ৪৩-০ রান।তামিম ব্যক্তিগত ৩৭(২৬) ও এনামুল হক ৬(১৬) রানে অপরাজিত থাকেন।প্রথমে বেশ ভালোই শুরুটা পেয়েছিল।কিন্তু লাস্টের দিকে ধরে রাখতে পারে নাই। পাওয়ার প্লে তে বাংলাদেশ রান তোলেন ১০ ওভারে ৫৬।

Screenshot_2024-03-19-11-39-19-11_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

তারপর এনামুল হক দেখে শুনে খেলতে থাকেন কিন্তু তিনি আউট হয়ে যান । ব্যক্তিগত ১২(২২) রানে।দলীয় রান ছিল ৫০-১-ওভার (৮.২)। তারপর আবার কোন উইকেটের পতন ঘটে । নাজমুল হোসেন শান্ত তিনি দেখে শুনে খেলতে থাকেন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেন নাই।তিনি (১০.২) ওভারে ১(৫) রানে আউট হয়ে যান কুমারার বলে ও ক্রিজে নামেন তাওহীদ হৃদয়। গত ম্যাচে ৯৬ রানে অপরাজিত ছিল। তিনি হান্ডেট করতে পারেন নাই।আজকে আশা ছিল ভালো খেলবে কিন্তু সে চাপে পড়ে ভালো খেলতে পারে নাই।

Screenshot_2024-03-19-11-43-03-28_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অতঃপর তিনি আউট হয়ে যান ব্যক্তিগত ২২(৩৬) রানে। কোন বাউন্ডারি হাঁকাতে পারেননি। দলীয় রান ১০৫-৩ ওভার(২১.৪)। তারপর মাহমুদুল্লাহ টিকতে পারেন নাই। তিনি১(৪) রানে আউট হয়ে যান কুমারার বলে দলীয় রান ১১৩-৪ ওভার(২৩.১)তারপর পর পর উইকেটের পতন ঘটতে থাকে। বাংলাদেশের জন্য বেশ খারাপ কিছু সামনে আসে।

Screenshot_2024-03-19-11-46-13-17_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source

সৌম্য সরকারের বদলে নেমে এসে দুর্দান্ত নক খেলেছে।তিনি ৮৪(৮১)রানে আউট হয়ে যান।দলীয় রান ছিল ১৩০-৫ ওভার (২৫.৫)। তখন ক্রিজে নামেন মুশফিকুর রহিম ও মিরাজ। তারপর আর কোন ভালো ব্যাটসম্যান ছিল না। ভয় লাগছিল হেরে যাবে বাংলাদেশ।

Screenshot_2024-03-19-11-48-32-39_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
তারপর ৩৬ ওভারে তারা দুজন বেশ সুন্দরভাবে খেলতে থাকছিল। জয়ের দারপ্রান্তে পৌঁছে যাচ্ছিলাম। তখন ৮৪ বলে ৫৮ রান দরকার ছিল বাংলাদেশের। ১৭৮-৫ রান ওভার (৩৬) ওভার। মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৬(২৯) কে প্রতি ম্যাচে দুর্দান্ত খেলতে থাকে মিস্টার ডিফেন্ডেবল। উপরপক্ষে মেহেদী হাসান মিরাজ ২৫(৩৯) দেখে শুনে খেলতে থাকে।তারপর যখন আউট হয়ে যায় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যাবে। মিরাজ ২৫(৪০) রানে আউট হয় যান হাসারাঙ্গা বলে। ১৭৮-৬ ওভার (৩৬.১)।তারপর আর কোন উইকেটের পতন ঘটে নাই। রিশাদ হোসেন একাই ম্যাচটা জিতিয়ে দেন। রিশাদ হোসেন হাসারাঙ্গা প্রথম ওভারে ১৬ ও ২৪ রান নেন।সবাই অবাক হয়ে গেছিলো🫣🫣🫣।

Screenshot_2024-03-19-11-52-55-68_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source
তার হিটিং জোন বেশ সুন্দর।হার্ড হিটার করতে পারে। তার খেলা দেখা মানে চোখের শান্তি। ২১৫-৬ রান ওভার (৩৯.১)।মুশফিকুর রহিম ৩৩(৩৪) দেখে শুনে খেলতে থাকেন কিন্তু রিশাদ পাগল হয়ে যান তিনি ৬ আর ৪ মারেন।তিনি ব্যক্তিগত ৩০(১৩) রানে অপারাজিত থাকেন।

Screenshot_2024-03-19-11-55-16-91_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source
অবশেষে বাংলাদেশ জয়ের দেখা পেয়ে যায়।রিশাদ ৪৮(১৮) রান করেন।অবশেষে বাংলাদেশ জয়ের দেখা পেয়ে যায়।

বাংলাদেশ ৪ উইকেটে জয়লাভ করেন।

Screenshot_2024-03-19-11-55-42-06_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source
Screenshot_2024-03-19-11-55-31-71_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source

  • ম্যান অফ দি ম্যাচ:রিশাদ হোসাইন।
  • সিরিজ সেরা:নাজমুল হোসাইন শান্ত।
  • সিরিজ বাংলাদেশ (২-১)

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে বাংলাদেশ এবং শ্রীলংকার তৃতীয় ওয়ানডে খেলার রিভিউ তুলে ধরেছেন আপনার এই রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। সত্যি বলতে বাংলাদেশ শেষের দিকে গিয়ে যে এরকম সুন্দর খেলা উপহার দেবে সেটা ভাবতেই পারিনি। আর রিশাদের ব্যাটিং দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি প্রথমে ভেবেছিলাম হয়তোবা ক্রিস গেইল নেমেছে হাহাহা। যাইহোক অভিনন্দন প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 
 5 months ago 

দুইটি ওভারে রিশাদ যেভাবে খেলেছে সেখানেই ম্যাচের বিশাল জয়ের ধারা অব্যাহত রেখে ম্যাচটি শেষ করেছে। সত্যি তার খেলা দেখে আমি শুধু মুগ্ধ হয়েছি। কোন প্রেসার না নিয়ে দুই ওভারের মধ্যে খেলাটি শেষ করে দিল । গ্যালারির পুরোদর্শক সেই দুই ওভারের মধ্যে যতটা ইনজয় করেছে সারা ম্যাচে তেমন এনজয় করেনি। আসলেই অনেক বড় একটি জয়।

Posted using SteemPro Mobile

 5 months ago 

দুই ওভারেই খেলা শেষ দিয়েছে। লাস্টের এই ওভারগুলো ইনজয় করেছি। বাকি ওভারে তেমন একটা উত্তেজনা ছড়ায় নাই। আপনি বেশ সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 5 months ago 

অসাধারণ এক ক্রিকেট ম্যাচ আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার রিভিউ পড়া মাত্র আরো ভালো লাগলো এবং দেশের প্লেয়ারদের প্রতি শ্রদ্ধাবোধ জেগে উঠলো। খুব চমৎকার ভাবে আপনি রিভিউ করেছেন খেলার বিষয়টা। আশা করব এভাবেই জয়ী হবে আমাদের দেশ। আর দর্শকদের মুখ উজ্জ্বল করবে সব সময়।

 5 months ago 

আমার রিভিউ পড়ে আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম। দেশের প্রতি একটা আলাদা আবেগ কাজ করে। যত কাজে থাকুক না কেন, দিনশেষে খেলা দেখতেই যেন চোখ চলে যায়। আপনি বেশ সুন্দর মন্তব্য করেছেন।

 5 months ago (edited)

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়ের বিষয়টি আরেকজনের পোষ্টে দেখতে পেলাম। আসলে খেলা দেখার তেমন একটা সুযোগ হয়ে ওঠেনা, তাই দেখাও হয় না। তবে আমার বাংলা ব্লগের স্পোর্টস পোস্ট গুলো দেখে খেলার বিষয়বস্তুগুলো জানতে পারি। যাইহোক সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 5 months ago 

জি ভাইয়া, আমার বাংলা ব্লগের স্পোর্টস এর মাধ্যমে জানতে পারি অনেক খবর গুলি। ধন্যবাদ ভাইয়া সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 5 months ago 

রেকর্ড পরিমান অঘটন ঘটেছে এই ম্যাচে আমার মনে হয় না এর আগে একটি ম্যাচে এত অঘটন ঘটেছে কোথাও।
আপনি অনেক সুন্দর ভাবে ম্যাচটি রিভিউ করেছেন দেখে খুবই ভালো লাগলো।
সত্যি ভাই শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের এমন জয় খুব ভালো সেলিব্রেশন করেছি আমরাও সবাই মিলে।

 5 months ago 

ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়েছিল ভাই। মোসাদ্দেক হোসাইন ২৩ বলে ৫২ করেছিল। আমরা সেই ম্যাচটাও ভাবেনি তারা জিততে পারবে। সুন্দর মন্তব্য করেছেন ভাই।

 5 months ago 

বাংলাদেশ কালকের খেলাতে যেভাবে জয়লাভ করলো সেটা আমি কোন ভাবে কল্পনা করতে পেরেছিলাম না। বিশেষ করে রিসাদ এর ইনিংস টা আমার কল্পনার বাইরে ছিল। খারাপ লেগেছিল যে সে হাফ সেঞ্চুরি করার মতো সুযোগ পেল না।

 5 months ago 

আমিও কল্পনা করি নাই। তারা জয়লাভ করতে পারবে। লাস্টের দিকে ৫২ রান প্রয়োজন ছিল।একটা উইকেট পড়লেই হেরে যেত। তারা জিতেছে তার জন্য অভিনন্দন! মুশফিক চেষ্টা করেছিল কিন্তু চার হয়ে গেছে।ধন্যবাদ মন্তব্যের জন্য।

Doller buy sell call 01700817832 doller kinbo 100%

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.031
BTC 60795.60
ETH 2627.31
USDT 1.00
SBD 2.58