You are viewing a single comment's thread from:

RE: বাস্তব গল্প- বন্ধুত্ব কোনদিন হারায় না।।

in আমার বাংলা ব্লগlast year

ভালো যদি বন্ধুত্ব হয় ভাইয়া কোনদিনই হারায় না।সত্য কথা বলতে বর্তমানে বন্ধু মানেই স্বার্থ নিয়ে ব্যস্ত প্রতিটা মানুষ। বন্ধু নির্বাচন করতে হলে আমাদের যথেষ্ট সচেতন ভাবে বন্ধু নির্বাচন করতে হবে। বন্ধু কিন্তু জীবনের একটা অংশ হয়ে যায় কিন্তু এই বন্ধুই ভালো পথে নিতে পারে আবার এই বন্ধুই খারাপ পথে নিয়ে যেতে পারে। অলিমিয়ার দেশ প্রেম দেখে আমি মুগ্ধ।আসলেই আগেকার মানুষ নিজের দেশ ছেড়ে যেতে চায় না। এখানেই মৃত্যুবরণ করতে চাই। তাদের মধ্যে যথেষ্ট দেশপ্রেম ছিল। মেয়ে ছেলে বেশ ভালোই খোঁজ নিচ্ছিল বাবার। অলি মিয়া ও মতিন মিয়ার বন্ধুত্ব দেখে আমি মুগ্ধ। আসলে এমন বন্ধু খুব কমই দেখা যায় এবং তারা খেয়ে না খেয়ে দুজন নিজের পড়াশুনা চালিয়ে যেতে লাগল এবং দিনের বেলা ক্লাশ করেও সন্ধ্যায় দুইজন ঢাকার ফুটপাতে বিভিন্ন জিনিস বিক্রি করে নিজের জীবন চালাতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কম কথা নয়। খুবই খারাপ লাগতেছে যে মতিন মিয়া যদি অলিমিয়াকে নিয়ে আসতো তাহলে এই মুহূর্তে তাকে দেখা লাগতো না। পাকিস্তানি হানাদার বাহিনীরা সকলকে মেরে ফেলেছে।লাশগুলো পড়ে আছে আমার পোস্টটা পড়েই যেন মনটা কষ্টে ভেঙে পড়ল। লাস্টের টুক পড়ে যেন আমি থমকে গেলাম। অলি মিয়া বেঁচে গেলও মতিন মিয়াকে আর বাঁচানো গেল না। খুবই খারাপ লাগতেছে। কিন্তু দুই বন্ধুর যে ভালোবাসা তার কবরের পাশে তার কবরের জায়গা রেখে দেওয়া আছ। আমি ভালোবাসা দেখে মুগ্ধ। আর এজন্যই এই গ্রাম থেকে কোথাও যেতে চায় না তাদের ভালোবাসা ও দেশপ্রেম দেখে আমি মুগ্ধ।

Sort:  
 11 months ago 

জী ভাইয়া তাদের বন্ধুত্বের কথা শুনে আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 92446.68
ETH 3289.43
USDT 1.00
SBD 2.88