You are viewing a single comment's thread from:

RE: প্রসূতি মায়ের মৃত্যু

in আমার বাংলা ব্লগ10 months ago

প্রতিনিয়ত আপনার লেখা গুলি পড়ার জন্য অপেক্ষা করে থাকি। আজকেও আপনি আমাদের মাঝে কিছু কথা নিয়ে এসেছেন। আমি তো হসপিটালে গিয়েছিলাম আমার আম্মুকে নিয়ে সেখানে এতটাই দালাল। বলে বোঝাবার নয়।ডাক্তারদের থেকে মনে হয় তাদের ইনকাম ই বেশি। ওখানে আমি একটা জিনিস বুঝি না সরকারি হাসপাতাল কি জন্য তৈরি করেছে? সাধারণ মানুষের সেবার জন্য তাহলে কেন বাইরে কেন এত ক্লিনিকে ঘোরাঘুরি করতে হয়?সরকার কিন্তু ঠিকই অনেক টাকা পয়সা দিচ্ছে কিন্তু মানুষ এটার অপব্যবহার করতেছে।ঠিক কথা বলেছেন মানুষ এখন সেবা না। এটা ব্যবসার কারখানা বানিয়ে ফেলেছে। এটা খুব খারাপ লাগে এখন বেশির ভাগ ডাক্তারি মানুষের সেবা না। নিজের ব্যবসা দিকে নজর দেয়। সে যদি না পারে তাহলে তাকে কেন ধরে রাখবে। একটা জীবনের দাম সে ডাক্তার কি দিতে পারবে?কখনোই না। তাদের কাছে টাকাটাই মুখ্য। আমাদের এখানেও অনেক দেখেছি যারা সরকারি চাকরি ছেড়ে এরকম ক্লিনিক চালাচ্ছে। কারণ সরকারি চাকরি থেকে এখানে ব্যবসা করাটা একটু বেশিই যাবে মানুষের জীবন নিয়ে।কিছু একটা হলেই রিপোর্ট করতে একটা মানুষের ১২০০/১৩০০ টাকা চলে যায়। আরো বাকি সবকিছু তো বাদই দিলাম। জি ভাই মানুষ মেরে ফেলার অধিকার তার নাই। আপনার যদি সময় না থাকে তাহলে আপনি তাকে ছেড়ে দিন। আমাদের আশপাশে এরকম অনেক মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। খুবই খারাপ লাগতেছে যে একটা জীবনের দাম ১.৫ লাখ টাকা। হায়রে মানুষ। দুনিয়াটা কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমন অনেক ক্লিনিক আছে কোন ভালো ডাক্তারি নাই কিন্তু ব্যবসা করার জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করতেছে তারা। তাদের কোন অভিজ্ঞতাই নাই। আমরাও চাই এরকম গড়ে ওঠা ক্লিনিক গুলো বন্ধ করা হোক। মানুষ যেন সঠিকভাবে সেবা পায় এই কামনাই আমাদের। খুব খারাপ লাগলো বিষয়টি পড়ে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61875.77
ETH 2403.11
USDT 1.00
SBD 2.64