You are viewing a single comment's thread from:

RE: জীবন || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগlast year

জ্বী ভাইয়া ধনী পরিবার জন্মগ্রহণ করলে এক রকম জীবন যাত্রার মান হয় আর গরিব পরিবারে জন্মগ্রহণ করলে আরেক রকম জীবন যাত্রার মান হয়। শহর অঞ্চলে ভাইয়া ছিলাম আমি এক মাসে মতো।আমার অনেক মায়া লাগতো যে অনেক শিশু শুধুমাত্র একটু খাবারে জন্য কতই না কষ্ট করতেছে হাত পেতে। গ্রাম অঞ্চলে এটা খুব কম দেখা যায় কিন্তু ঢাকা শহর অঞ্চলে এটা প্রচুর দেখা যায়।আমরা রেস্টুরেন্টে ভাইয়া অনেক খাবার অর্ডার করি এবং সেগুলো নষ্ট করি আমাদের উচিত হবে সেই খাবারগুলো যে কোন পথ শিশুদের মাঝে বিলিয়ে দেওয়া।ইউরোপের এই ভিডিওটি আমিও দেখেছিলাম ভাইয়া নির্দিষ্ট একটা স্থানে রেখে দেয়া হয়। যারা ক্ষুধার্ত সে অংশ থেকে খাবারগুলো সংগ্রহ করে তারা খায়।রাতভর এই দৃশ্যগুলি খুবই দেখা যায় ভাইয়া। খুবই মায়া কাজ করে এবং কষ্ট লাগে দৃশ্যগুলি দেখলে। আমাদের ম্যাচে একটা ছেলেকে আনছিল এবং তাকে আমরা অনেক টাকা দিয়েছিলাম যে সে যেন আর খারাপ কিছু না খায় কিন্তু একটু পরেই দেখছি সেই ছেলেটি বসে আঠা খাচ্ছে এবং খুবই খারাপ লাগছিল। আসলে তাদের যতই চেষ্টা করিনা কেন তারা এই পথ থেকে বের হতে পারে না। অনেক সুন্দর কিছু বাস্তবতা তুলে ধরেছেন ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.18
JST 0.032
BTC 92446.68
ETH 3289.43
USDT 1.00
SBD 2.88