You are viewing a single comment's thread from:

RE: প্রকৃতির কন্যা সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর ভ্রমন।

in আমার বাংলা ব্লগ9 months ago

আমিও ভাইয়া বেশ কিছুদিন আগেই সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ করেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল জায়গাটি। কিন্তু ভাইয়া সব থেকে ভোগান্তিতে পড়েছিলাম নৌকার টিকিট পাওয়ার জন্য। নৌকার টিকিটের জন্য অনেকক্ষণ বসে ছিলাম তারপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম বালুর মধ্য দিয়ে। ২০ থেকে ৩০ মিনিট হেঁটে গেলাম। কিন্তু পথ যেন শেষ হয়ই না। তারপর সামনে বিজীবি রা অনেক ঝামেলা করছিল। যেতে দিচ্ছিলো না তাও আমরা সাহস নিয়ে মামা ভাগ্নে দুজন চলে গেলাম সামনের দিকে। তারপর অবশেষে পৌঁছাতে পারলাম সাদা পাথর। আমিও এই পর্ব খুব শীঘ্রই আপনাদের মাঝে তুলে ধরবো। সব থেকে ভালো লাগছিল পাহাড়ের সৌন্দর্যর সাথে ধলাই নদীর পানির অপরূপ সৌন্দর্য এত মনোমুগ্ধকর লাগছিল। আমরা যখন আসছিলাম সিএনজিতে করে পাহাড়গুলি চোখের সামনে ভেসে আসছিল দেখেই মনটা জুড়ায় যাচ্ছিল। আপনারা দেখছি ৮০০ টাকার নৌকার টিকিট ৫০০ টাকায় ঠিক করতে সক্ষম হয়েছেন।যাক বেশি ভালো ৩০০ টাকা বেঁচে গেল।ওখানকার মুহূর্তগুলো এখন ভেসে উঠল। আপনার পোস্টটি দেখে আমার ভীষণ ভাল লাগলো। যদি বারবার যেতে পারতাম মনটা ভরে যেত ।

Sort:  
 9 months ago 

এখানে নৌকা টিকিটের জন্য প্রচুর ভিড় থাকে তো সেজন্য সিরিয়াল পাওয়াটা দুষ্কর। আসলে ধলাই নদীর সৌন্দর্য অপরূপ ছিল। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57428.63
ETH 2425.69
USDT 1.00
SBD 2.34