You are viewing a single comment's thread from:

RE: বিকৃত সমাজ।

in আমার বাংলা ব্লগ8 months ago

জি ভাইয়া আদিম যুগে মানুষ গুহায় বসবাস করতো তারপর থেকে সমাজবদ্ধ হয়ে মানুষ সমাজে বসবাস করতেছে। এজন্যই মানুষকে সামাজিক জীব বলা হয়। আমাদের প্রত্যেকেরই একটা সমাজে বাস করতে হলে নিজের মতো করে চললে হবে না। সমাজের নিয়ম কারণ মেনেই চলতে হবে আপনি ঠিক বলেছেন। প্রতিটা সমাজে ভালো ও খারাপ দুই ধরনের মানুষ আছে। সমাজের মানুষের উচিত একে অপরকে সাহায্য করা। একে অপরের বিপদে আসে। কারণ প্রতিবেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একসাথে বসবাস করতে গেলে। জি ভাইয়া ঠিক কথা বলেছেন। আমরা প্রতিনিয়ত সমাজ থেকে দূরে সরে যাচ্ছি এবং সমাজকে দোষারোপ করছি কিন্তু আমরা যদি সবাই একসাথে সবকিছু মিলেমিশে থাকতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর। আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের সাথে মিল নেই। একেক জন নিজের দাম নিয়ে বেঁচে থাকে । অন্যের কাছে নত হয় না। সত্যি কথা বলতেই সমাজটা ধীরে ধীরে বিকৃতির পথে চলে যাচ্ছে। কিন্তু সমাজের মানুষগুলো একে অন্যের সমালোচনা করে বেড়ায় এটাই সবথেকে খারাপ লাগে আমার। আমাদের সকলেরই উচিত হবে একে অন্যকে উৎসাহিত করা। ভালো কাজের উপদেশ দেওয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64074.25
ETH 3195.10
USDT 1.00
SBD 2.62