RE: সময় জীবনে সবথেকে বড় শিক্ষা ।
জ্বী ভাইয়া প্রকৃতি চলবে প্রকৃতির নিয়ম এবং আমাদেরকে আমাদের নিজেদের নিয়মে চালাতে হবে। জীবন অনেক কঠিন ভাইয়া। কখনো ধৈর্য ধরে কাটাতে হয়। কখনো হেসে খেলে কাটাতে হয়। খারাপ সময় গুলো কিন্তু কেটে যাবে কিন্তু আমাদের ধৈর্য ধরাটা অনেক কষ্টকর হয়ে যায়। আমাদের জীবনে ঘটে থাকা অতীতগুলোকে নিয়ে পড়ে থাকি বলেই আমরা সামনের জীবন এগোতে পারে না। প্রতিটা জিনিসের পরিবর্তন হয় তাই আমাদের অপেক্ষা করা উচিত। একটা গল্প দেখলাম কোন এক জায়গায় আত্মহত্যা নিয়ে। গাড়ির ট্রেন যদি আমরা মিস করি আমরা কিন্তু সাথে সাথে মরে যায় না। আমরা পরের ট্রেনের জন্য অপেক্ষা করি। তেমনিভাবে জীবন থেকে কোন মানুষ হারিয়ে গেলে আমাদের ধৈর্য ধরতে হবে একটা সময় ঠিকই ভালো সময় আসবে। আমরা সময়ে ধৈর্য ধরতে পারিনা বলে জীবনে কিছুই করতে পারিনা। একটা সময়ের পর কিন্তু খারাপ সময় ঠিকই কেটে যায়। সময়ের ভুল সিদ্ধান্তের কারণে জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে যে কোন সময়। তাই আমাদের বুঝেশুনে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিটা জিনিসকে হালকাভাবে নেওয়াই ভালো ভাইয়া।আপনি ঠিক বলেছেন অনেক সুন্দর কিছু উপদেশ আমাদের মাঝে দিয়েছেন। পরিশেষে সময় আমাদের জীবনের সবথেকে বড় একটি শিক্ষা বহন করে। আপনার কথার সাথে আমি একমত।