You are viewing a single comment's thread from:

RE: দীর্ঘদিন পর বাজার করার অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

আমিও অনেকদিন হলো বাজার করি নাই কিন্তু বাজার করতে ভীষণ ভালো লাগে। বাজারে যে টাকাটা বেঁচে যায় সেটা দিয়ে আমি বড়া চপ খেয়ে থাকি 😅😅😅।আপনি বাজারে খেজুরের গুড় ও জলপাই কেনার জন্য গিয়েছিলেন তারপর আপনি দারুন ফটোগ্রাফি তুলে ধরেছেন পালংশাকের। পালংশাক আমাদেরও লাগিয়েছে অনেক মাঠে।বর্তমানে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ হিমশিম খাচ্ছে একটা জিনিস কিনতেই পারতেছে না।এমন একটা সময় আসবে যে সবজি কেনাই আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। এখন যা পরিস্থিতি তাও একটু কেনা যাচ্ছে। এই খেজুরের গুড়গুলি খেতে ভীষণ ভালো লাগে। এখন তো শীতকাল চলে এসেছে। বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতে এই গুড়গুলি লাগে। আপনার ছবিগুলো অস্পষ্ট ছিল। আপনি মনে হয় মানুষের চোখে ফাঁকি দিয়ে ছবিগুলো তুলেছিলেন 😅😅😅আমিও বাজারে গেলে এমন ভাবে পিকচার তুলি।মানুষকে বুঝতে দিয় না 😅।আপনি জলপাই কেনার জন্য গেলেন এবং জলপাইয়ের আঁচার খেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে ।কচুর লতি খাওয়ায় চেয়ে পরিষ্কার করা অনেক কষ্ট আপু। ভালো কিছু খেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।হুম আপু দৈনন্দিন জীবনে যেগুলি লাগে। দাম যতই হোক কিনতে হবে। অনেক সুন্দর করে আপনি বাজারের মুহূর্তটি আমাদের মাঝে তুলে ধরেছেন

Sort:  
 last year 

আসলে ভাইয়া বর্তমান বাজার করতে গেলে টাকা তো থাকেই না, আর তো বড়া চপ কিভাবে খাব। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.039
BTC 90343.33
ETH 3214.39
USDT 1.00
SBD 2.84