You are viewing a single comment's thread from:

RE: চোরের উপদ্রব

in আমার বাংলা ব্লগ10 months ago

জি আপু আমাদের সকলেরই ভালো লাগবে। আপনার প্রতিটা পোস্ট আমাদের ভালো লাগে। কয়েকটা শিক্ষনীয় ও কয়েকটা মজার। জি সময় বাঁচাতে জেনারেল রাইটিং পোস্ট করায় পছন্দের একটি কাজ কারণ চোখের সামনে যেগুলো ভাঁসে সেগুলি লেখা যায় । আমাদের এই ধারে আছে কিন্তু এতটা নেই কিন্তু যদি অ্যাটাক করে তাহলে একবারে ৩-৪ লাখ টাকা ও সোনা গহনা সবকিছু নিয়ে যায়। ব্যাচেলার পয়েন্ট নাটকে দেখা যায় শিমুল বারান্দায় থেকে কাপড় চুরি করতেছে 😅।এরকম বাস্তবে হচ্ছে। ভালো যে আঙ্কেল টের পেয়েছে না হলে তো সব নিয়ে যেত । মানুষের মন-মানসিকতা দিন দিন নিচু হয়ে যাচ্ছে।কি একটা অবস্থা করতেছে। সকল কিছু কেটে একদম নষ্ট করে ফেলতেছে। দশটা হাজার টাকা কম নাকি। আসলে মানুষ চুরি কেন করে বুঝি না🙂 একটা মানুষ যদি ভালোভাবে দিনমজুর করে খায় তাহলেই তো দিন চলে যায়। জি আপু আপনারা তো দেখছি খুবই ক্লান্ত এবং চোর গুলোকে ধরার জন্য আপনাদের ফাঁদ পেতে বসে থাকতে হবে কয়েকটা দিন।আপু একটা কাজ করতে পারেন মোটরসাইকেলে হাত দিলে যেমন শব্দ হয়ে ওঠে তেমনি এসিতে এমন সিস্টেম করতে হবে যেন হাত দিলে শব্দ হয়ে ওঠে 🙂🙂🙂

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 53955.17
ETH 2265.61
USDT 1.00
SBD 2.34