আসলেই ভাইয়া বাস্তবতা এমনই।প্রতিনিয়ত মানুষের জীবনে পরিবর্তন এসেই চলতেছে । সে তার জায়গায় রয়েছে কিন্তু আপনার চেম্বারটা আর নেই। আমাদের শায়ান বাবা যে চুল কাটতেছে। জি ভাইয়া এটা খুব ভালো লাগে মানুষ হয়ে মানুষের ভেতরে দূরত্ব রাখা খুব একটা আমিও পছন্দ করিনা।যাক মাঝে মাঝেই সময় সুযোগ পেলেই আপনি তার সাথে গল্প করেন। এটা খুব ভালো লাগলো এবং সুন্দর মুহূর্ত কাটে আপনার সাথে ।আসলে মানুষের মন মানসিকতা যদি সুন্দর হয় তাহলে প্রতিটা মানুষই তার সুনাম করতে বাধ্য এবং ওই ব্যক্তিটির অনেকে সুনাম ও মন মানসিকতা ভালো বলেই তো মানুষজন ওনার কাছে যায়।আপনাকে ভালো আছি বন্ধু বলল। সত্যিই আপনাদের মধ্যে অনেক সুন্দর বন্ডিং । আপনি অনেক সুন্দর মন মানসিকতা একজন মানুষ আমি বিশ্বাস করি। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলেন এবং যত্ন সহকারে আপনারা সকলে মিলে চুল কাটলেন তার কাছে বেশ ভালো লাগলো আমার। পেশা যাই হোক না কেন এটা কোন ব্যাপার না ভাইয়া ও আপনার বন্ধু এটাই প্রথম ও শেষ পরিচয়। এই কথাটি আমার কাছে ভীষণ ভালো লাগলো।
এটা সত্য সেদিনের সময় টা আমার আর নরেশের বেশ ভালই কেটেছিল।