ঠিক বলেছেন আপু বাড়লে বয়স বন্ধু হারিয়ে যায়। একটা সময় কত বন্ধু ছিল। আজকে আমি চাকরি পেয়েছি ছোটখাটো একটা আজকে কারো সাথে কোন দেখা বা কোন কথা কিছুই হয় না।এখন সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। পরিবার নিয়ে চিন্তা ভাবনা করতে হয় এখন। জি আপু মানুষ যত বড় হতে থাকে তার বন্ধু হারাতে থাকে কারণ প্রতিটা মানুষ নিজ নিজ কর্মজীবন ও নিজ নিজ অবস্থান সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। একটা জিনিস এখনকার বন্ধুত্ব মানেই স্বার্থ। একটা জিনিস হচ্ছে আমাকে অনেকদিন পর বলে কেমন আছো তারপর বলে যে বিকাশে টাকা হবে এটাই হচ্ছে মানুষের স্বার্থ। যারা অনেকদিন পর খোঁজখবর নেই।বুঝেতে আর বাকি থাকে না সাহায্যের প্রয়োজন। আমি এসব মানুষ থেকে দূরে সরে যায়।
আপু প্রতিটা মানুষ যখন দায়িত্ববান হয় আর সেই সময় তাদের পরিবার সংসার সন্তান ছেলে-মেয়ে এসব নিয়েই ব্যস্ত থাকে। তাদের নিজ নিজ কর্মজীবনে স্ট্রাগল করতে থাকে আর বন্ধুদের সাথে তেমন দেখা হয় না আর খোঁজ খবর নেয়া যায় না। বয়সের সাথে সাথে মানুষের বন্ধুগুলো হারিয়ে যায়। হঠাৎ একদিন দেখা হয় এই কথা এই শেষ। 🥲
বিকাশের ব্যাপারটা আমিও বেশ ভালো রিলেট করতে পারি, ভালো বলেছেন কিন্তু এটা।