You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং||অন্যের উপর নির্ভরশীল থাকা মানুষেরা বাস্তবতা বুঝে না।

in আমার বাংলা ব্লগlast year

আপু এখনকার মানুষ অন্যের উপর নির্ভরশীল বেশি করে। একটা সময় পর অন্যের উপর নির্ভরশীল হতে হতে তারা কখনোই আর কোন কিছু করতে পারে না। একটা সময় অলস হয়ে যায়। অল্পতে সন্তুষ্ট ব্যক্তি হয়তো সবকিছু থেকে বঞ্চিত হয় কিন্তু তাদের মধ্যে প্রশান্ত থাকে। তারা যেটুকুই অর্জন করে সেটার মধ্যেই প্রশান্তি।দুনিয়ার মানুষ যতদিন বাঁঁচবে তাদের চাহিদা বাড়তেই থাকবে । আপু আমি নিজেও নিজের ভালো না বুঝে মানুষকে সাহায্য করে দেখেছি। মানুষ কখনোই সেটা মনে রাখে না উল্টে একদিন দিতে না পারলে বলবে। যে তুই আমাকে কি দিয়েছিস। মানুষ বড়ই স্বার্থপর আপু। যারা নিঃস্বার্থ বোঝে তারা কখনোই অন্যের কথা চিন্তা করে না। নিজের স্বার্থ পূরণ হয়ে গেলেই তাদের শান্তি। ঠিক বলেছেন অন্যের উপর নির্ভরশীল হলে তারা বোঝে না। কষ্ট কি জিনিস। তারা সবসময় সেটা সহজেই পেয়ে যায় বলে তারা বুঝতেই পারে না কষ্টটা। মানুষের চাহিদার শেষ নাই।যার যত আয় তার তত লাগে আপু। এখনকার দুনিয়ায়। প্রয়োজন হতে পারে কিন্তু প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই বিলাসিতা আপু ঠিক। অনেক সুন্দর একটি বিষয় আলোচনা করেছেন

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35