You are viewing a single comment's thread from:

RE: শোক সংবাদ

in আমার বাংলা ব্লগlast year

ভাইয়া এই যুগে একটা মানুষের যত টাকা পয়সা থাকে না। আস্তে আস্তে দিনের পর দিন মানুষের চাহিদা বাড়তেই থাকে। কারো যদি মাসে ইনকাম এক লাখ হয়। সে আরো আশা করে তিন লাখ। প্রতিটা মানুষ ও পরকালের কথা ভুলে যায় টাকার পিছনে ছুটতে ছুটতে। টাকা আমাদের অমানুষ করে তোলে এটা সত্য কথা। টাকায় সুখ দেয় না ভাইয়া। যার যত টাকা তার তত টেনশন মেলা এবং লোকটা মারা গেল কিছুই নিয়ে যেতে পারলো না কিন্তু সে অনেক প্রভাবশালী সব সময় টাকার পিছনে ছুটতো। সে যদি একটু আমল করতো তাহলে আজকে মানুষটা মারা গেল। অনেক মানুষ বলতো যে না লোকটা ভালো ছিল। যাই হোক।মৃত্যুর পরে মানুষের কথাগুলোই সৃষ্টিকর্তা এগুলো কবুল করে নেন।একটা ভালো মানুষের জন্য মানুষের কাছে সার্টিফিকেটাই আসল। দিনশেষে ভাই আমাদের বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমরা কেউ এ দুনিয়ায় থাকতে আসি নাই এবং আমাদের অল্পতে সন্তুষ্ট থাকতে হবে।প্রতিটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং আমাদেরও চলে যেতে হবে তাই আমাদের টাকার প্রতি লোভ কমিয়ে দিয়ে নিজের আমলের প্রতি নজর দেয়া উচিত। অবশেষে লোকটাকে যেন আল্লাহ তায়ালা জান্নাতে বাসি করুক। আমিন

Sort:  
 last year 

একদম ঠিক বলেছেন ভাই, দিনশেষে আমরা কেউই এ দুনিয়ায় স্থায়ী নয়। একদিন এ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.033
BTC 88885.90
ETH 3279.02
USDT 1.00
SBD 2.99