You are viewing a single comment's thread from:

RE: আমি সুযোগ পেলেই বিদেশে পাড়ি জমাবো কেন।।

in আমার বাংলা ব্লগ10 months ago

আজকের পোস্টটি সম্পূর্ণ পড়ে দেখলাম ভাইয়া। নিম্ন আয়ের মানুষের কষ্টটা তুলে ধরেছেন আপনি। আপনি যদি প্রথমে বিদেশ চলে যেতেন ভাইয়া। তাহলে বাংলাদেশে আর এত কিছু ফেস করতে লাগতো না।মানুষ বলে না যে পড়াশোনা করে ভালো কিছু হবে কিন্তু এই বাংলাদেশে পড়াশোনা করে কিছুই সম্ভব না। টাকা যদি না থাকে ভাইয়। কোনভাবেই সম্ভব হয়ে ওঠে নাই প্রতিষ্ঠিত হবার। চাকরি করতে গেলে অভিজ্ঞতা লাগবে। এই লাগবে সেই লাগবে। ঢাকার এমন একটা পরিস্থিতি ভাইয়া। আমি একমাস ছিলাম তো আমিও কয়েকটা ওভার ব্রিজের নিচে দেখতে পারছিলাম। যে এতটা দরিদ্র এতটা অনাহারে নোংরা পরিবেশে মানুষ বাস করছে আবার এমনও লোক আছে দশ তালা ২০ তলায় এসি রুমে দিন কাটাচ্ছে আহারে মানুষ। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে দেশে কি ঘটতে যাচ্ছে কিছুই বলার নাই। দিনশেষে নিম্ন আয়ের মানুষগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কি খাবে। যারা বড়লোক তারা দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে আর যারা গরীব তারা দিন দিন গরীব হয়ে যাচ্ছে কথাটির সাথে আমি একমত। দেখা যাক কি একটা অবস্থা হয়। আজকে একটা পুলিশকে মেরে ফেলেছে। তাদেরে তো আমাদের মত পরিবার আছে। তারা কি দোষ করছে ? ভাই আমরা চাই সুষ্ঠুভাবে জীবন যাপন করতে আর এভাবে চলতে থাকলে ভাইয়া জীবন আসলে অনেক কঠিন হয়ে যাবে এবং আপনি পড়াশোনা করে বিদেশ যদি চলে দিতেন ভাই তাহলে আর বাংলাদেশের এসব ফেস করা লাগতো না এবং অবশ্যই যেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। বিদেশ যেতে পারেন দোয়া করি।

Sort:  
 10 months ago 

জী ভাইয়া বাংলাদেশের উন্নয়ন ফ্লাইওভারের উপরে আর নিচে আসল চেহেরা ভাসে। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59096.52
ETH 2516.65
USDT 1.00
SBD 2.46