You are viewing a single comment's thread from:

RE: আগুন্তুক

in আমার বাংলা ব্লগlast year

ভাইয়া দুনিয়াটা এমনই। স্বার্থ ছাড়া কেউ কারো আপন নয়। নিজের স্বার্থ হাসিল হয়ে গেলে। কাউকে ভাবারাও প্রয়োজন মনে করে না মানুষ। আসলেই রাত করে যদি কোন ভদ্রমহিলা গেটের সামনে আসে ভয় লাগে। কার উদ্দেশ্য কি থাকে জানা যায় না। কিন্তু সবকিছু জেনেশুনে তাকে যে আশ্রয় দিয়েছেন বেশী ভাল একটি উদ্যোগ ছিল আপনাদের। দিনশেষে একটা কথা কি? মা যত কষ্ট করে মানুষ করে। আমরা দিনশেষে তাকেই ভুলে যায়। আহারে মানুষ। একটা মা ৫ থেকে ৭ ছেলেকে মানুষ করতে পারে কিন্তু ৫ থেকে ৭ ছেলে একটা মাকে মানুষ করতে পারে না বৃদ্ধ বয়সে।এমন ছেলে জন্ম দিয়ে কি হবে🥺 যে ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর মাকেই ভুলে যায়। শহর অঞ্চলে বউ ছেলেমেয়ে নিয়ে থাকে। মা কখনো চায়না ছেলে-মেয়ে অশান্তিতে থাকুক। দিনশেষে মার মত আপন আর আপনার কেউ নাই। আমিও চাই পৃথিবীর সব বাবা-মা ভালো থাকুক ভাইয়া। অনেক ভালো ছিল

Sort:  
 last year 

একদম ঠিক ধরেছেন ভাই। দুনিয়াটাই এমন, স্বার্থপরের খেলা চলে। দিনশেষে স্বার্থ হাসিল হয়ে গেলে আপনাকে ছুড়ে ফেলে দিতেও দ্বিধাবোধ করবে না

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63