You are viewing a single comment's thread from:

RE: পরিচয় || @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ2 years ago

শো মাস্ট বি গোয়িং অন
দিস ইজ ইওর আরজে @shuvo35
সি ইউ এভরি থার্সডে নাইট
আমার বাংলা ব্লগ উইকলি হাংআউট শো তে ।

  • এটা কিন্তু দারুণ ছিল ভাইয়া। বেশ ভালো লাগলো দেখে।

আসলে মানুষ বলে না যে সুখে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন হয় না কিন্তু আমার মন বলে আসলে সুখে থাকতে হলে সব কিছুরই প্রয়োজন আছে। টাকা-পয়সা বাড়ি গাড়ি সব কিছুরই তার পরও যে মনের সুস্থতা নিজের শারীরিক সুস্থতা এটা সৃষ্টিকর্তার উপর নির্ভর করে।আসলে অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখছি শুধুমাত্র টাকার কারণে। আসলে বাস্তবতা এটাই। আসলে এখনকার সমাজ ব্যবস্থা। সকলেরই মাথায় কাজ করে সরকারি চাকরি করতে হবে। সেনাবাহিনী চাকরি করতে হবে। বিসিএস দিতে হবে এ ছাড়া কোন কিছুই না। আসলে মানুষ যদি শুনে যে একটা মানুষ ফ্রিলান্সিং করে এত টাকা ইনকাম করে মানুষ তাকে মূল্য দিবে না অথচ বিশ্বাসই করবে না হাসির ছলে ওড়ায় দিবে।আসলে প্রতিটা মানুষ যোগ্যতাসম্পন্ন নিয়ে জন্মায় তাও কিন্তু নয়। একটা মানুষের ভেতরের একেক যোগ্যতা দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন এবং সকলের রিজিক সৃষ্টিকর্তা আগে থেকেই ঠিক করে রেখেছেন।আসলে ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখেছি অনেক সরকারি চাকরিজীবী সারাদিন কষ্ট করেও হিমশিম খেয়ে যায় কিন্তু একজন ব্লগারকে মূল্য দেয় না। আসলে একেকটা মানুষ একেক ভাবে জীবন যাপন করে। এটাও কিন্তু অনেক ভালো লাগার একটি মাধ্যম কারণ আমাদের ওহ ডিউটির মতো কাজ করতে হয়। প্রায় একটা জব এর মত।বেশ ভাল লাগে।সবসময় ভালো থাকুন। সুস্থ থাকুন। এই কামনাই করি। আপনার ও সায়ান বাবুর জন্য অনেক দোয়া রইল।

Sort:  
 2 years ago 

জীবনটা আসলে জায়গা ভেদে ভিন্ন রকম । তবে আমি বিশ্বাস করি জীবন সমান্তরাল । আপনি জীবনকে যেভাবে এগিয়ে নিয়ে যাবেন, জীবন ঠিক সেই গতিতে এগিয়ে চলবে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43