কবিতা আবৃত্তি ||এ শহরে আমার কোন বন্ধু নেই (জান্নাতুন নুর দিশা)

in আমার বাংলা ব্লগlast year

Picsart_23-10-30_19-34-25-624.jpg

picsart থেকে এডিট করা

💗💗💗

🔥 আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।আজকে আমি প্রথমবারের মতো কবিতা আবৃতি করতে যাচ্ছি। সত্যিই অনেক সাহস নিয়ে করলাম। জানিনা কেমন হয়েছে।আমি মাঝে মাঝেই দেখি অনেকজন কবিতা আবৃত্তি করে এবং তাদের দেখে একটু সাহস পায়। কখনো সাহস করে আমি কবিতা আবৃত্তি করি নাই। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম কবিতা আবৃত্তি করতে।আশা করি আপনারা দেখবেন এবং মন্তব্য করে জানাবেন কেমন হলো।যাইহোক জান্নাতুন নূর দিশা আপুর কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। প্রথম কবিতা আবৃত্তি তার কবিতা দিয়ে চেষ্টা করলাম।অবশ্যই জানাবেন কেমন হলো 🔥

কবিতার নাম :এ শহরে আমার কোন বন্ধু নেই
কবি:জান্নাতুন নুর দিশা
কবিতা আবৃত্তি :@razuan12

কবিতার লাইনগুলোর নিম্নরুপ:

এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?
শীঘ্রই ছেড়ে যাব এ শহর।
দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি,
তবে অত তাড়া নেই।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,
তবু ভুল ট্রেনে চড়ব না।

Source

কবিতা আবৃত্তির লিংক

ক্যাপকাট দিয়ে এডিট করা

জানিনা কেমন হয়েছে? আজকের মত এখানেই শেষ করলাম।প্রথমবার আজকে কবিতা আবৃত্তি চেষ্টা করলাম।আগে কখনো করে নাই সকলের অনুপ্রেরণায় আজকে আমি আবৃত্তি করে ফেললাম। আশা করি আপনারা জানাবেন কেমন হয়েছে? আজকের মত এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Sort:  
 last year 

খুবই দারুন একটি কবিতা আবৃতি করেছেন ভাই।লেখক নিজের একাকিত্ব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে আপনার আবৃতি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই আপনাকে দারুন মন্তব্য করার জন্য

 last year 

দারুন আবৃত্তি করেছেন ভাইয়া আমার কাছে বেশ ভালো লেগেছে। এগিয়ে যান আরো অনেক আবৃত্তি করতে হবে। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরণা দেয়ার জন্য এবং আপনি এটা শুনে যে সুন্দর একটি মন্তব্য করেছেন। আমি ভীষণ খুশি হলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য

 last year 

প্রথমবার কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। মনে ইচ্ছে থাকতে সবকিছুই সম্ভব হয়। যাইহোক ভাইয়া দারুন একটি কবিতা আবৃত্তি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last year 

প্রথম বারের মত আপু চেষ্টা করলাম। একটা কথা ভালো লাগলো মনে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এবং আমার বাংলা ব্লগের মাধ্যমে আমি অনুপ্রেরণা পেয়েছি এবং সবকিছু করার সক্ষমতা ও পেয়েছি আমার বাংলা ব্লগের কারণে। আমার ভিতরে যত দক্ষতা আমি জানতামই না। সত্যিই অনেক ধন্যবাদ

 last year 

এই শহরে আমার কোন বন্ধু নেই, কবিতাটি চমৎকার আবৃত্তি করেছেন আগামীতে আরও ভালো আবৃত্তি আপনার কাছে প্রত্যাশা করছি।
অনেক অনেক শুভকামনা কবি ও শিল্পীর জন্য♥♥

 last year 

ধন্যবাদ প্রিয় কবি আপু। আপনাকে দেখে অনুপ্রেরণা পায় ভীষণ। আপনি এত দারুন একটি মন্তব্য করেছেন আপনার মন্তব্যের কারণে সামনে আরো ভালো ভালো কবিতা আবৃত্তি করার আশা জাগবে। ইনশাল্লাহ।

 last year 

যে কোন বিষয় মন থেকে চর্চা করতে পারলে, নিশ্চয় সেটা ভালো করা যায়। এবং আপনিও অনেক ভালো করবেন। এটা আমি বিশ্বাস করি।
♥♥

 last year 

ইদানিং ফেসবুকে এই কবিতা টা মাঝে মাঝেই সামনে পড়ে। বিভিন্ন পোস্টে ভেসে উঠে এই প্রথম লাইনটা। কবিতা টা সত্যি দারুণ। আজ পুরোটা পড়লাম। আর আপনি কবিতা টা অসাধারণ আবৃত্তি করেছেন ভাই। কিন্তু আপনার আওয়াজ এর চেয়ে ব‍্যাকগ্রাউন্ড মিউজিক টা বেশি লাগছে। বাকি সবকিছু ঠিক আছে। দারুণ ছিল।।

Posted using SteemPro Mobile

 last year 

আজকে প্রথম তো ভাইয়া। খুব একটা বুঝে উঠতে পারি নাই। ইনশাআল্লাহ পরেরবার চেষ্টা করব একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক টা কমানোর জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।সুন্দর একটি মন্তব্য করার জন্য

 last year 

অনেক সুন্দর একটি কবিতা আপনি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার স্পষ্ট কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করি আগামী দিনেও আপনার নিকট থেকে আরো অনেক বেশি কবিতা আবৃত্তি শুনতে পারবো।

 last year 

আমার তো একেবারে বিশ্বাস হচ্ছে না, আপনি প্রথমবারের মতো কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছেন। আমার তো মনে হচ্ছে আপনি কবিতা আবৃত্তিতে একেবারে দক্ষ। কারণ আপনি অনেক সুন্দর করে সম্পূর্ণ কবিতাটা আবৃত্তি করেছেন। এই শহরে আমার কোন বন্ধু নেই কবিতাটার আবৃত্তি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 77280.06
ETH 3139.00
USDT 1.00
SBD 2.63