কবিতা আবৃত্তি ||এ শহরে আমার কোন বন্ধু নেই (জান্নাতুন নুর দিশা)
picsart থেকে এডিট করা
কবিতার নাম :এ শহরে আমার কোন বন্ধু নেই
কবি:জান্নাতুন নুর দিশা
কবিতা আবৃত্তি :@razuan12
কবিতার লাইনগুলোর নিম্নরুপ:
এ শহরে আমার কোনো বন্ধু নেই!
অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।
বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,
তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।
কেবল একরাশ ক্লান্তির!
এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই।
আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।
এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।
এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।
বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।
এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।
আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।
যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,
হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীপন যাপন,
সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?
শীঘ্রই ছেড়ে যাব এ শহর।
দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি,
তবে অত তাড়া নেই।
ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,
তবু ভুল ট্রেনে চড়ব না।
কবিতা আবৃত্তির লিংক
ক্যাপকাট দিয়ে এডিট করা
খুবই দারুন একটি কবিতা আবৃতি করেছেন ভাই।লেখক নিজের একাকিত্ব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে আপনার আবৃতি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে দারুন মন্তব্য করার জন্য
দারুন আবৃত্তি করেছেন ভাইয়া আমার কাছে বেশ ভালো লেগেছে। এগিয়ে যান আরো অনেক আবৃত্তি করতে হবে। শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ ভাইয়া অনুপ্রেরণা দেয়ার জন্য এবং আপনি এটা শুনে যে সুন্দর একটি মন্তব্য করেছেন। আমি ভীষণ খুশি হলাম। শুভেচ্ছা রইল আপনার জন্য
প্রথমবার কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। মনে ইচ্ছে থাকতে সবকিছুই সম্ভব হয়। যাইহোক ভাইয়া দারুন একটি কবিতা আবৃত্তি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
প্রথম বারের মত আপু চেষ্টা করলাম। একটা কথা ভালো লাগলো মনে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব এবং আমার বাংলা ব্লগের মাধ্যমে আমি অনুপ্রেরণা পেয়েছি এবং সবকিছু করার সক্ষমতা ও পেয়েছি আমার বাংলা ব্লগের কারণে। আমার ভিতরে যত দক্ষতা আমি জানতামই না। সত্যিই অনেক ধন্যবাদ
এই শহরে আমার কোন বন্ধু নেই, কবিতাটি চমৎকার আবৃত্তি করেছেন আগামীতে আরও ভালো আবৃত্তি আপনার কাছে প্রত্যাশা করছি।
অনেক অনেক শুভকামনা কবি ও শিল্পীর জন্য♥♥
ধন্যবাদ প্রিয় কবি আপু। আপনাকে দেখে অনুপ্রেরণা পায় ভীষণ। আপনি এত দারুন একটি মন্তব্য করেছেন আপনার মন্তব্যের কারণে সামনে আরো ভালো ভালো কবিতা আবৃত্তি করার আশা জাগবে। ইনশাল্লাহ।
যে কোন বিষয় মন থেকে চর্চা করতে পারলে, নিশ্চয় সেটা ভালো করা যায়। এবং আপনিও অনেক ভালো করবেন। এটা আমি বিশ্বাস করি।
♥♥
ইদানিং ফেসবুকে এই কবিতা টা মাঝে মাঝেই সামনে পড়ে। বিভিন্ন পোস্টে ভেসে উঠে এই প্রথম লাইনটা। কবিতা টা সত্যি দারুণ। আজ পুরোটা পড়লাম। আর আপনি কবিতা টা অসাধারণ আবৃত্তি করেছেন ভাই। কিন্তু আপনার আওয়াজ এর চেয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা বেশি লাগছে। বাকি সবকিছু ঠিক আছে। দারুণ ছিল।।
আজকে প্রথম তো ভাইয়া। খুব একটা বুঝে উঠতে পারি নাই। ইনশাআল্লাহ পরেরবার চেষ্টা করব একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক টা কমানোর জন্য। অনেক ধন্যবাদ ভাইয়া।সুন্দর একটি মন্তব্য করার জন্য
অনেক সুন্দর একটি কবিতা আপনি আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার স্পষ্ট কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করি আগামী দিনেও আপনার নিকট থেকে আরো অনেক বেশি কবিতা আবৃত্তি শুনতে পারবো।
আমার তো একেবারে বিশ্বাস হচ্ছে না, আপনি প্রথমবারের মতো কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছেন। আমার তো মনে হচ্ছে আপনি কবিতা আবৃত্তিতে একেবারে দক্ষ। কারণ আপনি অনেক সুন্দর করে সম্পূর্ণ কবিতাটা আবৃত্তি করেছেন। এই শহরে আমার কোন বন্ধু নেই কবিতাটার আবৃত্তি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে।