স্পোর্টস পোস্ট |(খুলনা টাইগার্স বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত জয়

in আমার বাংলা ব্লগ6 months ago

Picsart_24-02-08_11-52-34-614.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

কুমিল্লা ভিক্টোরিয়ানস / খুলনা টাইগার্স ম্যাচের তথ্য

ম্যাচকুমিল্লা ভিক্টোরিয়ানস/ খুলনা টাইগার্স (বাংলাদেশ প্রিমিয়ার লিগ )(২৩ তম ম্যাচ)
তারিখ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার
টসকুমিল্লা ভিক্টোরিয়ানস টস জিতে ব্যাট ফাস্ট নিয়েছে
টাইম১.৩০ পি এম
মেস ভেনুশেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম, ঢাকা
আম্পায়ারমনিরুজ্জামান, ডেভিড মিলিনস
কুমিল্লা ভিক্টোরিয়ানস স্কোয়াডমোহাম্মদ রিজওয়ান(wk),উইল জ্যাক্স, লিটন দাস (c),মাহিদুল ইসলাম অংকন, তাওহীদ হৃদয়, খুশদীল শাহ, আমের জামাল,জাকের আলী,তানভীর ইসলাম,আলিস ইসলাম,মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স স্কোয়াডএনামুল হক(wk),ইভেন লুইস,পারভেজ হোসেন ইমন,আকবর আলী,আফিফ হোসাইন,ফাহিম আসরাফ,মোহাম্মদ নেওয়াজ, নাহিদুল ইসলাম,নাসুম আহমেদ,মোহাম্মদ অসীম জুনিয়ার, মুকিদুল ইসলাম।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলতেছে, তার একটি ম্যাচ আমি আপনাদের মাঝে রিভিউ করতে যাচ্ছি । খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল। এবারে বিপিএলে পিচের মান একদম বাজে। কোন ম্যাচ এ রান হচ্ছে না। খুবই খারাপ লাগতেছে এবার ।ভীষণ ভালো লাগছিল ম্যাচটি দেখতে। ম্যাচটি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। এবার দুর্দান্ত খেলছে কুমিল্লা। তো চলুন খেলাটি বিশ্লেষণ করা যাক।

Screenshot_2024-02-08-10-42-47-11_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর ওপেনিং জুটি বরাবরের মতোই লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান শুরু করেন।ওপেনিং নাহিদুল ইসলাম ।প্রথমে দুজন বেশি দেখে শুনে খেলতে থাকেন, লিটন দাস রানের দেখা পাচ্ছেন না, ৫ ম্যাচে সম্ভবত ৩৭ রান করেছিলেন। আজকে রানের দেখা পেয়েছেন । প্রথমবারে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই ।প্রথম ওভার ৫-০।দ্বিতীয় ওভারে নাসুম বলে আসেন পাঁচ রান দিয়েছিলেন।তারপর নাসুম এর চতুর্থ ওভারে লিটন দাস ৬ মারে তাকে।লিটন দাস রানের দেখা পেল।৪ ওভারে এ দলীয় রান ১৯-০।লিটন ব্যক্তিগত ১১(৯) রান ও রিজওয়ান ৮(১৫) রানে অপারাজিত।প্রথম পাওয়ার প্লে তে রান আসে ৬ ওভারে --৪৬ রান।তারপর দুজন দেখে শুনে খেলতে থাকেন দুর্দান্ত।

Screenshot_2024-02-08-11-04-08-83_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর তিনি ক্রিজে টিকতে পারেন নাই লিটন দাস দুর্দান্ত খেলতে থাকা। তিনি ব্যক্তিগত ৪৬(৩০) রানে আউট হয়ে যান।সে চার রানের জন্য হাফ সেঞ্চুরি করতে পারে নাই। সে দুর্দান্ত খেলতে থাকছিল তার খেলা দেখা মানে চোখের শান্তি, যদি ভালো খেলে। দলীয় রান ৬৯-১ওভার (৯.৩)।।তারপর ক্রিজে নামেন উইল জ্যাকস।। তারপর তিনি দেখেশুনে খেলতে থাকেন।একই ওভারে মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে যান নাসুম আহমেদ এর বলে। তিনি ব্যক্তিগত২১(২৮) রানে আউট হয়ে যান।দলীয় রান ৭০-২ ওভার ১০।তারপর ক্রিজে নামেন তাওদীদ হৃদয় তারপর আর কোন উইকেটের পতন ঘটে নাই 15 ওভার তিন বল পর্যন্ত।উইল জ্যাক ও তাওহীদ হৃদয় দুর্দান্ত খেলতে থাকে।

Screenshot_2024-02-08-11-11-46-61_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

আপনারা সকলেই দেখতে পারতেছেন তারা ব্যাট করতেছে। তারা আর প্রতিরোধ গড়ে তুলছে এবার।তারপর বোলিংয়ে আসেন মোহাম্মদ ওয়াসিম তিনি উইকেট তুলে নেন উইল জ্যাকস এর।তিনি ব্যক্তিগত ২২(২৭) রানে আউট হয় যান।দলীয় রান ৯৯-৩ওভার (১৫.৩)।তাওহীদ হৃদয় খুব একটা খেলতে পারেন নাই তিনি ব্যক্তিগত১৬(১৭) রানে আউট হয়ে যান।

Screenshot_2024-02-08-11-15-47-86_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

অপরদিকে খুশদীল শাহ রান আউট হয়ে যান ৪(৩) করে।তারপর ক্রিজে নামেন জাকের আলী। ও মাইদুল ইসলাম অংকন। ফাহিম আশরাফ দুর্দান্ত বল করতে থাকেন, একই ওভারের দুইটা পর পর উইকেট তুলে নেন।(১৭.৫)ওভার ১১৫-৫ দলীয় রান।তারপর ক্রিজে জাকের আলী দুর্দান্ত ক্যামিও খেলে। তিনি ১৮(৮) রান করেন ও মাহিদুল ১০(৫) এর সুবাধে ১৪৯ রান করতে সক্ষম হন ২০ ওভারে ৩ উইকেট হাতে রেখে।

Screenshot_2024-02-08-11-19-55-47_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর তারা ২০ ওভারে ১৪৯ রান করতে সক্ষম হন। তারা প্রথম ৬ ওভারে ৪৬ রান তারপর ৭ থেকে ১৫ বারের মধ্যে ৫১ রানের দুটি উইকেট হারায় এবং লাস্টে ৪ ওভারে তারা ৫২ রান করেন ও ৫ উইকেট হারায়।

খুলনা টাইগার্স বোলিং সমীকরণ
নাহিদুল ইসাম -২-৫-০
নাসুম আহমেদ-৪-২১-২
মোহাম্মদ ওয়াসিম -৪-৩৭-১
মোহাম্মদ নেওয়াজ -৩-৩১-০
ফাহিম আসরাফ-৪-২৫-২
মুকিদুল ইসলাম-৩-২৮-০

Screenshot_2024-02-08-11-26-41-64_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খুলনা টাইর্গাস ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন এসেছে । ওপেনিং ব্যাটসম্যান এভেন লুইস এবং এনামুল হক নেমে পড়েন এবং উপর দিকে কুমিল্লার ওপেনিং বোলার তানভীর ইসলাম। ফাস্ট বলেই, দেখেশুনে খেলতে থাকেন বিজয়। ।১ ওভার ১১-০।দুজনা দেখে শুনে খেলতে থাকেন।বিজয় দুর্দান্ত খেলছে এই আসরে। আজকেও বেশ ভালো খেলে আউট হয়ে গেছে।

Screenshot_2024-02-08-11-30-47-97_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর এনামুল হক বিজয় অনেক রেগে ফায়ার হয়ে যান এবং তিনি আউট হয়ে যান ব্যক্তিগত ১৯(১২) রানে।দলীয় রান ১৯-১ ওভার (১.৬)।অপরদিকে ক্রিজে নামেন আফিফ। তিনি এই বছর তার সময় টা ভাল যাচ্ছেনা।খুলনা প্রথম থেকেই ম্যাচ থেকে ছিটকে যায়, প্রতিটা ব্যাটসম্যান আসে আর যায। কেউ আর সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই আফিফ হোসেন।তিনি ব্যক্তিগত ৫(৯) রানে আউট হয়ে যান।দলীয় রান ২৭-২,, ওভার (৪.৩)।পাওয়ার প্লে তে বাংলাদেশ রান তোলেন ৬ ওভারে ৩২-২।তারপর অনেক ম্যাচ পাওয়ার সুযোগ পান আকবর আলী কিন্তু তিনি তাও কাজে লাগাতে পারেন নাই। তিনিও আউট হয়ে যান ব্যক্তিগত ৫(৮) রান করে।এরপর পারভেজ হোসেন ইমন ক্রিজে নামেন। কেউ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেন নাই।

Screenshot_2024-02-08-11-37-54-36_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তারপর এভেন লুইস দেখে শুনে খেলতে থাকেন কিন্তু তিনি আউট হয়ে যান । ব্যক্তিগত ১০(১৪)) রানে।দলীয় রান ছিল ৪৯-৫-ওভার (৮.৪)।তারপর নাহিদুল ইসলাম ও ফাহিম আশরাফ দুর্দান্ত খেলতে থাকে। নাহিদুল ইসলাম ব্যক্তিগত ২১(২৪) ও আশরাফ ১৩(১৩) রানে দুর্দান্ত খেলতে থাকেন।

Screenshot_2024-02-08-11-41-13-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অতঃপর ১৬ ওভার 5 বলে দলীয় রান ৯৪-৮ উইকেটে। নাসুম আহমেদ ক্রিজে নামেন এবং মুস্তাফিজের দুর্দান্ত বল করতে থাকেন ৩ ওভারে ১৩-১ দেন।তারপর আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই।

Screenshot_2024-02-08-11-43-07-76_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তারপর আমের জামাল প্রথম ফাইবার এর দেখা পান।তারপর তিনি সেজদা দেন। তিনি নাসুম কে আউট করে প্রথম ৫ উইকেটের দেখা পান বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ১৭.১ ওভারে ৯৮-৯ রান।

Screenshot_2024-02-08-11-45-24-04_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তারপর দুর্দান্ত বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৪ রানে জয়লাভ করেন এবং তারা ১১৫ রানে অলআউট হয়ে যান ১৮.৫ ওভারে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলিং লাইন আপ

তানভীর ইসলাম-৩.৫-২৯-২
আলিস ইসলাম-৪-৩০-১
উইল জ্যাক্স-৪-১৪-১
মুস্তাফিজুর রহমান -৩-১৭-১
আমের জামাল-৪-২৩-৫

ম্যান অফ দ্যা ম্যাচ - আমের জামাল

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৪ রানে জয়লাভ করেন।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago 
 6 months ago 

খেলাধুলা বেশি একটা দেখা না হলেও আপনাদের মাধ্যমে কিন্তু দেখার সুযোগ হয়ে যায় এবং ধারণা না থাকলেও কিছুটা হলেও ধারণা পাওয়ার সুযোগ হয়ে ওঠে। কুমিল্লা আর খুলনার মধ্যে দারুন ক্রিকেট ম্যাচ আপনি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো পাশাপাশি অনেক কিছু জানতে পারলাম। চমৎকারভাবে রিভিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61228.86
ETH 2663.22
USDT 1.00
SBD 2.54