♥️শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাই🤲||১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করবো বর্তমান সময়ে ফ্রি--মোশন নামে একটি পেজ আছে ফেসবুকে। মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাই।তার আজকে জন্মদিন।তাকে নিয়ে কিছু কথা বলব আজ।তো চলুন শুরু করা যাক
🤲শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাই 🤲

guinea-pig-gba71333f8_1920.jpg

Sourch



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

হয়নি বলা একটি কথা ভালোবাসি ভাইয়া। আসলে আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার মতো হতে পারব না কিন্তু আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই।বর্তমান সময়ে যার সাথে আমরা পরিচিত সেটা হচ্ছে ফ্রি-মোশন নামে একজন ভাই ফিরোজ ভাই।তিনি মানুষকে সাহায্য করেন তার সাহায্য ধরনটা। এতটাই ভাল যে একটা মানুষ যে সাহায্য নেয় তার মুখেও হাসি চলে আসে এমনিতেই।আসলে মানুষ হলে তার মতো করেই জীবনটা পরিচালনা করা উচিত বলে মনে করি আসলে বর্তমান সময়ে কি হয় দেখা যায় একটা মানুষের কাছে যদি 20 টাকা থাকে সেই মানুষটা যদি 10 টাকা দান করে তাহলে অন্য মানুষ বলে টাকা মেলা হয়ে গেছে। খুব দানশীল হয়ে গেছে। আসলে আপনি সাহায্য করতে পারবেন না আবার অন্যকে নিচে নামানোর জন্য চেষ্টা করেন। আপনি কেন উৎসাহ দিতে পারেন না এটাই তো আমাদের দুর্বলতা

ফিরোজ ভাইয়ের একটা কথা ভাল লাগে যে তিনি সবসময় বলে থাকেন। আপনার কাছে যদি হাজার কোটি টাকা থাকে সৃষ্টিকর্তা যদি না চায় আপনি দান করতে পারবেন না। এটাই বাস্তব। আজ পর্যন্ত কোন ইউটিউবার তাকে রোস্ট করতে পারেনি।

আসলে উনারা বাবা মা খুবই গর্বিত এমন সন্তান জন্ম দিতে পেরে। আসলে ফিরোজ ভাইকে কেউ কিন্তু চিনত না একটা সময় তিনি এমন ভাল কাজ করলেন মানুষের মনের মধ্যে ঢুকে গেলেন। যে চিনত না সে যদি একবার তার একটি ভিডিও দেখে তার সাহায্য ধরনটি সে ভালবাসতে বাধ্য হবে কারণ ভালোবাসার একটি ভাই ফিরোজ ভাই

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

hands-g3d2d7b3af_1920.jpg

Sourch

আসলে বর্তমান সময়ে তার মত যদি হওয়া যায় তাহলে মানুষ অনেক ছোট চোখে দেখে আসলে এগুলো মানুষের মন মানসিকতা সমস্যা আছে।একটা মানুষ যদি ভাল হতে চায় তাকে কখনোই উপরে উঠতে দেয় না। আরো চেষ্টা করে তাকে কিভাবে নিচে নামানো যায়।আসলে তারা এমন মন্তব্য করে যে দান করছে। টাকা দেখানোর কি দরকার। আসলে আপনি দান করছেন আপনাকে দেখে আরেকজন উৎসাহিত পাচ্ছে। এটাইতো সৃষ্টিকর্তা তো জানে তার মনে কি আছে।

support-gcea560d75_1920.jpg

Sourch



আসলে একটি মানুষ দেখলাম মন্তব্য করছিল যে আমার টাকা থাকলে আমি বড়লোক হলে আমিও সাহায্য করতাম কিন্তু ব্যাপারটা এটা না। সাহায্য করার জন্য আপনার বেশী টাকাপয়সার দরকার হয়না। মন মানুষিকতার দরকার হয়। আসলে তাহলে দেখা যেত কত বড়লোক আছে তাহলে গরীব মানুষের পাশে দাঁড়াতো। আসলে আমাদের মন মানসিকতায় অভাব এবং মন মানসিকতা ছোট হলে দান করতে পারবেন না

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

দান কখনো টাকা দিয়ে পরিমাপ করা হয় না। আপনার যা আছে তাই দিয়ে সাহায্য করুন। হয়তো একটি সাহায্য আপনার জীবন বদলে দিতে পারে। আসলে আপনি এই দোয়া ভালোবাসা হয়তো আপনি চেয়ে পাবেন না। মন থেকে যে দোয়া ভালোবাসা এটি একজনকে সাহায্য করার মাধ্যমেই আপনি পেয়ে থাকবেন। ফিরোজ ভাইয়ের ভিডিও যত দেখি তত অনুপ্রেরণা বাড়ে তার মত হওয়া। আসলে তার মতো হতে না পারলেও থাকে অনুসরণ করে যাব।

আসলে ফিরোজ ভাইকে দেখে অনেক যুবক এখন তার মতো হওয়ার চেষ্টা করছে। তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সত্যিই অনেক ভালো লাগে এগুলো দেখতে। মানুষ মানুষের জন্য। আসলেই আমার বাংলা ব্লগ মানবতার আরেক নাম
মানবতার ফেরিওয়ালা ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন। তার আজকে জন্মদিন তিনি যেন এভাবে মানুষের পাশে থাকতে পারে। সাহায্য করে যেতে পারে তাকে দেখে আমরাও যেন একটু অনুপ্রাণিত হই। সাহায্যের হাত বাড়িয়ে দিয়।আসলে যা আছে তাই দিয়ে মানুষকে সাহায্য করবো এটাই আমাদের মূল কথা। আসলে মানুষ মানুষের জন্য এটাও সর্বদা সত্য।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

Sort:  
 3 years ago 

ফিরোজ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা । উনি সত্যিই একজন মানবতার ফেরিওয়ালা । আপনার পোস্ট কনসেপ্টটি খুব ভালো লেগেছে আমার কাছে ।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

খুব ভালো মানুষ ফিরোজ ভাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়ার প্রতি। অনেক সুন্দর লিখেছেন আপনার জন‍্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

সত্যিই ফিরোজ ভাইয়ের মত মানুষ হয় না। তার মত মানুষ আমাদের সমাজে দরকার। অনেক অনেক শুভেচ্ছা রইল ফিরোজ ভাইয়ের জন্য। যেন তিনি সারা জীবন এভাবে মানুষের হয়ে কাজ করতে পারেন। আর আপনাকে অনেক ধন্যবাদ ফিরোজ ভাইয়ের কর্মকাণ্ড গুলো আমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হুম ভালবাসার ভাই ♥️

 3 years ago 
প্রথমেই ফিরোজ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।
আমি যেদিন প্রথম ফিরোজ ভাইয়ের ভিডিও দেখি সেদিনই তার ককর্মকাণ্ড আমাকে মুগ্ধ করেছে। আমি তার লুচনি কেনার ভিডিওটি প্রথম দেখেছিলাম। খুব ভালো লাগে মানুষটি অসহায় মানুষ দেখলেই পাশে দাঁড়ানোর চেষ্টা করে।
 3 years ago 

হুম আমাকেও মুগ্ধ করেছে। ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

কথা গুলো সঠিক বলেছেন। সত্যি তো দান করার জন্য কিংবা সাহায্য করার জন্য খুব বেশী অর্থের প্রয়োজন হয় না। মানসিকতাটাই আসল বিষয়। সাহায্যের হাত বাড়িয়ে দিলে তেমন একটা ক্ষতি কিন্তু হয় না। যে যেখান থেকে পারুক যেভাবে পারুক সাহয্য করা উচিত। তবে আমি ব্যক্তিগত ভাবে দান কিংবা সাহায্য যাই বলুন তা গোপন রাখতেই পছন্দ করি। লেখার বিষয়বস্তু ভাল লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

গোপনে দান করাই উত্তম কিন্তু আপনার দ্বারা আরেকজন অনুপ্রাণিত হবে।

 3 years ago 

সঠিক অনুপ্রেরণা। যে অনুপ্রাণিত হবে সেও গোপনেই অনুপ্রাণিত হবে। কথায় আছে কাটার আগা চোক্ষা করা লাগে না। যাহা হয় ৯ তেই হয় যাহা হয় না তাহা ৯০ তেও হয় না।

 3 years ago 

দারুন একজন মানুষ।অনেক যতই দেখি অনুপ্রাণিত হই,আসলে উনি মানুষটাই এমন,এই সময়ে এসেও এরকম একজনকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।আর খুব সুন্দর লিখেছেন ওনাকে নিয়ে।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 3 years ago 

আমি মনে করি হেটার্স বিহীন একজন লোক ফিরোজ ভাই । তার প্রত্যেকটি ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে । সে অনেক দরিদ্র লোকদের কে সাহায্য করে তাকে তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে । ফিরোজ ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা রইল । আপনি খুব সুন্দর কিছু কথা লিখেছেন ফিরোজ ভাইকে নিয়ে । ফিরোজ ভাইয়ের জন্য দোয়া রইল তিনি দীর্ঘজীবী হোক সেই দোয়াই করি

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

প্রথমেই ফিরোজ ভাইকে শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো।আপনি ঠিকই বলেছেন ভাইয়া,মানুষ মানুষকে কিছু দান করলে সমাজের কিছু মানুষ সেটিকে সমালোচনার চোখে দেখে।যেটি মানুষের হীন মনের ভাব প্রকাশ পায়।আমিও খেয়াল করেছি এটি।কিন্তু মানুষ মানুষের জন্য এটি ভুলে গেলে চলবে না।ধন্যবাদ ভাইয়া সুন্দর উপস্থাপন করেছেন।

 3 years ago 

হুম আপু।মানুষ মানুষের জন্য। ধন্যবাদ প্রিয় আপু

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32