আসসালামু আলাইকুম
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে সজীব রয়ের ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য ছোট্ট করে কাগজ দিয়ে আমি একটি ক্রাফট তৈরি করেছি করেছি আশাকরি আপনারাও সকলে দেখবেন
সজীব রয় ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে কাগজ দিয়ে ক্রাফট তৈরি করলাম
প্রয়োজনীয় উপকরণ
- সাদা কাগজ
- হলুদ ও কমলা কালারের কাগজ
- কাল মার্কার পেন
- পেন্সিল
- সবুজ সিগনেচার পেন
- রাবার
- জেল পেন
১ম ধাপ
👈 প্রথমত আমি একটি সাদা কাগজ নিলাম
২য় ধাপ
তারপর কাগজটির অর্ধেক ভাজ করে নিলাম।
৩য় ধাপ
👈 তারপর এর অর্ধেক আবার ভাজ করে নিলাম।
৪র্থ ধাপ
তারপর আরো ওই সমান করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর কাগজটি খুলে ফেললাম তারপর এক দিকে এপার ওপার করে ভাজ করে নিলাম ।
৫ম ধাপ
👈তারপর মাঝখানে হাত দিয়ে ২ জায়গা করলাম ভাঁজ ভাঁজ করে। একটা সময় এরপর অনেক সুন্দর একটি নকশা তৈরি হয়ে গেল কাগজ দিয়ে।
৬ষ্ঠ ধাপ
তারপর ওটার মাঝখানে আঠা দিয়ে দুইটা অংশ জোড়া লাগায় দিলাম 👉
৭ম ধাপ
👈তারপরে একইভাবে এরকম দুইটা নকশা তৈরি করলাম। ভাঁজ ভাঁজ করে দুইটা এক জায়গায় রাখলাম।
৮ম ধাপ
তারপর একটি কমলা কালার এর কাগজ নিলাম। কাগজের অর্ধেক করলাম দুই ভাগ করে আমি মাঝখানে ওই গুলা লাগানোর জন্য ব্যবস্থা করলাম।
৯ম ধাপ
👈 প্রথমত আঠা লাগিয়ে কাগজের নকশা টি একটি কাগজের সাথে লাগিয়ে ফেললাম এক ধারে
১০ম ধাপ
তারপর দুইটি দুই ধারে লাগিয়ে ফেললাম আঠা দিয়ে
১১তম ধাপ
👈 তারপর একটি সাদা কালারের কাগজ নিলাম ।
১২তম ধাপ
তারপর আঠা লাগিয়ে মাঝখানে লাগিয়ে দিলাম ।
১৩ তম ধাপ
👈তারপর একটি লেমন কালার কাগজ নিলাম। কাগজ নিয়ে ওর মধ্যে হ্যাপি লিখলাম।
১৪তম ধাপ
তারপরও তার মাঝখানে হ্যাপি বার্থডে লেখা দুইটা বসায়ে দিলাম আঠা দিয়ে 👉
১৫তম ধাপ
👈তারপর সজীব রয় ভাইয়ের নাম টি লিখলাম।
১৬তম ধাপ
তারপর একটি লাভ তৈরি করলাম ।
১৭তম ধাপ
👈 তারপর লাভ এবং সজীব জয়ের ভাইয়ের নাম টি আমি আঠা দিয়ে লাগিয়ে মাঝখানে বসিয়ে দিলাম।
১৮তম ধাপ
তারপর কাগজের ওপর পৃষ্ঠায় জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার জন্য লিখলাম হ্যাপি বার্থডে সজীব রয়।
১৯ তম ধাপ
👈 তারপর ওপরের হলুদ কালারের কাগজ দিয়ে উপরের একটি নকশা তৈরি করলাম ভাঁজ ভাঁজ করে ওটা আঠা দিয়ে মাথায় লাগিয়ে দিলাম অতঃপর আমার ক্রাফটি শেষ হয়ে গেল
শুভ জন্মদিন সজীব জয় ভাইয়া
আসলে কালকে অনেকটা ভালো লাগলো আপনাদের সাথে আড্ডা দিয়ে।আমাদের শুভ ভাইয়া অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন যা একদম মনের মত। বরবরি তার কথাগুলো শোনার জন্য আমাদের একদম মনে উত্তেজনা কাজ করে। কখন বৃহস্পতিবার আসবে। তেমনি কালকে অনেক সুন্দরভাবে পরিবেশন শুরু হলো দিয়ে আপনারা আপনাদের মূল্যবান কথা শেষ করলেন অনেক ভালো লাগলো। আপনার মনের ইচ্ছা যেন পূরণ হয় দোয়া করি। আপনি অসুস্থ ছিলেন খুবই খারাপ লাগলো শুনে তাও আপনি প্রায় সুস্থ হয়ে গিয়েছিলেন আমাদের মাঝে ফিরে আসছেন অনেক ভালোলাগলো আপনারা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারেন। সেই কামনা করি আপনার জন্য দুজন এক হতে পারেন। অনেক অনেক ভালোবাসা রইলো শুভকামনা রইল।
ভাই আমি তো বিশ্বাস করতেই পারছি না,,,, আমার জন্য আপনি এভাবে গুছিয়ে পুরো কাজ করে একটা বার্থডে কার্ড বানিয়েছেন। আমার খুব পছন্দ হয়েছে । ভালোবেসে যে কাজ টা করেছে তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু মন থেকে ভালবাসা দিলাম ভাই। অনেক অনেক ভালো থাকুন, আপনার আকাশ ছোয়া স্বপ্ন সব সত্যি হোক। ❤️🙏
অনেক আনন্দিত ভাইয়া আমি এই কাজটি করতে পেরে আপনি খুশি হয়েছেন এতেই আমার সার্থক। অবিরাম ভালোবাসা রইলো ভাইয়া
আপনি জন্মদিনের উপহার টা খুবই সুন্দর করে তৈরি করেছে। উপস্থাপনাটা খুবই সুন্দর করেছেন ধাপে ধাপে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
দেখতে অনেক সুন্দর হয়েছে ভাইয়া,,,ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
খুবই সুন্দর একটি উপহার সজীব ভাইয়ের জন্য আপনি তৈরি করেছেন। নিজ হাতে এত সুন্দর উপহার সত্যি অসাধারণ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সুন্দর হয়েছে, আইডিয়াটি ভালো লেগেছে। আসলে অতীতে এই রকমভাবেই একজন অন্যজনকে আবিভূত করার চেষ্টা করতেন, সেখানে কিছুটা পরিশ্রম থাকতো কিন্তু সাথে থাকতো নিখূত ভালোবাসা। ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য
অনেক সুন্দর করে বানিয়েছেন ভাই। সজিব রায় ভাইয়ের জন্মদিনের জন্য খুব সুন্দর করে একটি ক্রাফট বানিয়েছেন ভাই আপনি। সজিব রায় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সজিব রায় ভাইয়ের জন্মদিনের জন্য খুব সুন্দর করে একটি ক্রাফট বানিয়েছেন। উপস্থাপনা সুন্দর ছিলো। শুভকামনা রইল ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অনেক সুন্দর করে বানিয়েছেন। জন্মদিনের গিফট হিসেবে এটা সুন্দর হয়েছে। শুঙ কামনা রইল আপনার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
অসাধারণ একটি ক্রাফট তৈরি করেছেন ভাই। সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করেছেন সেই সাথে ভালো বর্ণনা ও দিয়েছেন। শুভ কামনা করছি আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সজিব ভাইয়ের জন্মদিন উপলক্ষে আপনি অসাধারণ ক্রাফট বানিয়েছেন। দেখতে খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু