DIY-এসো নিজে করি: গিটারের ম্যান্ডেলা এবং মিউজিক টোন দৃশ্য চিত্র অঙ্কন/@razuan12 /১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

আপনারা সকলে কেমন আছে? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে গিটারের ম্যান্ডেলা এবং মিউজিক টোন এর চিত্র অঙ্কন করব ১০% @shy-fox জন্য বরাদ্দ

গিটারের ম্যান্ডেলা এবং মিউজিক টোন এর চিত্র অংকন

IMG20211009002422-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

IMG20211009104933.jpg

  • সাদা কাগজ
  • কাল মার্কার পেন
  • পেন্সিল
  • পেন্সিল কাটার
  • রাবার
  • লাল সিগনেচার পেন
  • সবুজ সিগনেচার পেন
  • স্কেল

siam,.png

১ম ধাপ

IMG20211008224724.jpg

👈 প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম এবং হাতে জেলপেন নিলাম জেল পেন এর মাধ্যমে গিটারের ডিজাইন অঙ্কন করে নিলাম। আঁকাবাঁকা করে চতুর্দিক।

২য় ধাপ

IMG20211008225235.jpg

তারপর গিটারের সামনে চিকন অংশ স্কেল দিয়ে সমান করে দুই পাশে লম্বা করে দাগ টেনে নিলাম এবং গিটারের মাঝখানে ছোট আকারে গোল করে ফুটা ফুটা দিয়ে লিপিবদ্ধ করলাম।

৩য় ধাপ

IMG20211008225843.jpg

👈 তারপর গিটারের যে মাঝখানে যে কোন অংশের দাগ টেনে নিলাম তার ভিতরে পাঁচটি দাগ একদম নিচের অংশ আছে ওইখানে লাগায় দিলাম আর তার মাঝখানে গোল করে একটা বৃত্ত করলাম

৪র্থ ধাপ

IMG20211008230435.jpg

তারপর জেল কলম দিয়ে মিউজিক এর জন্য মিউজিকের মত উপর থেকে নিচ পর্যন্ত একটি আকৃতি অঙ্কন করে নিলাম

৫ম ধাপ

IMG20211008232422.jpg

👈তারপর ওই আকৃতির উপর ডবল করে একটি দাগ টেনে নিলাম। উপর থেকে নিচ পর্যন্ত একদম গিটারের নিচে আরেকটি দাগ সমানভাবে দুই ধারে নামায় দিলাম।

৬ষ্ঠ ধাপ

IMG20211008233259.jpg

তারপর যেখানে ডবল করে দাগ টানা ছিল তার মাঝখানে মার্কার পেন দিয়ে মোটা করে অঙ্কন করে নিলাম 👉

৭ম ধাপ

IMG20211008233827.jpg

👈তারপর গিটার এর মধ্যে গোল গোল করে ছোট ছোট দাগ দিয়ে ম্যান্ডেলা তৈরি করলাম। **
৮ম ধাপ
**

IMG20211008234640.jpg

তারপর গিটার এর ভীতর ম্যান্ডেলা সম্পন্ন করলাম

৯ম ধাপ

IMG20211008235009.jpg

তারপর গিটারের ওপরের অংশে একদম কোনায় আমি ম্যান্ডেলা তৈরি করলাম ছোট নকশা ডিজাইন করে ফোটা ফোটা দিয়ে 👈

১০ম ধাপ

IMG20211008235658.jpg

তারপর মিউজিক টোন এর ভিতরে মোটা এবং ছোট করে অঙ্কন করলাম গোল গোল করে এবং তার ভেতরে কিছু পাথর অঙ্কন করলাম।

১১তম ধাপ

IMG20211009001252.jpg

তারপর গিটার ভিতরে কিছু নকশা অঙ্কন করলাম। গিটার এর নিচের অংশে ফুলের মতো নকশা তৈরি করে কালো মার্কার পেন দিয়ে খালি করে দিলাম এবং তার ভেতর কিছু পাথর অংকন করুন এবং ফুটা ফুটা করে কিছু নকশা তৈরি করলাম এবং একটি চিহ্ন দিয়ে দিলাম।গিটার এর মাঝখানে হলুদ কালার দিয়ে রং করে নিলাম এবং ম্যান্ডেলার ভেতর হলুদ কালার দিয়ে রং করে নিলাম এবং বিভিন্ন জায়গায় হলুদ কালার দিলাম। ওপরের অংশে সবুজ কালার দিয়ে রং করলাম এবং মাঝখানে লাল কালার দিয়ে বৃত্তাকার অংশ করলাম। উপরের অংশের লাল সিগনেচার পেন দিয়ে রং করে নিলাম এবং মাঝখানে পাশাপাশি কয়েকটি ধাপ তৈরি করলাম।

সর্বশেষ ধাপ অঙ্কনের সাথে আমি

IMG20211009103856-01.jpeg

অবশেষে আমি আমার অঙ্কনের সাথে একটি সেলফি তুললাম। আমার অংকনটি শেষ হয়েছে। গিটারের ম্যান্ডেলার সাথে মিউজিক টোন শেষ করলাম। আশাকরি আপনারা মন্তব্য করে জানাবেন কেমন হলো। আমি সামনে আবার হাজির হব। আপনাদের মাঝে আপনারা সকলে ভাল থাকবেন

Sort:  

ওয়াও!! অনেক সুন্দর একটি ড্রইং করেছেন ভাইয়া। গিটারটির কালার টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার পরিশ্রমকে সাধুবাদ জানাই।সুন্দর করে বর্ণনা করার জন‍্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাহ আপনার বাদ্যযন্ত্রের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো। যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টে অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

বাহ অসাধারণ হয়েছে ভাই,আপনার নিজ হাতে অংকন করা গিটার টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বিশেষ করে গিটারের ভেতবের নকশা টা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইলো ভাই

 3 years ago 

আপনাকে অসংখ্য ভাইয়া

 3 years ago (edited)

সত্যিই আপনার ম্যান্ডেলা আর্টটি খুব সুন্দর হয়েছে। অত্যন্ত যত্ন করে এঁকেছেন এবং পোস্টটি উপস্থাপনা করেছেন ,আপনার পরিশ্রমকে সাধুবাদ জানাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনি তো অসাধারণ আর্ট করতে পারেন। আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর গিটার আর্ট করার জন্যে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

অনেক সুন্দর একটি ড্রইং করেছেন ভাইয়া। গিটারটির কালার কম্বিনেশন টা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি ড্রয়িং শেয়ার করার জন্য। আশা করছি সামনে অনেক সুন্দর সুন্দর ড্রইং শেয়ার করবেন। শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য 🙃

 3 years ago 

অনেক অনেক সুন্দর হয়েছে আপনা এসো নিজে করি: গিটারের ম্যান্ডেলা এবং মিউজিক টোন দৃশ্য চিত্র ছবিটি।। শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনার গিটার তৈরি অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার এতো সুন্দর ভাবে গিটার তৈরি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🙂

 3 years ago 

অসাধরন একেছেন, গিটারের ম্যান্ডেলা এই প্রথম দেখলাম আপনার মাধ্যমে। খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সত্যি কথা বলতে ভাইয়া আমি আপনার অঙ্কনটি দেখে মুগ্ধ হয়েছি। আপনি খুব সুন্দর করে গুছিয়ে ধাপে ধাপে গিটারের ম্যান্ডেলা এবং মিউজিক টোন দৃশ্য চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কনটি আমার খুবই ভালো লেগেছে ভাইয়া। শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63799.64
ETH 3130.40
USDT 1.00
SBD 3.97