স্পোর্টস পোস্ট ||জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ রানের বিশাল জয় ||♨️

in আমার বাংলা ব্লগlast year (edited)

IMG_20240511_122913.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

বাংলাদেশ / জিম্বাবুয়ে ম্যাচের তথ্য

ম্যাচবাংলাদেশ /জিম্বাবুয়ে (৪র্থ টি-টোয়েন্টি )
তারিখ১০ মে, ২০২৪, রবিবার ।
টসজিম্বাবুয়ে টস জিতে বল ফাস্ট নিয়েছে ।
টাইম৬.০০ পি.এম।
মেস ভেনুশেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম , ঢাকা।
আম্পায়ারগাজী সোহেল, শরীফাদুল্লাহ ।
বাংলাদেশ স্কোয়াডতানজিদ হাসান ,সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (c), তাওহীদ হৃদয়,জাকের আলী (wk),সাকিব আল হাসান ,তানভীর ইসলাম,,তাসকিন আহমেদ,রিশাদ হোসাইন,মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ।
জিম্বাবুয়ে স্কোয়াডক্লাইভ মাডান্দে(wk),রায়ানবার্ল,ওয়েলিংটন মাসাকাজা,মারুমানি,ক্যাম্পবেল,বেনেনেট,সিকান্দার রাজা (c),ক্লাইভ মাডান্দে,লুক জঙ্গি, ব্লেসিং মুজারবানি,রিচার্ড নাগার্ভা,ফারাজ আকরাম।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। জিম্বাবুয়ে আর বাংলাদেশ একটি ম্যাচ। ৫ টি টি-টোয়েন্টির মধ্যে আজকে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ খেল। খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল না,কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলছে বিশ্বকাপে মনে হচ্ছে কোন দলের সাথে দাঁড়াতে পারবেনা। তারা টেনেটুনে জিততেছে এই জিম্বাবুয়ের বিপক্ষে।তারা সাহস করে আগে ব্যাটিং নিতে পারছিলো কিন্তু আজকে সাহস করে ব্যাটিং নিয়েছে তাও তারা ব্যাটিংয়ে ভরা ডুবে, যদিও শুরুর ১০ ওভারে একশ রান তুলেছে তার পরে ১০ ওভারে চল্লিশ রান করতে দশটা উইকেট হারিয়েছে। একদম বাজে খেলতেছে টপ ওর্ডার। যদি জিম্বাবুয়ের সাথে এরকম করে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়ার সাথে কি করবে বাংলাদেশ। তাদের ব্যাটিং বিপর্যয় প্রতিটা ম্যাচই দেখা যায়। বাংলাদেশ উন্নতি করতে পারতেছে না কিন্তু আশপাশে ছোট ছোট দেশগুলো নেপাল, উগান্ডা, আফগানিস্তান কত উন্নতি করতেছে তাদের ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচ জিতে গেছিলো।দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে লাস্টে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল কিন্ত লাস্টে এসে আর ধরে রাখতে পারে নাই।বাংলাদেশ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলেছে, ভীষণ ভালো লাগছিল ম্যাচটি দেখতে। আজকের ম্যাচটা মনে হচ্ছিল বাংলাদেশ হেরে যাবে। এটাকে জেতা বলে না, অনেক কষ্ট করে জিতছে জিম্বাবুয়ের সাথে। এবার দুর্দান্ত খেলছে তো চলুন খেলাটি বিশ্লেষণ করা যাক।বাংলাদেশ জিতলে জিতে যাই আমরা।

Screenshot_2024-05-11-11-52-02-70_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

বাংলাদেশের ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন এসেছে । ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।লিটন দাস ধারাবাহিকভাবে খারাপ খেলতেছে তাকে বেঞ্চে বসিয়ে দিয়েছে। তানজিম তামিম ও সৌম্য সরকার নেমে পড়েন। লিটন দাস অফ ফর্মের কারনে বাদ পরছিল আবারো তিনি বাদ পড়ছেন।জিম্বাবুয়ের ওপেনিং বোলার সেকেন্দার রাজা। ফাস্ট বলেই, দেখেশুনে খেলতে থাকেন গত ম্যাচের তামিম।১ ওভার ৪-০।দুজনা দেখে শুনে খেলতে থাকেন।

Screenshot_2024-05-11-11-57-26-94_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

তারপর তামিম বেশ দারুন শুরু পাই। অনেকদিন পর সৌম্য সরকার দলে এসে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ।দলীয় রান (৪.৩) ওভারে ৩৭-০ রান।এত সুন্দর শুরু করার পরও বাংলাদেশের দেড়শ বোঝাতে পারিনি খুবই খারাপ লাগতেছে. তানজিদ ব্যক্তিগত ৩৪(২১) ও সৌম্য সরকার ২(৬) রানে অপরাজিত থাকেন।শুরুতে সৌম্য সরকার বেশি স্ট্রাইক নেন নি।তামিম কে স্টাইক দিয়েছেন। দেখেশুনে খেলতে থাকেন তিনি প্রথমে বেশ ভালোই শুরুটা পেয়েছিল।কিন্তু লাস্টের দিকে ধরে রাখতে পারে নাই। পাওয়ার প্লে তে বাংলাদেশ রান তোলেন ৬ ওভারে ৫৭।

Screenshot_2024-05-11-12-01-41-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

তারপর তানজির হাসান তামিম দ্রুত ফিফটি তুলে নেন।তিনি এই সিরিজের বেশ দুর্দান্ত খেলতেছে তার মধ্যে বিকট সাহস দেখা দিয়েছে। আপনারা দেখতে পারতেছেন ১০ ওভারে বিনা উইকেটের ৯০ রান তুলেছে।তামিম ৫২(৩৬)রান করেন।এরপর সৌম্য সরকার বেশ ভালো খেলতে থাকেন সে দুর্দান্ত স্টাইকে খেলে।তিনি ২৫(২৪) রান। তামিম তিনি আউট হয়ে যান ৫২(৩৭)রানে।লুক জঙ্গের বলে। দলীয় রান (১১.২) ওভার ১০১-১।উপর দিকে সৌম্য সরকার বেশ দুর্দান্ত খেলতে থাকে তারপরে তাওহীদের হৃদয় ক্রিজে নামেন কিন্তু কেউ বেশিক্ষণ টিকতে পারেন নাই। শুধু যাওয়া আর আসার খেলা চলছিল ।বর্তমানে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত তার খেলা আমার ভালই লাগে না, সে বেশি স্ট্রাইকারিটে ভুগতেছে। একটা জিনিস খেয়াল করে দেখলাম তাওহীদ হৃদয়ে রান না করলে বাংলাদেশে হেরে যায়।। গত ম্যাচে ৩৩(১৭) রানে অপরাজিত ছিল। তার খেলাটি আমার ভীষণ ভালো লাগে প্রতিটা খেলা ভাল লাগে।।আজকে আশা ছিল ভালো খেলবে কিন্তু সে চাপে পড়ে ভালো খেলতে পারে নাই।তাও ব্যক্তিগত ১২(৮) রানে আউট হয়ে যান।তারপর এই সিরিজের সাকিব আল হাসান নামলেও বেশিক্ষণ টিকতে পারেন নাই। শান্ত ও সাকিব একই ওভারে আউট হয়ে যান।

Screenshot_2024-05-11-12-08-32-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

এরপর আর জাকের আলী ক্রিজে নামেন। কেউ বেশিক্ষণ টিকতে পারেন নাই কিন্তু সৌম্য সরকার বেশ দুর্দান্ত খেললে থাকছিল তিনিও ৪১(৩৪) রানে আউট হয়ে যান।দলীয় রান (১৬.২) ওভার এ ১৩০-৬।বেশি অবাক করার বিষয় ১০ ওভারের ৯০ রান তুললেও পরের ৫০ রান তুলতে গিয়ে দশটা উইকেট হারিয়ে ফেলে ১০ ওভারে। খুবই খারাপ লাগতেছে টপ ওর্ডার ব্যাটিং একদম নরমাল।এরপর ক্রিজে নামেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসাইন। রিশাদ হোসাইন এর প্রতি একটা আশা ছিল সে দুর্দান্ত খেলবে কিন্তু তিনিও আউট হয়ে যান । অপরদিকে রিশাদ হোসাইন এর জন্য ভুল বোঝাবুঝিতে তাসকিন আহমেদ আউট হয়ে যান ০(৩) রানে।এইভাবে উইকেট পড়তেই থাকে মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম কিছুই করতে পারে নাই। অবশেষে বাংলাদেশ ও 20 ওভারে ১৪৫ রান করতে সক্ষম হন।

Screenshot_2024-05-11-12-13-17-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

১৪৩ রানে টার্গেট এ নেমে জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যান ব্রেইন বেননেট ও মারুমানি ক্রিজে নামেন। বাংলাদেশের ওপেনিং বোলার তাসকিন আহমেদ।সে দুর্দান্ত খেলতে থাকে তার প্রতিটা বল বেশ ভয়ংকর। আমার ভীষণ ভালো লাগে। আজকেও তার তৃতীয় বলে আউট হয়ে যান ব্রেইন বেনেট।ভীষণ ভালো লাগছিল বাংলাদেশ কামব্যাক করতে প্রথম ওভারে।মিরপুরে খেলা হলে বাংলাদেশের সুবিধা বেশী থাকে । ফাস্ট বোলার কমিয়ে রেখেছি এই শেরে বাংলাতে খেলা হলে স্পিনারদের বেশ সুযোগ সুবিধা কিন্তু আজকে স্পিনরা সুযোগ সুবিধা করতে পারেন নাই। প্রথম ওভারে ৪-১।

Screenshot_2024-05-11-12-16-39-40_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

তারপরে ক্রিজে নামেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের ক্যাপ্টেন সেই এর আগে আইপিএলে ও লিগে বেশ দুর্দান্ত খেলতে থাকছিল। জিম্বাবুয়ে তার উপর ভীষণ ভরসা করছিল কিন্তু সেও বেশী টিকতে পারেন নাই। তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান। আজ তাসকিন বেশ দুর্দান্ত বল করতে থাকে। রাজা ১৭(১০) রান করে আউট হয়ে যান।দলীয় রান (৩.৫) ওভার এ ২৮-২।অপর দিকে ১০(৯) রানে অপরাজিত থাকেন মারুমানি।

Screenshot_2024-05-11-12-19-23-12_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

তারপর প্রতিটা ব্যাটসম্যান আসছে আর যাচ্ছে। সাকিব শুরুতে দুর্দান্ত বল করলেও লাস্টে ভারসাম্য হারিয়ে ফেলে।জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা চেষ্টা করছিল যে ম্যাচে আসার জন্য তারপর আমাদের বাংলাদেশের লেগ স্পিনার রিসাদ হোসাইন আসলো সেও ম্যাচটা ঘুরিয়ে আনলো। লেগ স্পিনাররা খুব একটা ভালো করতে পারে না, তারা মার খায় প্রচুর। তাও একটু এদিক ওদিক হলে উইকেট পড়ে যায়। আজকে বাংলাদেশ তিন-চারটা ক্যাচ মিস করেছে। আজকে ক্যাচ মিচ এর জন্য ম্যাচটা ফসকাতে পারতো।অতঃপর রিশাদ হোসাইন এল বি ডব্লিউ এর ফাঁদে আউট করে দেন ক্লাইভকে ১২(১৮) রানে।এরপর একে একে ব্যাটসম্যান নামতে থাকে কেউ শুরুতে ভালো করতে পারে নাই। বর্তমানে আইপিএল থেকে আসা মুস্তাফিজুর রহমান ম্যাচটা ঘুরিয়ে আনেন। আইপিএলে খেলে তার অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লেগেছে তার বলে কেউ খেলতে পারতেছিল না।সে এক ওভারে দুইটা উইকেট ফেলে ম্যাচ ঘুরিয়ে আনে।মুস্তাফিজ ইউ বিউটি। পরিশেষে (১৬.১) ওভারে ১০৩-৭ রান তুলেন।দেখতে দেখতে তারা সাতটা উইকেট হারিয়ে ফেলে কিন্তু তাও জিম্বাবুয়ে বেশ দুর্দান্ত রানের টাকা সচল রেখেছিল।

Screenshot_2024-05-11-12-23-52-60_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মুস্তাফিজুর রহমানের বলে কারণ একটা ছয় শান্ত বাচিয়ে দিয়েছে বেশ দুর্দান্তভাবে ছয়টা হলে হয়তো বা বাংলাদেশ হেতে যেত।একটা ম্যাচ জেতার জন্য সব দিকে এক্সপার্ট থাকতে হবে না হলে কখনোই ম্যাচ জেতা যাবে না ।তখন ৭ বলে ১৬ রান দরকার ছিল। জিম্বাবুয়ের তাও ভরসা ছিল জিম্বাবুয়ে জিতে যাবে কিন্তু অভিজ্ঞতার কারণে তারা হেরে গেল । অতঃপর সাকিব আসলো আমাদের শেষ ভরসা সেই শুরুতে তিন ওভারে অনেক রান দিয়েছিল। অবশেষে দ্বিতীয় বলে ছয় খাওয়ার পর সাকিব সিস্টেম করে ওয়াইড বল করে স্টামিং করল।এখানে অভিজ্ঞতার পরিচয় পাওয়া যায়।অতঃপর লাস্টে বলে ছয় মারতে গিয়ে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। অতঃপর বাংলাদেশ ৫ রানে জয়লাভ করেন।

Screenshot_2024-05-11-12-26-42-27_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-05-11-12-26-51-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

বাংলাদেশ ৫ রানে জয়লাভ করেন।

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 
 last year 

গত কালকের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচটি সত্যিই উপভোগ করার মত ম্যাচ ছিলো। কয়েকদিন আগেও ভাবছিলাম যে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নিয়ে এসে হয়তো বিসিবি ভুল করেছে। কিন্তু কালকে মোস্তাফিজের দুর্দান্ত খেলা দেখার পরে আর বাংলাদেশের জয় লাভের পরে ধারণাটা পাল্টে গেছে। গতকালকে পুরো বাংলাদেশ টিম টাই দারুন খেলেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

আসলে ভুল করে নাই, মুস্তাফিজ যখন তখন জ্বলে ওঠে। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে সম্প্রতি খেলা হওয়া টি-টোয়েন্টি ম্যাচের বিশ্লেষণটি খুবই সুন্দর করে তুলে ধরেছেন। ম্যাচের প্রতিটি মুহূর্তের বিবরণ এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের বিশ্লেষণ অত্যন্ত সুচারুরূপে উপস্থাপন করেছেন। আপনার লেখনীতে খেলার প্রতি আপনার গভীর আগ্রহ এবং জ্ঞান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই ধরনের মনোযোগী এবং বিস্তারিত পোস্ট সত্যিই পাঠকদের জন্য মূল্যবান। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

চেষ্টা করি সব সময় বিস্তারিত তুলে ধরার জন্য। ক্রিকেট খেলা দেখতে আমার অনেক ভালো লাগে। বিশেষ জ্ঞান অর্জন করতে পারি এই রিভিউ এর মাধ্যমে সবাই ধন্যবাদ।

 last year 

খেলাটি আমি দেখেছি এবং সরাসরি মাটির থেকে আমি খেলা দেখেছি। আমরা তিনজন মিলে গিয়েছিলাম এই খেলাটি দেখতে। প্রথমে খুবই ভালো লেগেছে কিন্তু উইকেট যখন পড়া শুরু করলো একের পর এক তখন অনেক খারাপ লেগেছে ভেবেছিলাম আজকে হয়তো পারবে না, কিন্তু মুস্তাফিজ এসে যেন অসাধারণ একটা চমক দেখিয়ে দিল যার কারণে ম্যাচটি আমরা খুব সহজেই জয় নিতে পারলাম। আসলে আমার জীবনে প্রথম ম্যাচ আমি স্টেডিয়ামে বসে দেখলাম। আর এই ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করেছে, এটাই আমার কাছে বড় প্রাপ্তি।

 last year 

বেশ ভালো করেছেন খেলাটি মাঠ থেকে উপভোগ করতে পেরেছেন। মাঠে খেলা দেখাও মজাটাই আলাদা আমি একটা ম্যাচ দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল আমার কাছে।

 last year 

জী ভাইয়া অবশেষে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পাঁচ রানের বিশাল জয় পেয়েছে। প্রথম বাংলাদেশের ব্যাটিং দেখে ভেবেছিলাম এটা হারবে। কিন্তুু দ্বিতীয় পর্বে জিম্বাবুয়ের উইকেট পটাপট পড়ে গেলো। তবে তারা খেলাটা শেষ অবদি টেনে নিয়ে গেছে। ধন্যবাদ।

 last year 

জিম্বাবুয়ে যদি একটু অভিজ্ঞতা এবং সময় নিয়ে খেলত তারা অবশ্যই জয় লাভ করতো। তারা তাড়াহুড়ার কারণে জয়লাভ করতে পারে নাই। ধন্যবাদ।

 last year 

বাংলাদেশের জয়ের সুন্দর একটি ক্রিকেট ম্যাচ আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আপনার রিভিউ করে বেশ ভালো লাগলো আর বিস্তারিত জানতে পারলাম। মাঝেমধ্যে খেলা দেখা হয় না তো তাই তথ্যটা জানা ছিল না।

 last year 

আপনার মন্তব্যটি পড়ে আমার ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ব‍্যাপার টা খুবই হাস‍্যকর ছিল। যেখানে ১০০ রানে এক উইকেটও ছিল না ১৪০ যেতে যেতে উইকেট নেই বললেই চলে। জিম্বাবুয়ে আরেকটু ধরে খেললে ম‍্যাচ টা জিতেই যেত। বিশ্বকাপের আগে এইরকম দলের সাথে এইরকম পারফরম্যান্স খুবই হতাশাজনক।

 last year 

বাংলাদেশ জেতা ম্যাচে হেরে যায়। ভালো শুরু করার পরও তাদের প্রতি কোন বিশ্বাস নাই। তারা কখন কি করে নিজেও জানে না।

 last year 

গত কয়েক ম্যাচ ভালোভাবে লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের খেলোয়াড়েরা ভালোই খেলছে। আর তারা প্রতিনিয়ত জিম্বাবুয়ের সাথে জয়লাভও করছে। টানা চারটা ম্যাচ জয়লাভ করে সিরিজটাকে তারা ভালোভাবে নিজেদের আয়ত্তে করে নিয়েছে।

 last year 

প্রতিটা প্লেয়ার ভালো খেললেও তারা খুব একটা ভালো স্কোর করতে পারে নাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 116838.19
ETH 4491.44
SBD 0.86