DIY-এসো নিজে করি: 🦊 মন খারাপ করে বসে থাকা এক তরুণী এবং সূর্যিমামার হাসি চিত্র অঙ্কন || @razuan12

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আপনারা সকলে কেমন আছেন আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আজ আমি আপনাদের মাঝে মন খারাপ করে বসে থাকা এক ধরনের ছবি অঙ্কন করব এবং সূর্যি মামার হাসি । ১০% @shy-fox এর জন্য বরাদ্দ

মন খারাপ করে বসে থাকা এক তরুণী এবং সূর্যিমামার হাসি

IMG20211004204706-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

  • মার্কার পেন
  • সাদা কাগজ
  • পেন্সিল
  • পেন্সিল কাটার
  • রাবার
  • লাল কালার, হলুদ কালার, কালো কালার।

siam,.png

১ম ধাপ

IMG20211004200000.jpg

👈 প্রথমত সাদা কাগজে আমি মার্কার পেন নিলাম তারপর তরুণীর মাথার আকৃতি অংকন করলাম।

২য় ধাপ

IMG20211004200247.jpg

তারপর মার্কার পেন দিয়ে পিঠের অংশ এবং গলার অংশ অঙ্কন করলাম 👉

৩য় ধাপ

IMG20211004200453.jpg

👈 তারপর মার্কার পেন দিয়ে হাতের একটা অংশ এবং জামার বাকি অংশ অঙ্কন করলাম।

৪র্থ ধাপ

IMG20211004201055.jpg

তারপর আমি তরুণীর হাতের নখগুলো অঙ্কন করলাম মার্কার পেন দিয়ে এবং হাতের অংশটা সম্পন্ন করলাম 👉

৫ম ধাপ

IMG20211004201228.jpg

👈তারপর তরুণীটির পায়ের অংশ মার্কার পেন দিয়ে দাগ টেনে অঙ্কন করে নিলাম দুইটা পায়ের অংশ ।

৬ষ্ঠ ধাপ

IMG20211004201602.jpg

তারপর তরুনীর পায়ের জুতা দুটি অঙ্কন করে নিলাম এবং নিচে কালো কালার দিয়ে রং করে দিলাম 👉

৭ম ধাপ

IMG20211004202644.jpg

👈তারপর চুল এবং মেয়েটির প্যান্ট কালো কালার দিয়ে রং করে দিলাম ।

৮ম ধাপ

IMG20211004203426.jpg

।তারপর তরুণীর জামাটা হলুদ কালার দিয়ে রং করে দিলাম এবং ঘড়িটা হলুদ করে দিলাম এবং জুতার অংশটুকু হলুদ করে দিলাম তারপর নিচে বসে আছে নিচের ইটের মতো করে তৈরি করে দিলাম।

৯ম ধাপ

IMG20211004204032.jpg

তারপর তরুনীর নিচে বসার জন্য কালো এবং লাল কালার দিয়ে ভারত কাটা কাটা করে ইটের মতো একটি নিচে জায়গা তৈরি করলাম অতঃপর রং করে দিলাম তা।রপর সূর্যি মামার ছবি আঁকার জন্য মার্কার পেন দিয়ে গোল করলাম এবং মার্কার পেন দিয়ে দুইটা চোখ আঁকালাম । তার ঠোঁট অংকন করলাম এবং চারিপাশ ছোট-বড় করে সূর্যের একটা নকশা তৈরি করলাম 👈

অবশেষে

IMG20211004204735-01.jpeg

অবশেষে আমি আমার অঙ্কনের সাথে একটি ছবি তুললাম। আমার অংকনটি শেষ হইল। অনেক সুন্দর ভাবে আমি পরিবেশন করার চেষ্টা করছি। আপনারা সকলে মন্তব্য করে জানাবেন কেমন হলো আমি আবার আপনাদের মাঝে সামনের নতুন কিছু অংকন নিয়ে হাজির হব। আপনারা সকলে ভাল থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবেন

Sort:  
 3 years ago 

তরুণী এবং সূর্যিমামার হাসির ছবি দুটোই চমৎকার হয়েছে। আর ধাপ আকারে খুব সুন্দরভাবে ছবি আঁকানোর নিয়মগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

ভাই আপনি অসাধারণ সুন্দর একটি ড্রয়িং করেছেন প্রথমে দেখে আমি বিশ্বাস করতে পারিনি আপনি একদম অন্যরকম ভাবে ড্রয়িং করেছেন যা সচরাচর অনেকেই পারে না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ছবি আমাদের সাথে শেয়ার করেছেন বলে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

খুব সুন্দর করে আর্টটি করেছেন ভাই। আপনার আর্টের মাধ্যমে বিষন্য তরুণীর একা বসে থাকার বিষয়টি ফুটে উঠেছে। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া অনেক সুন্দর হয়েছে আপনার মন খারাপ করে বসে থাকা এক তরুণী এবং সূর্যিমামার হাসি চিত্র অঙ্কনটি।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া অনেক সুন্দর হয়েছে আপনার মন খারাপ করে বসে থাকা এক তরুণী চিত্র তৈরি করেছেন। খুব সময় নিয়ে সুন্দর করে একেছেন বুঝি।দেখতে সুন্দর লাগছে। শুভকামনা ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া।আপনি দারুণ অঙ্কন করেন এবং রঙের ব্যবহারটিও।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64504.36
ETH 3414.70
USDT 1.00
SBD 2.51