শালিক পাখির ফটোগ্রাফি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে||১০% @shy-fox এর জন্য বরাদ্দ
Location |
---|
Device :Canon1100d -75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon1100d -75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon1100d -75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon1100d -75-300mm |
Photo Edit:Snapped |
Location |
---|
Device :Canon1100d -75-300mm |
Photo Edit:Snapped |
|
---|
আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে যাই ভাই। অসাধারণ ভাবে কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। শালিক পাখির ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সেই সাথে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর কিছু শালিক পাখির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
দুটি শালিক পাখি দেখলে নাকি তাড়াতাড়ি বন্ধুত্ব ও বিয়ে হয় হা হা হা হা। ভাই খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে ফেলেন। আপনি খুব চমৎকার করে শালিক পাখির ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। শালিক পাখির ফটোগ্রাফি গুলো দেখে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আমিও আপনার কথায় একমত তবে অবশ্যই ভাই @razuan12 দাওয়াত দিতে ভুলবেন না কিন্তু।
আচ্ছা ভাইয়া মনে থাকল আপনাকে অসংখ্য ধন্যবাদ
হা হা হা ভাইয়া প্রস্তুতি নিব। খুব শীঘ্রই আশা করি আপনারা দাওয়াত গ্রহণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য
অনেক ভালো ফটোগ্রাফি তুলছেন আপনি, সত্যি বলতে যখন ছবিগুলো দেখছিলাম মনে হচ্ছিল কোন প্রফেশনাল ফটোগ্রাফার ছবিগুলো তুলেছেন, এভাবেই এগিয়ে যান ভাই ধন্যবাদ আপনাকে।।।
আমার কাছেও ছবিগুলো প্রফেশনাল মত লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া সবসময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক দোয়া রইল
ভাইয়া আপনি আজকে চমৎকার ভাবে শালিক পাখির ফটোগ্রাফি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবসময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য আমি চেষ্টা করি সবসময় দারুন কিছু নিয়ে হাজির হওয়ার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য
ভাই আমার কিছু ফটোগ্রাফি করে দেবে 🤪?? হিহিহিহি।
সত্যি বলছি আমি পুরো অবাক হয়ে গেছি আজকের পোস্ট টা দেখে। আমি আগের পোষ্টে বলেছিলাম তোমাকে জোড়া শালিক নিয়ে ফটোগ্রাফি করতে। আমি ভাবতেও পারি নি যে তুমি এত তারাতারি আমাকে এভাবে চমক দেবে। মন থেকে বলছি খুব খুব ভালো লেগেছে ভাই। আর সব গুলো ছবি দারুণ এক কথায়। অনেক ভালো থেকো। আর ভালো ভালো কাজ করে যাও।
আপনার কথা রাখতে আমি তারাতারি পোস্ট করে ফেললাম। ধন্যবাদ দাদা আপনাকে সবসময় দারুন মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য সব সময় আশীর্বাদ রইল
শালিক পাখির ছবিগুলো তো বেশ সুন্দর হয়েছে। প্রথমে যে ২টি পাখির ছবি দিলেন সেগুলো আমার খুব ভালো লেগেছে।আর আপনার ফটোগ্রাফিগুলো এমনিতেই অনেক সুন্দর হয় যা আমার বেশ ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখার অপেক্ষায় থাকবো।
ধন্যবাদ আপু সবসময় মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি সব সময় অসাধারণ সব পাখির ফটোগ্রাফি শেয়ার করেন আর এবারেও ঠিক একইভাবে সুন্দর করে পাখির ফটোগ্রাফি করেছেন যেটা আমাকে মুগ্ধ করেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আমি সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ভালোবাসা রইলো আপনার জন্য
পাখির প্রতি ভালোবাসা আমার আজীবন থেকেই যাবে। তবে আজকে আপনার দুটি শালিক পাখির ফটোগ্রাফি গুলো ছিল অসাধারণ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এতো সুন্দর করে করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল আকর্ষণীয়। এবং আপনি আমাদের এক ভাইয়ের কথা রাখতে গিয়ে দুটি শালিক পাখি একসাথে ক্যামেরাবন্দি করেছেন, সত্যি বিষয়টা খুবই মজার ছিল। এত সুন্দর একটি পোষ্ট আমাদেরকে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।
আমি জানি আপনি খুব কবুতর ভালোবাসেন। আমিও ভালোবাসি আমি চেষ্টা করি সবসময় কবুতরের ও শালিক পাখির ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ ভাইয়া। সবসময় দারুন মন্তব্য করার জন্য
বরাবরের মতই আপনার চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার ফটোগ্রাফিতে শালিক পাখির প্রাধান্য সবসময় লক্ষ করি। আপনি কি শালিক পাখি বেশি ভালোবাসেন। নাকি আপনার বাড়ির পাশে এগুলো হরহামেশাই দেখা যায় জানতে ইচ্ছে করছে।
বলতে গেলে আমাদের বাড়িতেই থাকে। সবসময় ছাদের উপর গাছের আশপাশে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবসময় দারুন মন্তব্য করার জন্য
ভাইয়া ছোটবেলায় দুই শালিক দেখলে ভাগ্য ভালো আর এক শালিক দেখলে ভাগ্য খারাপ মনে করতাম। বড় হয়ে বুঝতে পেরেছি যে এগুলো কুসংস্কার। আপনি তো প্রথমে দুটি শাকিলের ভালো ফটোগ্রাফি করছিলেন। মাঝখান দিয়ে একটি শালিক কোথায় উড়ে চলে গেল। যাই হোক আপনার শাকিলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে।
আসলেই এগুলো কুসংস্কার এগুলা বিশ্বাস করতে হয় না। আগেকার মানুষ বিশ্বাস করত। ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করার জন্য