💔এত ভালোবাসার পরও কেন বিচ্ছেদ-💔||১০% @shy-fox এর জন্য বরাদ্দ ||@razuan12
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে একটি বাস্তব কাহিনী তুলে ধরব।
💔এত ভালোবাসার পরও কেন বিচ্ছেদ💔
💔এত ভালোবাসার পরও কেন বিচ্ছেদ-💔
sourch
দুজনের পরিচয় হয় ফেসবুকে তারপরই শুরু হয়........
একটি ছেলে ফেসবুকে একটি মেয়ের ছবি দেখে তারপর একটি মেয়ের বন্ধুকে ছবিটি দেখিয়ে বললো তুমি কি মেয়েটাকে চিনো। মেয়েটা কে হয় তোমার? তারপর মেয়েটির বন্ধু উত্তর দিলো। এইটা আমার বান্ধবী হয়। কেন কী হয়েছে ভাইয়া😬তারপর ছেলেটি বলল না তেমন কিছু না 😬মেয়েটিকে দেখে খুবই ভালো লাগলো। মেয়েটির বুন্ধ কে বলে তুমি কি যোগাযোগ করিয়ে দিতে পারবে তারপর মেয়েটির বন্ধু অনেকক্ষণ ভেবে দেখল তারপর মেয়েটিকে সকল কিছু জানালো তার বিষয়ে।তারপর মেয়েটি প্রথমে না...... না করতে লাগল। একটা সময়ের পর মেয়েটি ছেলেটির নাম্বার চাইলো তারপর তারা দুজন এসএমএস করতে লাগলো।এইভাবে তারা এসএমএস করতে লাগলো তার পরে ছেলেটির বন্ধু একটা সময় বিরক্ত হয়ে গেল তাদের ব্যবহারে।
একটা কথা হচ্ছে কি প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে গুরুত্ব দেয় না। এটাই প্রধান কথা।যখন প্রয়োজন হয় তাকে মানুষ বেশি ভালোবাসে অন্য সময় খোঁজ নেয়ার প্রশ্নই মনে করে না
সবকিছু থেকে সরে আসলো তারপর ওদের সম্পর্ক প্রায় নয় মাস হয়ে গেছে তার পর ব্রেক-আপ হয়ে গেছিল।তারপর ছেলেটির বন্ধুকে সবকিছু থেকে বার করে দিল তারপর ওরা দুজন আবার সম্পর্ক শুরু করলো এদিকে ছেলেটি কিচ্ছু জানেনা। একদিন ছেলেটি হঠাৎ প্রাইভেট পড়তে গেছে দিয়ে মেয়েটি আবারও ছেলেটিকে দেখে বলল যে আমরা আবার সম্পর্কে লিপ্ত হয়েছি।তারপর মেয়েটির বন্ধু মন খারাপ করলো যে আমি যাদের জন্য সব করলাম। এখন তারাই আমাকে ভুলে গেছে। তারপর ছেলেটির বন্ধু এসব না ভেবে বলল। তোদের সম্পর্ক কেমন চলছে। ওরা বললো অনেক ভালো চলছে তারপর এদের সম্পর্ক আরও গভীর হয়ে যায়।তারপরে ঈদ আসলে এরা একে অন্যকে গিফট দেয় এবং মেয়েটির বন্ধু কে ব্যবহার করে মেয়ে সকল কাজে করাই নিত।আসলে মেয়েটির বন্ধু চাইত তারা দুজন এক হয়ে যেন সারা জীবন লিপিবদ্ধ হতে পারে।
Sourch
তারপর ওদের সম্পর্ক ভালই চলতে থাকলো। দুজনে অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করত।
এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল?
কিন্তু দুজনের বাসা থেকে মেনে নিচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে তারপর ছেলেটি ঘুমের বড়ি খেয়ে সারাদিন শুয়ে থাকত। মেয়েটি কান্নাকাটি করতো। যেন শোকের ছায়া নেমে আসছে দুজনের জীবনে
Sourch
সবথেকে আশ্চর্য ব্যাপার যে ছেলেটার জন্য ওদের সম্পর্ক হল। হঠাৎ মেয়েটির বন্ধু জানতে পারল যে তার বান্ধবীর সাথে সাথে ছেলেটির বিয়ে হয়ে গেছে?
চমকে উঠল শুনে।যাদের জন্য সব করলাম তারাই এত স্বার্থপর। জানানোর প্রয়োজন বোধটুকু মনে করে নাই 💔এই দুনিয়ায় কেউ কারো না। সকলেই স্বার্থের জন্য ভালোবাসে। মানুষকে প্রয়োজনের সময় মনে পড়ে
তারপর তাদের যখন বিয়ে হয়ে গেছে মেয়েটির বন্ধু আর কিছু ভাবলো না। তাদের জন্য দোয়া দিয়ে দিলো। একটা সময়ের পর মেয়েটির বন্ধুর সাথে মেয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলো। তাদের আর তেমন কথা হয় না।
তারপর হঠাৎ একদিন একটি কথা শুনলাম যে মেয়েটি আর সেই ছেলেটির সাথে সংসার করবে না?
🧿সত্যিই কি মানুষ মানুষকে ভালোবাসে। না আবেগের বশে মানুষ নিজের স্বার্থকে ভালোবাসে। এত ভালোবাসার পরেও কেন তারা বিচ্ছেদের পথ বেছে নিল।
তারপর মেয়েটি ভাবল তার কাছে থাকা সম্ভব না কারণ ছেলেটি বেকার ছিল।
আসলে আমার কথা হচ্ছে ছেলেটি যখন বেকার ছিল তখন প্রেম-বিয়ে কেন করল?
Source
তারপর মেয়েটি ছেলের বাড়িতে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিলো তারপর ছেলেটি কান্নাকাটি শুরু করল তারপর ছেলেটি একপর্যায়ে মেনে নিল তারপর তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল।তাদের এত ভালবাসা কোথায় গেলো তাদের এত প্রেম আসলে একটা কথা কি হচ্ছে
রূপের অহংকার করতে নেই। একটা মেয়ে সুন্দর হলেই যে সে ভাল ভাবে সংসার করতে পারবে তার কোনো কথা নেই। চরিত্র টাই আসল।
একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে মানুষ সুন্দর হলেই যে তাদের ভবিষ্যৎ যে সুন্দর হবে। তার কোনো মানে নেই। তাদের যে এত ভালো সম্পর্ক ছিল 2/3 বছরের রিলেশন তারা এক নিমিষেই শেষ করে দিল। এভাবেই শেষ হয়ে গেল ভালোবাসার একটি বন্ধন। দুজন নিজেকে নিয়ে ব্যস্ত। এখন দুজনের রাস্তা আলাদা।
💔🥀🥀🥀🥀🥀
এইখান থেকে একটা শিক্ষা পেলাম যে 10 বছরের রিলেশন করে তারা সংসার করতে পারবে এমন কথা না।দুই মাসের রিলেশন এ কিন্তু সংসার টিকে যায় সারাবছর। আসলে বিশ্বাসটাই মেইন আর রূপের অহংকার করতে নেই।ভালো যদি বাসো তাহলে কেউ কাউকে ছেড়ে যেত না। আসলে সবাই নিজের স্বার্থে ব্যস্ত। তাই দুজন আলাদা।
💔এত ভালোবাসার পরও কেন বিচ্ছেদ💔
দুজনের পরিচয় হয় ফেসবুকে তারপরই শুরু হয়........
একটি ছেলে ফেসবুকে একটি মেয়ের ছবি দেখে তারপর একটি মেয়ের বন্ধুকে ছবিটি দেখিয়ে বললো তুমি কি মেয়েটাকে চিনো। মেয়েটা কে হয় তোমার? তারপর মেয়েটির বন্ধু উত্তর দিলো। এইটা আমার বান্ধবী হয়। কেন কী হয়েছে ভাইয়া😬তারপর ছেলেটি বলল না তেমন কিছু না 😬মেয়েটিকে দেখে খুবই ভালো লাগলো। মেয়েটির বুন্ধ কে বলে তুমি কি যোগাযোগ করিয়ে দিতে পারবে তারপর মেয়েটির বন্ধু অনেকক্ষণ ভেবে দেখল তারপর মেয়েটিকে সকল কিছু জানালো তার বিষয়ে।তারপর মেয়েটি প্রথমে না...... না করতে লাগল। একটা সময়ের পর মেয়েটি ছেলেটির নাম্বার চাইলো তারপর তারা দুজন এসএমএস করতে লাগলো।এইভাবে তারা এসএমএস করতে লাগলো তার পরে ছেলেটির বন্ধু একটা সময় বিরক্ত হয়ে গেল তাদের ব্যবহারে। |
---|
একটা কথা হচ্ছে কি প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ কাউকে গুরুত্ব দেয় না। এটাই প্রধান কথা।যখন প্রয়োজন হয় তাকে মানুষ বেশি ভালোবাসে অন্য সময় খোঁজ নেয়ার প্রশ্নই মনে করে না
সবকিছু থেকে সরে আসলো তারপর ওদের সম্পর্ক প্রায় নয় মাস হয়ে গেছে তার পর ব্রেক-আপ হয়ে গেছিল।তারপর ছেলেটির বন্ধুকে সবকিছু থেকে বার করে দিল তারপর ওরা দুজন আবার সম্পর্ক শুরু করলো এদিকে ছেলেটি কিচ্ছু জানেনা। একদিন ছেলেটি হঠাৎ প্রাইভেট পড়তে গেছে দিয়ে মেয়েটি আবারও ছেলেটিকে দেখে বলল যে আমরা আবার সম্পর্কে লিপ্ত হয়েছি।তারপর মেয়েটির বন্ধু মন খারাপ করলো যে আমি যাদের জন্য সব করলাম। এখন তারাই আমাকে ভুলে গেছে। তারপর ছেলেটির বন্ধু এসব না ভেবে বলল। তোদের সম্পর্ক কেমন চলছে। ওরা বললো অনেক ভালো চলছে তারপর এদের সম্পর্ক আরও গভীর হয়ে যায়।তারপরে ঈদ আসলে এরা একে অন্যকে গিফট দেয় এবং মেয়েটির বন্ধু কে ব্যবহার করে মেয়ে সকল কাজে করাই নিত।আসলে মেয়েটির বন্ধু চাইত তারা দুজন এক হয়ে যেন সারা জীবন লিপিবদ্ধ হতে পারে। |
---|
তারপর ওদের সম্পর্ক ভালই চলতে থাকলো। দুজনে অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করত। |
---|
এরপর তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল?
কিন্তু দুজনের বাসা থেকে মেনে নিচ্ছে না এমন একটা অবস্থা হয়ে গেছে তারপর ছেলেটি ঘুমের বড়ি খেয়ে সারাদিন শুয়ে থাকত। মেয়েটি কান্নাকাটি করতো। যেন শোকের ছায়া নেমে আসছে দুজনের জীবনে |
---|
সবথেকে আশ্চর্য ব্যাপার যে ছেলেটার জন্য ওদের সম্পর্ক হল। হঠাৎ মেয়েটির বন্ধু জানতে পারল যে তার বান্ধবীর সাথে সাথে ছেলেটির বিয়ে হয়ে গেছে?
চমকে উঠল শুনে।যাদের জন্য সব করলাম তারাই এত স্বার্থপর। জানানোর প্রয়োজন বোধটুকু মনে করে নাই 💔এই দুনিয়ায় কেউ কারো না। সকলেই স্বার্থের জন্য ভালোবাসে। মানুষকে প্রয়োজনের সময় মনে পড়ে |
---|
তারপর তাদের যখন বিয়ে হয়ে গেছে মেয়েটির বন্ধু আর কিছু ভাবলো না। তাদের জন্য দোয়া দিয়ে দিলো। একটা সময়ের পর মেয়েটির বন্ধুর সাথে মেয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলো। তাদের আর তেমন কথা হয় না। |
---|
তারপর হঠাৎ একদিন একটি কথা শুনলাম যে মেয়েটি আর সেই ছেলেটির সাথে সংসার করবে না?
🧿সত্যিই কি মানুষ মানুষকে ভালোবাসে। না আবেগের বশে মানুষ নিজের স্বার্থকে ভালোবাসে। এত ভালোবাসার পরেও কেন তারা বিচ্ছেদের পথ বেছে নিল।
তারপর মেয়েটি ভাবল তার কাছে থাকা সম্ভব না কারণ ছেলেটি বেকার ছিল। |
---|
আসলে আমার কথা হচ্ছে ছেলেটি যখন বেকার ছিল তখন প্রেম-বিয়ে কেন করল?
তারপর মেয়েটি ছেলের বাড়িতে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিলো তারপর ছেলেটি কান্নাকাটি শুরু করল তারপর ছেলেটি একপর্যায়ে মেনে নিল তারপর তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল।তাদের এত ভালবাসা কোথায় গেলো তাদের এত প্রেম আসলে একটা কথা কি হচ্ছে |
---|
রূপের অহংকার করতে নেই। একটা মেয়ে সুন্দর হলেই যে সে ভাল ভাবে সংসার করতে পারবে তার কোনো কথা নেই। চরিত্র টাই আসল।
একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে মানুষ সুন্দর হলেই যে তাদের ভবিষ্যৎ যে সুন্দর হবে। তার কোনো মানে নেই। তাদের যে এত ভালো সম্পর্ক ছিল 2/3 বছরের রিলেশন তারা এক নিমিষেই শেষ করে দিল। এভাবেই শেষ হয়ে গেল ভালোবাসার একটি বন্ধন। দুজন নিজেকে নিয়ে ব্যস্ত। এখন দুজনের রাস্তা আলাদা। |
---|
💔🥀🥀🥀🥀🥀
সত্যি বলতে কি ভাই ভালোবাসা একটি মরীচিকার মত। দুজন যখন নিকটস্থ থাকা হয় তখন মনের মধ্যে অনেক আবেগ অনুভূতি কাজ করে। যখন দুজন দুজনার থেকে অনেক দূরে চলে যাওয়া হয়, বিশেষ কিছুটা সময়ের জন্য।সেই আবেগ অনুভূতি গুলো আর থাকে না। যখন ভালোবাসার বন্ধন ছাড়াছাড়ি হয়ে যায়, তখন মনে হয় যেন ফালতু একটা আবেগে জড়িয়ে ছিলাম। এটাই ভালোবাসা এবং তার বাস্তবতা।
অনেক সুন্দর কথা তুলে ধরেছেন ভাইয়া💗
আসলে পৃথিবীর সকল মানুষ এক নয়। অনেক সময় দেখা যায় একদিনের পরিচয়েও সংসার করছে। আসলে ভাই আমাদের সমাজটাই খারাপ এখন।
কারণ মানিয়ে নেওয়া টা সহজ মনে করে না ভেঙ্গে দেওয়া টা সহজ মনে করে।
আমি ফেইসবুকে রিলেশন করি পাঁচ বছর কেউ কাউকে সরাসরি দেখি নাই এখনো।এখন আমাদের ফোনে বিয়ে ও হয়েছে এক বছর তিন মাস চলছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি দুআ করবেন ভাইয়া আমাদের জন্য।
আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপনাদের জন্য দোয়া রইল আপু
গল্পটা পড়ে অনেক ভালো লাগলো ভাই। আপনি ঠিকই বলেছেন যখন প্রয়োজন হয় তখন ঠিকই মনে পরবে। রূপের বড়াই কখনোই করতে নেই। মনের মিলন না হলে সম্পর্ক কখনোই টিকবে না। প্রেম করে বিয়ে অতঃপর ছেলে বেকার মেয়ে ডিভোর্স নিয়ে এসে পরেছে। আর একদিকে একটি ভালো বন্ধুত্ব নষ্ট হয়ছে। সম্পর্কে বিশ্বাসটাই হচ্ছে আসল। আপনি ভালো লিখেছেন ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য।
ভাই,খুবই সুন্দর লিখেছ। আসলে সত্যি পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো সাথে সম্পর্ক রাখে না। স্বার্থ যতদিন আছে সম্পর্ক ততো দিন। খুব সুন্দর ভাবে লেগেছে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছ।ঞ
হুম আপু।আপনাকে অসংখ্য ধন্যবাদ