DIY-এসো নিজে করি: 🦊 অপেক্ষায় বসে থাকা বালিকাটির চিত্র অঙ্কন || @razuan12 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন ।আমিও ভাল আছি আজ আমি আপনাদের মাঝে অপেক্ষায় থাকা বালিকার চিত্র অঙ্কন । তার একটি ছবি আমি চিত্র অঙ্কন করব। আশাকরি আপনারা সকলে দেখবেন। ১০ % @shy-fox জন্য বরাদ্দ ।

অপেক্ষায় বসে থাকা বালিকাটির চিত্র

IMG20210927173543-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

IMG20210927171119.jpg

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • পেন্সিল কাটার
  • কালো কালার, কমলা কালার , বেগুনি কালার, লাল কালার এবং হলুদ কালার।
  • স্কেল
  • রাবার
    siam,.png

১ম ধাপ

IMG20210927152958.jpg

👈 প্রথমত আমি একটি সাদা কাগজ নিলাম। সাদা কাগজ নিয়ে হাতে একটি স্কেল নিলাম। আমি ১০ সেন্টিমিটার মত একটি দাগ টেনে নিলাম।

২য় ধাপ

IMG20210927153256.jpg

তারপর পেন্সিল দিয়ে মাথার আকৃতি বৃত্ত করে নিলাম ।👉

৩য় ধাপ

IMG20210927153709.jpg

👈তারপর চুলের বেণী করার জন্য পেন্সিল দিয়ে একটু আঁকাবাঁকা করে একটি নকশা টেনে নিলাম মাঝখান দিয়ে।

৪র্থ ধাপ

IMG20210927153857.jpg

তারপর পেন্সিল দিয়ে একটি মুখের সাথে আরেকটি মুখ লাগিয়ে বেণিটি আমি পেন্সিল দিয়ে আকানো চেষ্টা করছিলাম একটা পর্যায়ে বেনেটি সম্পূর্ণ হয়ে গেল ।👉

৫ম ধাপ

IMG20210927154740.jpg

👈তারপর আমি জামা এবং হাতের আকৃতি আকায় নিলাম পেন্সিল দিয়ে

৬ষ্ঠ ধাপ

IMG20210927155402.jpg

তারপর বামপাশে আমি জামা এবং হাতের আকৃতি এবং শাড়ি ভাঁজ ভাঁজ করে তার আকৃতি আঁকায় নিলাম 👉

৭ম ধাপ

IMG20210927161501.jpg

👈তারপর শাড়ির আঁচলের আকৃতি আঁকায় নিলাম এবং শাড়ির আঁচলের একপাশে কিছু নকশা আছে নকশাগুলো রুল পেন্সিল দিয়ে গোল গোল করে নিলাম ।

৮ম ধাপ

IMG20210927161858.jpg

।তারপর মেয়েটির মাথার পিছে একটি চেইন আছে ওই টাকায় নিলাম 👉

৯ম ধাপ

IMG20210927162251.jpg

তারপর মাথায় খোঁপা খোঁপা করার জন্য মাঝখানে চুলের আকৃতি এর দাগ টেনে নিলাম 👈

১০ম ধাপ

IMG20210927163835.jpg

তারপর মাথা এবং চুলের বেনি গুলো পেন্সিল দিয়ে একটু ঘষে দিলাম কালো করলাম তারপর হাতের এবং যার কিছু নকশা নকশা গুলো একটু ডিজাইন করে দিলাম।

১১তম ধাপ

IMG20210927165540.jpg

👈তারপর জামাটি লাল করলাম এবং শাড়ির ভাঁজ ভাঁজ করে নকশা কাটা আছে ওইখানে হলুদ কালার দিলাম।

১২তম ধাপ

IMG20210927170559.jpg

তারপর বাকি অংশে বেগুনি কালার দিয়ে রং করে দিলাম এবং শাড়ির আঁচলটা হলুদ কালার দিয়ে দিলাম।

১৩তম ধাপ

IMG20210927172633.jpg

তারপর লম্বা দাগ টেনে ইটের মত একটি নকশা তৈরি করলাম দেওয়ালের মত।

১৪তম ধাপ

IMG20210927180103-01.jpeg

অবশেষে আমি আমার অংকনটি শেষ করলাম। অংকন যথেষ্ট ভাল করার চেষ্টা করেছি। আপনারা সকলে ভাল থাকবেন। ইনশাআল্লাহ সামনে আবার আমি নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর করে অঙ্কন করেছেন অপেক্ষায় বসে থাকা বালিকা। ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অও, আপনি তো অসাধারণ আর্ট করেন।দেখে খুব ভালো লাগলো।সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য 😊😊😊

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ছবিটি।
ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য 💌

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য 😊

আপনার আর্টের দক্ষতাটা অনেক সুন্দর। ছবিটা দেখতে বেশ সুন্দর লাগছে। শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🙂🙂

 3 years ago 

সুন্দর এঁকেছেন। অপেক্ষায় বসে থাকা এক তরুণী বাহ্ আপনার তো অসাধারন ভাবনা।ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

অপেক্ষায় বসে থাকা এক তরুণী বাহ কী চিন্তাধারা। খুব ভালো একছেন। এবং এখন মেয়েদের তো এতো বড় চুল দেখাই যায় না। এবং যাদের। আবার যেটুকু আছে তারা আবার বেলুনী করতে চাই না😌। ভালো একেছেন ভাই।।

 3 years ago 

হুম ভাইয়া এখন দেখা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে বালিকাটির চিত্র অঙ্কন করেছেন সেই সাথে ধাপে ধাপে ফটো গুলো উঠায় সুন্দর করে বর্ণনা করেছেন বিশেষ করে চুলের বেনি গুলা দেখতে খুবই সুন্দর লাগছে চুলের বেণীর জন্যই তার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠেছে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য। যা দেখে আমি আরো অনুপ্রাণিত হলাম আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ আপনার পেইন্টিং খুব সুন্দর এবং খুব ঝরঝরে, ব্যাখ্যাটি খুব ভাল এবং বিস্তারিত, আমি সত্যিই এটি পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ..

তোমার জন্য শুভকামনা

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

আমি আপনার পেইন্টিং পছন্দ করি, আপনার সব পোস্ট থেকে, আমি দেখি আপনার পেইন্টিং এ প্রতিভা আছে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

আপনার ছবি আর্টটি খুবি সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে কাজটি সম্পন্ন করেছেন। ধাপে ধাপে আপনার উপস্থাপন কেউ খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য আপু এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64550.89
ETH 3156.32
USDT 1.00
SBD 4.30