কি অবস্থা সকলের? আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে আমার মুহুর্ত শেয়ার করবো।কালকে পরিকল্পনামাফিক আমি মেলায় ঘুরতে গিয়েছিলাম বড় ভাইয়ের সাথে মাহফিলে |
আসলে এখনকার সময় মাহফিল হলে জাঁকজমকপূর্ণ হয় মেলাগুলো। মেলাগুলোর প্রতি মানুষের টান বেশি থাকে।আসলে আমাদের এখানে সব থেকে জমজমাটভাবে মাহফিল হবে হয়তো 28 তারিখে। সাতদিন মেলা থাকবে ওখানে মেলার জন্য বিখ্যাত।তারপর আমি সন্ধ্যা সাতটার সময় আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম। সাথে সাথেই একটি ভ্যান পেয়ে গেলাম এবং ভ্যানে চড়ে চলে গেলাম এবং মাহফিলের অবস্থান দেখলাম তারপর ওখানে কিছুক্ষণ বসে আমরা মেলার ভেতর চলে গেলাম। ওখানে যেতে না যেতেই দেখলাম অনেক মানুষ বিভিন্ন রকম জিনিস তৈরি করছে। কেউ খেলনাপাতি বিক্রি করছে। দেখতে দেখতে এক মুরুব্বী লোক বিভিন্ন বই পত্র এবং টুপি এসব বিক্রি করছে |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
ওখানে অনেক ধরনের বই দেখলাম এবং উনার সাথে কিছু কথা বললাম এবং আমার একটি টুপি পছন্দ হলো। তো পড়ে নেব নেব করে নেওয়ায় হলো না। মনে ছিল না নেওয়ার। ওখানে শেষ করে আমরা চলে গেলাম আঁচারের কাছে বিভিন্ন রকমের আঁচার দেখলাম |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
এই লোকটি দেখছি আঁচারের দোকান দিয়েছে। বেশ ভালই লাগলো। সেই ছোটবেলায় চালতার আঁচার খেয়ে ছিলাম এবং দেখেই মন বললো খেতে তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম কত কি উনি বলল |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
এটি হচ্ছে চালতার আঁচার।চালতার আঁচার দেখে বেশ লোভ লাগলো কিন্তু আমরা 100 গ্রাম নিলাম মুখে দেখার জন্য মানে মোটামুটি ভালো |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
এটি হচ্ছে তেঁতুলের আঁচার। তেতুল আমরা ছোটবেলায় কম বেশী সকলেরই খেয়েছি এবং বাসায় তৈরি করেছি। তেতুলের আঁচার এবং এটা টেস্ট করা হয় নাই। এটাও ৩০০ টাকা কেজি
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
এটি হচ্ছে জলপাইয়ের আঁচার। আমরা কমবেশি সকলেই জলপাই খেয়েছি এবং জলপাই এমনি ঝাল দিয়ে মাখানো খেতে বেশ ভালোই লাগে। আঁচার কখনো খেয়ে দেখা হয় নাই। এটাও ৩০০ টাকা কেজি |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
খেজুরের আঁচার আমিও খাই নাই। আসলে এখানে এসে অনেক নতুন নতুন আঁচাত দেখতে পেলাম। ইচ্ছা থাকলেও সবগুলো খেয়ে টেস্ট করতে পারি নাই।এটা ৪০০ টাকা কেজি |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
আসলে বেশ কিছুদিন আগে একজন চেরি ফলের পেইন্টিং করেছিল। আমি আসলে তারপর আজকে চেরি ফলের আঁচার দেখতে পেলাম। বেশ ভালো লাগছে। এখানে আরো অনেক আঁচার ছিল আমলকির আচার ছিল, বড়ইর, মরিচ ঝাল, রসুনের সবগুলি আমি তুলে ধরতে পারলাম না কিন্তু বেশ ভালই লাগলো ওখানকার আঁচারগুলো |
তারপর আমরা খেলনার দোকানে গেলাম। ওখানে যেয়ে অনেক খেলনা দেখতে পেলাম লোকটি খেলনা বিক্রি করার জন্য অনেক দূর থেকে এসেছে এবং মানুষজন অনেকে কিনছে। দেখে ভালই লাগছে |
Location |
Device :Realme 8 5G |
Photo Edit:Snapped |
তারপর আমরা চলে গেলাম মাহফিলের উদ্দেশ্যে। ওখানে যেয়ে বসলাম। একটি মুরব্বি লোক দেখছি বসে আছে।তারপাশে যেয়ে বসলাম তারপর আমরা রাত একটা পর্যন্ত ছিলাম একটা পর্যন্ত থাকার পর শেষ হয়ে গেল এবং আমরা বাড়িতে পৌঁছানোর জন্য রওনা দিলাম কিন্তু দুঃখের বিষয় একটা ভ্যান ও পেলাম না। সারা রাস্তা হেঁটে আসতে হল। প্রচন্ড পায়ে ব্যথা করছিল এবং আমি ঘুমাতে ঘুমাতে রাত তিনটা বেজে গেছে তারপর আমি বারোটার সময় উঠছি। প্রায় সত্যি বলতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটাহাঁটি একদম।অনেক ক্লান্ত এর মধ্যেও পোস্টটি করলাম আপনাদের মাঝে অনুভূতি শেয়ার করলাম |
💗💗💗
আপনার দেখা মেলাটির বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। ছোটবেলায় এরকম অনেক মেলায় গিয়েছি। আলাদা একটা আনন্দ কাজ করে মেলায় যাবার প্রতি।
অনেকদিন পরে মেলায় ঘুরতে গিয়েছেন আর সেই অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করেছেন। খেজুরের আচার আজকে প্রথম দেখলাম তবে নিশ্চয়ই খেতে অনেক মজা কারণ খেজুর খেতে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আমিও ভাইয়া প্রথম দেখলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য
আপনার মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে সব কিছুর বর্ননা করেছেন। তাই বেশি ভালো লেগেছে। সাথে কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছেন এতে পড়তে অনেক মজা লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই। এভাবেই এগিয়ে যান।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে দেখার জন্য। দারুণ মন্তব্য করেছেন
আপনি যেখানে ঘুরতে গিয়েছিলেন সেটা আসলে মাহফিল নাকি মেলা সেটা আমার কাছে পরিষ্কার হলনা। কিন্তু আপনার পোস্টটি দেখে খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম আয়োজনটা মোটামুটি অনেক ভালো হয়েছে। আপনার ঘুরতে যাওয়ার ফটোগ্রাফি গুলো এবং আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
মেলা ও মাহফিল ভাইয়া।
যতদুর বুঝতে পারছি মেলাটা হয়তো মাহফিল কে কেন্দ্র করে হয়। মেলা টা বেশ জাকজমকপূর্ণ দেখছি। বিশেষ করে তেতুলের আচার এবং অন্য আচারগুলো দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করেছেন। এবং উপস্থাপনা টাও ভালো ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
হুম ভাইয়া।ঠিক ধরেছেন। ধন্যবাদ ভাইয়া
বাহ্ মেলায় মনে হলো বেশ ভালোই ঘুরলে।
ছবিগুলো খুব সুন্দর ছিল ♥️
বিশেষ করে আচারের ছবিগুলো ভালোই তুলেছো। তবে আমি আচার খাই না তেমন।
যাক শুভ কামনা রইল, এভাবে ঘুরবে আর আমাদের মজার মজার সব ছবি দেখাবে।
আপনি বরাবরের মতোই দারুন মন্তব্য করে আমার পাশে থাকেন সবসময়। সত্যিই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ ভাইয়া
দেখে বোঝা যাচ্ছে যে মেলায় ঘুরতে করতে গিয়ে অসাধারণ একটি মুহূর্ত পার করেছেন। আসলে গ্রামের এইরকম মেলাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। আপনি সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন ভাই। মেলার বর্ণনা খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি কিন্তু দারুণ মন্তব্য করেন ভাই। বেশ ভালই লাগে। প্রতিটা পোস্টে আপনার কমেন্ট দেখতে পায়। সত্যিই এটা খুবই একটি ভালো কাজ। আপনার জন্য শুভকামনা রইল।
মেলায় ঘুরে ঘুরে অনেক ধরনের আচার খেয়েছেন দেখছি। মেলায় ঘুরার মজাই আলাদা। বন্ধু বান্ধব নিয়ে দল বেধে আমরাও আগে ঘুরতাম মেলায়। পোস্টটি পড়ে আমাদের সেই দিনের কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য
মেলায় ঘুরতে গেছেন ঠিক আছে ভাই কিন্তু লোভ লাগিয়ে কি লাভ বুঝলাম না. সবই তো আচারের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে তো জিভে পানি এসে গেল। আপনার পোস্টটি আসলেই খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এই মেলায় যে মুহূর্তগুলো কাটিয়েছেন সেগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হাহাহা ভাই আপনার মন্তব্যটি বেশ মজার ছিল। ভাইয়া সত্যিই আঁচার দেখলেই জিভে জল চলে আসে। বেশ ভালই লাগছিল আ্চঁরগুলি। ধন্যবাদ ভাইয়া
সত্যি খুব ভালো লাগলো আপনার এই মেলার অনুভূতির পোস্ট টি৷ আমাদের ঢাকায় পহেলা বৈশাখে একটা মেলা হয় সেই ছোট বেলা থেকেই হয়ে আসছে। সত্যি বলতে পুরো এক বছর অপেক্ষা করতাম। আজো মনে আছে একটা পিস্তল কিনা জন্য কি পাগলামিটাই না করতাম
হাহাহা। এইটা আমিও করতাম।আজ টাকা আছে ইচ্ছা নাই💔