🥀জীবন এতটাও সহজ না যেমন আমরা ভাবি😌||১০% @shy-fox এর জন্য বরাদ্দ

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি।আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো। আসলে মানুষের জীবনে এতটাও সহজ না যেমন আমরা ভাবি।তো চলুন শুরু করা যাক
🤲প্রতিটা মানুষের জীবন স্থানে ও জায়গা পেতে আলাদা 🤲

labour-day-g99ff23b94_1280.png

Sourch



LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে আমরা ভাবতাম আমাদের দিন এভাবেই চলে যাবে। কত মানুষ কত কিভাবে রোজগার করছে।আসলে মানুষ যাবে না পড়লে কোন কিছুই হয় না আমার নিজ চোখে দেখা।একটি ঘটনা তুলে ধরছি আপনাদের সামনে।যখন ছেলেটির বাবা ছিল তখন ছেলেটি বেড়িয়ে বেড়াতো বুক ফুলে।আসলে তখন ছেলেটি ভাবেই নাই যে তার বাবাকে এভাবে হারাতে হবে। তখন তার সব ভরসায় ছিল তার বাবার উপর যে ছেলেটা কোনদিন কাজ করতো না সেই ছেলেটা আজ দেখছি কাজ করছে। আসলে মানুষ একটা কথা কি জানেন। মানুষ কিন্তু খুব ছোট চোখে দেখে যারা রাজমিস্ত্রির কাজ করে। দিনমজুরির কাজ করে। আসলে মানুষ তখনই বুঝে এক টাকার মূল্য যখন মাথার ওপর থেকে বাবার ছায়াটা চলে যায়

সত্যি বলতে কোন কাজই ছোট না। আসলে আমাদের মন মানসিকতায় খারাপ আমরা কাজকে ছোট ভাবে নিয়। একটা মানুষ তখনই একটা কাজ করে যখন সে কোন দিকে কোন ঠাঁই পায় না। তখন সে বোঝে যে মাত্র 300 টাকা অর্জন করতে তাকে কি পরিমান কষ্ট করতে হয়। কিন্তু খেয়াল করে দেখবেন বাবার কাছে 1000 টাকা আর চাইবেন সাথে সাথে মনে করেন পেয়ে গেলেন।সেই টাকাটা খরচ করতে আপনি এক মিনিটও ভাববেন না কিন্তু আপনার অর্জিত 100 টাকা ইনকাম করেন বা দিনে 1000 টাকা ইনকাম করেন তখন আপনাকে দশবার ভাবাবে যে টাকাটা থাক রেখে দিয়। আসলে এটাই যে কষ্ট করে উপার্জন করলে বোঝা যায় যে বাস্তবতা কতটা কঠিন।

আসলে বাস্তবতা অনেক কঠিন। এমনও পরিবারের সন্তান আছে মাত্র বয়স 10 বছর সে পরিবারের হাল ধরেছে। সে কাজ করছে। আসলে মানুষ একটু যদি নিচে তাকায় তাহলে বুঝতে পারে মানুষ কত কষ্ট করে জীবনের সংগ্রাম করেই চলছে তাও একটু বাঁচার আশায়

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

students-g70325a750_1920.jpg

Sourch

একটা জিনিস খেয়াল করে দেখবেন। একটা দিনমজুরি দিনে 300 টাকা ইনকাম করে মাসে 9000 টাকা হয়। অনেক কষ্ট পরিশ্রমের পর সেখান থেকে নিজের খরচ চালাই। নিজের সংসার চালায় নিজের ছেলেমেয়েদের। তাদের জীবন এভাবেই চলে যাচ্ছে। তাদের জীবনে কোনো আফসোস নেই যে আমার কেন নাই। আমার জীবন কেন এত কস্ট।অপরদিকে মাসে 50 হাজার টাকা ইনকাম করে তার সংসার ঠিকমত চলছে না। তাহলে বোঝেন সৃষ্টিকর্তার রহমত ছাড়া কখনই কোন কিছু সম্ভব না।



আসলে আমরা ভাবি যে আমরা সারাজীবন বাপের হোটেলে খেয়ে যাবো কিন্তু তারা একটা সময়ের পর নিজেকে দায়িত্ব নিতে হবে।আমার বাস্তবে নিজের চোখে দেখা আসলে পরিবারের বড় সন্তান ছিল সে সকলে তাকে বিয়ে দিয়ে দিল। বাবা-মা তাকে দেখবে কিন্তু একটা সময়ের পর এটা এমন একটা পরিস্থিতিতে পরিণত হল। ছেলেটি আর কোন ধারে যেতে পারলো না। না বাবা মা, না বউ, কোন ধারে মন পাচ্ছে না। এই যে বেকার আসলে মানুষের উচিত নিজের প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা।ছেলেটি ভেবেছিল আমার জীবন এভাবেই চলে যাবে। আসলে মানুষ আরো কত কষ্ট পরিশ্রম করে জীবন যাপন করছে

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

আসলে প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থানে কষ্ট আছে আসলে সমস্যা হীন পৃথিবী। বলতে গেলে এমন কোন মানুষ নাই যে তিনি সমস্যায় নাই। আসলে সমস্যায় আমাদের জীবন। আমাদের জীবনের সংগ্রাম করেই যেতে হবে কিন্তু আমাদের হাল ছাড়া যাবেনা।আসলে আমার তখনই খারাপ লাগে জীবনের মানে তখনই বুঝতে পারি যখন ছয় বছরের ছেলে যার স্কুল যাওয়ার কথা।সে ওয়ার্কশপে কাজ করছে।আসলে বাস্তবতা এতটাই কঠিন

আসলে কারো জীবনে সহজ নয়। জীবনকে সহজ বানিয়ে নিতে হয় তাই অন্য কারোর ওপর নির্ভরশীল হওয়া যাবে না। নিজেকে শক্ত হতে হবে। দুনিয়ায় কোন কাজই ছোট না। প্রতিটি কাজকে সম্মান করতে হবে। মানুষ যখন একদম কোন জায়গায় কাজ পায়না তখন যে কাজই হোক সেই কাজটি সে আপন মেনে নেয়। মানুষের কে কী বলল তা সেখানে দেয় না। তখন সে বুঝতে পারে জীবনের মানেটা আর বাস্তবতা কতটা কঠিন।
আমি আজকের মত এখানেই শেষ করলাম। আমি একটি কথা বুঝাতে চেয়েছি যে জীবনের মানেটা সত্যিই অনেক কঠিন এবং সকলের জীবন কিন্তু একনয়। প্রতিটা মানুষ সংগ্রাম করে চলছে পৃথিবীতে।


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

♠️

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Banner.png

♠️

Sort:  
 2 years ago 

আমরা যারা নিজের অবস্থান নিয়ে খুশি না তাদেরকে আপনার পোস্ট টা পড়া উচিত। দেখা উচিত আমাদের থেকেও অসহায় ঐ লোকদের তাহলে তারা বুঝবে। আমি নিজেও একসময় টাকা খুব সহজে খরচ করেছি তবে এখন বুঝি টাকার কত গুরুত্ব। কত কষ্ট হয় টাকা ইনকাম করতে। অনেক সুন্দর গুছিয়ে লিখেছেন ভাই। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য করেছেন

 2 years ago 

খুব সুন্দর লিখেছেন ভাই। তবে একটা সময় পর দায়িত্ব নিতে হয় না দায়িত্ব অটোমেটিকলি কাধে চলে আসে। তখন আপনি চাইলেও এড়িয়ে যেতে পারবেন না।

 2 years ago 

হুম ভাই একদম ঠিক

 2 years ago 

সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন ভাই। আপনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে আপনি ঠিকই বলেছেন জীবন যতটা সহজ আসলে ততটা সহজ নয়। আমরা আসলে পারিপার্শিক বিষয় গুলো দেখে ভাবি জীবন অনেক সহজ। কিন্তু যখন আমরা জীবনটা চালাতে যাই মনে হয় যে অতল সাগরে পড়ে গেছি। খুব ভালো লাগলো ভাই আপনার পোস্টটি। এরকম একটি বাস্তবধর্মী বিষয় নিয়ে লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য

 2 years ago 

একদম ঠিকই বলেছেন ভাই-"জীবন এতটাও সহজ না,যেমনটা আমরা কল্পনা করি।নিমিষেই যে কোনো কিছু ঘটে যেতে পারে।এজন্য নিজেকে যত দ্রুত সম্ভব প্রস্তুত করা উচিত।সুন্দর এই বিষয়টি তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আপনি খুবই চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। পোস্টটি পড়ে আমার খুবই ভালো লাগলো।আসলেই আমাদের সবকিছু ভাবনা চিন্তা করে করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57451.97
ETH 3105.02
USDT 1.00
SBD 2.32