স্পোর্টস পোস্ট ||জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয় 🌺🫰

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG_20240507_113902.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

বাংলাদেশ / জিম্বাবুয়ে ম্যাচের তথ্য

ম্যাচবাংলাদেশ /জিম্বাবুয়ে (২য় টি-টোয়েন্টি )
তারিখ০৫ মে, ২০২৪, রবিবার ।
টসবাংলাদেশ টস জিতে বল ফাস্ট নিয়েছে ।
টাইম৬.০০ পি.এম।
মেস ভেনুজহুর আহমেদ স্টেডিয়াম, চট্টগ্রাম ।
আম্পায়ারমাসুদুর রহমান, শরীফাদুল্লাহ ।
বাংলাদেশ স্কোয়াডতানজিদ হাসান ,লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত (c), তাওহীদ হৃদয়,জাকের আলী (wk),মোহাম্মদ সাইফুদ্দিন,মাহাদী হাসান,মাহমুদুল্লাহ রিয়াদ,তাসকিন আহমেদ,রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে স্কোয়াডজয়লর্ড ঘুম্বি(wk),ক্রেইগ ইরভাইন,মারুমানি,ক্যাম্পবেল,বেনেনেট,সিকান্দার রাজা (c),ক্লাইভ মাডান্দে,লুক জঙ্গি, ব্লেসিং মুজারবানি,রিচার্ড নাগার্ভা,আইন্সলে নাডলভু।

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। জিম্বাবুয়ে আর বাংলাদেশ একটি ম্যাচ। খেলাটি অনেক টানটান উত্তেজনা ছিল না,কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলছে বিশ্বকাপে মনে হচ্ছে কোন দলের সাথে দাঁড়াতে পারবেনা। তারা টেনেটুনে জিততেছে এই জিম্বাবুয়ের বিপক্ষে।তারা সাহস করে আগে ব্যাটিং নিতে পারতেছে না, যদি জিম্বাবুয়ের সাথে এরকম করে ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়ার সাথে কি করবে বাংলাদেশ। তাদের ব্যাটিং বিপর্যয় প্রতিটা ম্যাচই দেখা যায়। বাংলাদেশ উন্নতি করতে পারতেছে না কিন্তু আশপাশে ছোট ছোট দেশগুলো নেপাল, উগান্ডা, আফগানিস্তান কত উন্নতি করতেছে তাদের ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচ জিতে গেছিলো।দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে লাস্টে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল কিন্ত লাস্টে এসে আর ধরে রাখতে পারে নাই।বাংলাদেশ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে খেলেছে, ভীষণ ভালো লাগছিল ম্যাচটি দেখতে। এবার দুর্দান্ত খেলছে তো চলুন খেলাটি বিশ্লেষণ করা যাক।বাংলাদেশ জিতলে জিতে যাই আমরা।

Screenshot_2024-05-07-10-32-44-89_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Source

জিম্বাবুয়ে ওপেনিং জুটি কিছুটা পরিবর্তন এসেছে। ঘুম্বি ও মারুমানি শুরু করেন।ওপেনিং শরিফুল ইসলাম ।প্রথমে দুজন বেশি দেখে শুনে খেলতে থাকেন, শরিফুল ইসলাম প্রথমবারে কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই ।প্রথম ওভার ২-০।তারপর বোলিংয়ে আসেন মাহাদী হাসান। তিনি দুর্দান্ত বোলিং করতে থাকেন। ১.১ ওভারে এ দলীয় রান ৩-০।

Screenshot_2024-05-07-10-36-30-60_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
Source

তারপর বোলিং এ আসেন তাসকিন আহমেদ। শুরু থেকেই তাসকিন বেশ দুর্দান্ত বলছিল। আজকেও শুরুটা বেশ দারন করেছিল।ওভারের ষষ্ঠ বল এ তিনি এল বি ডাবলু ফলে আউট করে দেন মারুমানি কে।তিনি ব্যক্তিগত ২(৪) রানে আউট হয়ে যান।দলীয় রান ঘুম্বি ১০(২৪) রানে অপরাজিত থাকেন ও ক্রিজে নামেন ক্রেইগ ইরভাইন।তারা শুরুতে ব্যাকফুটে চলে যায় পরপর উইকেট হারিয়ে। দলীয় রান (৫.৩)ওভার ১৯-১।পাওয়ার প্লেতে তারা রান তোলেন ২২ রান।

Screenshot_2024-05-07-10-40-32-50_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

Source

আপনারা সকলেই দেখতে পারতেছেন তারা ব্যাট করতেছে। তারা আর প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই তারপর বোলিংয়ে আসেন রিশাদ। সে পর পর একই ওভারে দুইটা উইকেট তুলে নেন। রিশাদ হোসেন শুরুতে দুর্দান্ত বল করছিল এবং দিনে দুইটা ব্যাটসম্যানকে আউট করার পর তারা বিশ্ব ব্যাকফুটে চলে যায়। বাংলাদেশ লেগস্পিনার এর উপর ভরসা পায় না, এই প্রথম একটা লেগ স্পিনার উপর ভরসা পেলো। সে দুর্দান্ত ব্যাট করতেও জানে।অতঃপর ক্রিইগ ইরভাইন ব্যক্তিগত ১৩(১৬) রানে ও রাজা ৩(৮) রানে আউট হয়ে যান।তারপর মাঝে কিছুটা তারা ব্যাক ফুটে চলে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ লাস্টের দিকে ছন্দ হারিয়ে ফেলেছিল।দশ ওভারে তারা ৩৬-৪ রানে তুলতে সক্ষম হন।

Screenshot_2024-05-07-10-44-20-03_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source
তারপর তারা বেশ দেখেশুনে খেলছিল তারপর কে যে আসলো ক্যাম্পবেল ও বেনেনেট। তারা দুর্দান্ত বেশি পার্টনারশিপ গড়ে তুলল প্রায় ৮৯ রানের। বাংলাদেশের প্রতিটা বলার কে বেধে মারতেছে। বাংলাদেশি এমনি প্রথমে ছন্দ রাখলেও লাস্ট মোমেন্ট ধরে রাখতে পারেনা। এরপর তারা বেশি দুর্দান্ত খেলছিল। দলীয় রান (১৪.৪)ওভার এ রান ৭৫-৫।ক্যাম্পবেল ২১(১৪) রান ও ১২(১৪) রানে অপরাজিত থাকেন।লাস্টের দিকে তারা বেশি একটা লড়াকো পুঁজি করতে সম্ভব হন।

Screenshot_2024-05-07-10-47-38-59_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

শুরুটা ভালো করলেও লাস্টের দিকে তারা মোমেন্ট টাম ধরে রাখতে পারে নাই। লাস্ট ৩০ বলে তারা ৫৭ রান তুলেছে ২ উইকেট এর বিনিময় রান রেট ১১.৪০।লাস্টের দিকে বেশ দুর্দান্ত খেলেছে।(১৭.৩) ওভার এ ক্যাম্পবেল ৪৫(২৪) রানে আউট হয়ে যান। দলীয় রান ১১৫-৬।অতঃপর লাস্টের দিকে এসে তাসকিন আহমেদ দুর্দান্ত বল করতে থাকে এবং তারা এক্সট্রা ৭ টা রান নিতে পেরেছে। তারা ২০ ওভারে ১৩৮ রান ৭ উইকেটে তুলতে সক্ষম হন।

বাংলাদেশের বোলিং সমীকরণ

শরিফুল ইসলাম-৪-২৬-১
মাহাদী হাসান-৪-১৮-১
তাসকিন আহমেদ-৪-১৮-২
সাইফুদ্দিন-৪-৩৭-১
রিশাদ হোসাইন-৪-৩৩-২

Screenshot_2024-05-07-11-12-30-78_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

বাংলাদেশের ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন এসেছে । ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ইনজুরি হওয়ার কারণে তানজিম তামিম নামেন ও লিটম নেমে পড়েন। লিটন দাস অফ ফর্মের কারনে বাদ পরছিল আবারো তিনি স্কোয়াডে ঢুকে গেছেন। উপর দিকে জিম্বাবুয়ের ওপেনিং বোলার নার্গাভা।ফাস্ট বলেই, দেখেশুনে খেলতে থাকেন গত ম্যাচের তামিম।১ ওভার ৯-০।দুজনা দেখে শুনে খেলতে থাকেন।

Screenshot_2024-05-07-11-15-34-49_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg
Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর তামিম বেশ দারুন শুরু পাই। উপর দিকে লিটন দাস বেশ ভুগতে থাকেন প্রথম থেকেই। তারা দুর্দান্ত দেখে শুনে খেলতে থাকেন উইকেটের পতনও হচ্ছিল না।তামিম এর আজকে দ্বিতীয় ম্যাচ তিনি অভিষেকের দুর্দান্ত খেলছিলাম। পরে এসে দুর্দান্ত খেলতে থাকেন তিনি অনেক ভালো খেলছিল।তামিমের মধ্যে সাহসী প্রতিভা আছে।এটা হচ্ছে তামজিদা হাসান তামিম। ।দলীয় রান (৩.১) ওভারে ২৯-০ রান।তানজিদ ব্যক্তিগত ১০(৮) ও লিটন দাস১৭(১১) রানে অপরাজিত থাকেন।প্রথমে বেশ ভালোই শুরুটা পেয়েছিল।কিন্তু লাস্টের দিকে ধরে রাখতে পারে নাই। পাওয়ার প্লে তে বাংলাদেশ রান তোলেন ৬ ওভারে ৪১।

Screenshot_2024-05-07-11-19-01-62_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

তারপর লিটন দাস খেলতে থাকলো তিনি আউট হয়ে যান ২৩(২৫)রানে।উপর দিকে তানজিদ হাসানো বেশিক্ষণ টিকতে পারেন নাই। তিনি ১৮(১৯) রান করএ আউট হয়ে যান।দেখেশুনে খেলতে থাকেন কিন্তু তিনি আউট হয়ে যান । নাজমুল হোসেন শান্ত তিনি দেখে শুনে খেলতে থাকেন। কিন্তু তিনি বেশিক্ষণ টিকতে পারেন নাই।তিনি (৯.৩) ওভারে ১৬(১৫) রানে আউট হয়ে যান লুক এর বলে ও ক্রিজে নামেন তাওহীদ হৃদয়। গত ম্যাচে ৩৩(১৭) রানে অপরাজিত ছিল। তার খেলাটি আমার ভীষণ ভালো লাগে প্রতিটা খেলা ভাল লাগে।।আজকে আশা ছিল ভালো খেলবে কিন্তু সে চাপে পড়ে ভালো খেলতে পারে নাই।মাঝে দুই তিনবার পানির জন্য খেলা বন্ধ হয়ে গিয়েছিল। বেশ ঘাবড়ে যাচ্ছিলাম কারণ রান রেটে বাংলাদেশ কম ছিল। যদি পানি হতো তারা হেরে যেত।

IMG_20240507_112921.jpg

Source

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

IMG_20240507_113447.jpg

Screenshot_2024-05-07-11-34-36-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

অতঃপর তাওহীদ হৃদয় বেশ সুন্দর খেলতে থাকে। তিনি ২১(১৪) রানে অপরাজিত থাকেন।অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ৬(৬) রানে।তাকে বয়স্ক বল এ পর্যন্ত বারবার বাদ দেওয়া হয় কিন্তু তিনি এখনকার সময় সেরা ফিনিশার এবং সে আজকে ১০৬ মিটার সিক্স মেরেছে। পুরান চাল ভাতে বাড়ে।জাকের আলী খুব একটা টিকতে পারে নাই। তিনি ১৩(১২) রানে আউট হয়ে যান।তারপর আর কোন উইকেটের পতন ঘটে নাই।মাহমুদুল্লাহ ও হৃদয় ইনিংস শেষ করে আসেন।হৃদয় ব্যক্তিগত ৩৭(২৫) রান করেন ও মাহামুদুল্লাহ ২৬(১৬) রান তারা (১৮.৩) ওভারে ১৪২ রান করতে সক্ষম ও জয়লাভ করেন।

বাংলাদেশ ৬ উইকেটে জয়লাভ করেন।

Screenshot_2024-05-07-11-35-55-93_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2024-05-07-11-36-12-69_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Source

  • প্লেয়ার অফ দি ম্যাচ:তাওহীদ হৃদয় ।
  • সিরিজ বাংলাদেশ ৫ এর (২-০)

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 
 2 months ago 

যদিও বাংলাদেশ জয়লাভ করেছে। তবে বাংলাদেশের ব্যাটিং লাইন অনেক বাজে পারফর্ম করেছে। মাহমুদুল্লাহ আর তাওহীদ হৃদয় বাদে সবাই ব্যর্থ। জিম্বাবুয়ের মত দলের সাথে আরো বড় ব্যবধানে জয় পাওয়া উচিত ছিল। যে রানের টার্গেট দিয়েছিল ১২ থেকে ১৩ ওভার এর মধ্যে জিতলে বিষয়টা ভালো হতো।

 2 months ago 

বাংলাদেশের খেলা দেখতে আর ভালো লাগেনা। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। তারা একদম নিম্নমানের প্লেয়ার হয়ে গেছে। তাদের ব্যাটিং বরাবরই ভীষণ খারাপ।

 2 months ago 

এই খেলাটি আমি প্রথমের দিকে একটু দেখেছিলাম, কিন্তু শেষের দিকটা তেমন দেখার সুযোগ হয়নি। তবে, আপনার পোস্টের মাধ্যমে খেলার সম্পুর্ন কাহিনী জানতে পারলাম। আসলে বাংলাদেশ মাঝে মাঝে এমন ভাবে খেলে, মনে হয় তারা বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়। আবার মাঝে মাঝে এমন খেলা উপহার দেয়, দেখলে মনে হয় বিশ্বের সবচেয়ে নিম্নমানের দল। যাইহোক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত একটি খেলা আমাদের কে উপহার দিয়েছে।

 2 months ago 

আমিও প্রথম দেখে দেখেছিলাম কিন্তু বাংলাদেশের কাছ থেকে আমরা অতিরিক্ত আশা করি। তারা ভালো খেলতেছে না খুবই খারাপ লাগতেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 months ago 

আসলে খেলা সরাসরি না দেখলেও আমি হাইলাইটস দেখার চেষ্টা করি । হ্যাঁ গত ম্যাচে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। আসলে প্রতিপক্ষ দুর্বল হলে বাংলাদেশ ভালোই খেলে। দেখা যাক বিশ্বকাপে কেমন পারফরম্যান্স করে । যেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছি। এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে । আপনার রিভিউ পড়ে ভালো লাগলো।

 2 months ago 

আমি সরাসরি দেখার চেষ্টা করি ও পরে হাইলাইটস দেখি যদি খেলাটা ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 months ago 

আমি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২য় টি-টোয়েন্টি ম্যাচটি খুবই সুন্দর ভাবে উপভোগ করছি।জিম্বাবুয়ের খেলা তেমনে কোন পার্ফরমেন্স দেখতেছি না।তার পরেও প্রথম টার থেকে দ্বিতীয় টি ভালো খেলছে।যাইহোক পরিশেষে বাংলাদেশ জয় লাভ করেন এটা খুবই ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ভাবে খেলাটির রিভিউ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57074.30
ETH 3013.89
USDT 1.00
SBD 2.19