স্পোর্টস পোস্ট ||লিজেন্ড লীগ এ বিলওয়ারা কিংস এর বিপক্ষে অসাধারণ জয় গুজরাট জায়েন্ট এর

in আমার বাংলা ব্লগ11 months ago

Picsart_23-11-23_14-23-39-751.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

লিজেন্ড ক্রিকেট লিগ(BK/GGT ম্যাচের তথ্য

ম্যাচBK /GGT (৪তম ম্যাচ)
তারিখ২২ নভেম্বর ২০২৩, বুধবার
টসBK টস দিতে বোল ফাস্ট নিয়েছে
টাইম৭.০০ পি এম
মেস ভেনুজেএসচিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্স, রাঞ্চি
আম্পায়ারসাথিরা জাকির, শুবদা বসলে

Screenshot_2023-11-23-12-32-54-52_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া

বিলওরা কিংস স্কোয়াডদিলশান (wk),সলোমান মিরে, রবিন বিস্ট,ইউসুফ পাঠান , ইরফান পাঠান (c),পিনাল শাহ,জেশাল কারিয়া, ব্র্যানওয়েল, রাহুল শার্মা, অনুরিত সিং, রায়ান জায়, লেন্ডন সিমন্স
গুজরাট জায়েন্ট স্কোয়াডক্রিস গেইল , জ্যাক ক্যালিস, রিচার্ড লেভি, ক্যাভিন ও ব্রেইন, পার্থিব পাটেল (c.wk),চিরাগ করোনা, রাজাট ভাটিয়া,অভিষেক ঝুনঝুনওয়ালা , রিয়াদ ইম্ম্রিত, শ্রীনাথ, লাডডা, ইসওয়ার চৌধুরী

আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। লিজেন্ড ক্রিকেট লিগের একটি ম্যাচ । যেসব প্লেয়ার রা এখানে খেলতেছে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে।তারা অনেক দুর্দান্ত খেলতেছে। হঠাৎ তাদের খেলাটি চোখে পড়ল এবং আমি আপনাদের মাঝে তুলে ধরলাম।একসময় তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের দাপিয়ে বেরিয়েছে।আজকের ম্যাচটি ছিল বিলওরা কিংস / গুজরাট জায়েন্ট ।

IMG_20231123_123414.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

গুজরাট জায়েন্ট টস হেরে ব্যাট করছে। ওপেনিং জুটি ক্রিস গেইল জ্যাক ক্যালিস শুরু করেন।ওপেনিং বোলার শিবেদত্তম ।ক্রিস গেইল খুব ভয়ানক ভাবে শুরু করে।প্রথম বলেই চার মেরে দেয়। ওভার( ১) ৫-০

IMG_20231123_123754.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অপরদিকে জ্যাক ক্যালিস ব্যক্তিগত ১৪(৭) রানে আউট হয়ে যান। পিনাল সাহ রান আউট এ।তখন দলীয় রান ছিল(৩.১)ওভার এ ৩৩-১।উপর দিকে ক্রিস গেইল দুর্দান্ত খেলতে থাকে। পাওয়ার প্লে তে রান তোলেন ৬ ওভার-৬৮

IMG_20231123_124128.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অতঃপর লেভি ক্রিজে নামেন।ক্রিস গেইল প্রথমে দেখে শুনে খেলতে থাকেন। মাইরের উপরে থাকে। খুবই দুর্দান্ত খেলছিল ক্রিস গেইল ।ক্রিস গেইল এই বয়সে এসে দারুণ একটা ফিফটি তুলে নেন। প্রতিটা ম্যাচে ভয়ানক ব্যাটিং চলতেই আছে ব্যক্তিগত ৫২(২৭)রানে আউট হয়ে যান।দলীয় রান (৮.২) ওভার এ ৯১-২

IMG_20231123_124419.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অপরদিকে লেভি দুর্দান্ত খেলছিল তারপর ক্রিজে নামেন কেবিন ও ব্রেইন দুর্দান্ত খেলতে থাকেন। তারপর আবার ও উইকেট পড়ে গেল (১২.৩) ওভার এ ক্যাভেন ও ব্রেইন ব্যক্তিগত ১১(১১)রানে।তারপর ক্রিজে নামেন ক্যাপ্টেন পার্থিব পাটেল। তিনি দেখেশুনে খেলতে থাকেন। তিনিও বেশিক্ষণ টিকতে পারেন নাই। তিনি (১৩.৬) ওভার এ কারিয়ার বলে এল বি ডব্লিউ হয়ে যান ব্যক্তিগত ৮(১৪) রানে।দলীয় রান তখন ১২১-৫।তারপর তারা দেখে শুনে ফেলতে থাকেন। তারপর আর কোন উইকেটের পতন হয় নাই। লাস্টে একটা উইকেটের পতন ঘটেছিল। (১৭.৪)ওভার জুনজুনওয়ালা আউট হয়ে যান ২৪(১৫) রানে।তারপর আর কোন উইকেটের পতন ঘটে নাই।

Screenshot_2023-11-23-12-48-36-08_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

অবশেষে কারুনা আর ভাটিয়া মিলে ইনিংস শেষ করে আসেন। কারুনা ব্যক্তিগত ২৪(১৮) ও ভাটিয়া ৭(৭)। দলীয় রান ২০ ওভারে ১৭২।

IMG_20231123_140359.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

বিলআরা কিংস এর ওপেনিং ব্যাটসম্যান মিরে এবং দিলশান নেমে পড়েন এবং উপর দিকে গুজরাট জায়েন্ট ওপেনিং রিয়াদ ইম্রিত ।তার তৃতীয় বলেই বলেই দিলশান আউট১(৩)।১ ওভার ৩-১।তারপর ক্রিজে নামেন রবিন বিস্ট দুজনা দেখে শুনে খেলতে থাকে (২.৫) বল পর্যন্ত

Screenshot_2023-11-23-14-07-46-20_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

মিরে আউট হওয়ার পর ব্যক্তিগত রান ছিল ৮(৮)।দলীয় রান তখন ১৪-২।তারপর পিনাল শাহ নামেন।বিস্ট দারুন খেলতে থাকে। কে বেশিক্ষণ টিকতে পারেন নাই। সে ব্যক্তিগত ১৮(১২) রানে আউট।দলীয় রান ৫৯-৩ ওভার(৭.৫)।পাওয়ার প্লেতে রান তোলে তারা ৩৯ রান।তারপর তারা দেখেশুনে খেলতে থাকে উপর পক্ষে লেন্ডন সিমন্স। দুর্দান্ত খেলতে থাকে।

Screenshot_2023-11-23-14-10-48-22_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

তারপর লেন্ডন সিমন্স দুর্দান্ত খেলতে থাকে ১২ ওভার দলীয় রান ১০১-৪।লেন্ডন সিমন্স তিনি ফিফটি তুলে নেন তার ব্যক্তিগত রান ৫১(৩৫) ও অপরপক্ষে ইউসুফ পাঠান ৫(৩) রানী অপারাজিত থাকেন।তারপর লেন্ডন সিমন্স দেখে শুনে খেলতে থাকে কিন্তু তিনি খুব দুঃখজনকভাবে তার সেঞ্চুরিটা পূরণ করতে পারেন নাই। এক রানের জন্য তিনি আউট হয়ে যান।

Screenshot_2023-11-23-14-14-50-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তারপর ইউসুফ পাঠান (১২.৫)ওভার এ ১১০-৫ রানে আউট হয়ে যান। তারপর দরকার হয় ১৮ বলে ৩২ রান। সেই রান করতে ব্যর্থ হন লাস্ট ওভারে অনেক মারাত্মক খেলা জমে যায়। তারপর ক্রিজে নামেন ইরফান পাঠান। তিনি ব্যক্তিগত ৯(১২) রানে আউট হয়ে যায়।দলীয় রান তখন ১৪০-৬ ওভার (১৬.৪)তারপর লাস্ট ওভারে সিমন্স খুব চেষ্টা করে দলকে জেতানোর জন্য। কিন্তু পারে নাই।

Screenshot_2023-11-23-14-17-50-41_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

লাস্ট বলে ৬ রান দরকার ছিল। লাস্ট বলে সিক্স মারলে জিতে যেত। কিন্তু রান নিতে ব্যর্থ আর লেন্ডন সিমন্স ৯৯ রানে অপরাজিত থাকেন। আর গুজরাট জায়েন্ট ৩ রানে জয় লাভ করেন।

Screenshot_2023-11-23-14-19-37-45_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

গুজরাট জায়েন্ট ৩ রানে জয়লাভ করেন

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 60782.57
ETH 2381.28
USDT 1.00
SBD 2.64